সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে সুপারিশ পাওয়া ৬ হাজার ৫৩১ জনের নিয়োগ নিশ্চিত করতে ২৫তম দিনের আন্দোলন চলমান রয়েছে। রবিবার (২ মার্চ) শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন তারা।
সুপারিশ পাওয়া নিয়োগপ্রত্যাশী মো. মহিব বুল্লাহ বাংলা ট্রিবিউনকে জানান, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে সুপারিশ পাওয়া ৬ হাজার ৫৩১ জনের মামলার শুনানি রবিবার (২ মার্চ) অনুষ্ঠিত হয়নি। সোমবার (৩ মার্চ) অনুষ্ঠিত হবে। তাই নিয়োগ্রপ্রত্যাশীদের ২৫তম দিনের আন্দোলন চলমান রাখা হয়েছে।
প্রসঙ্গত, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে ৬ হাজার ৫৩১ জনকে সুপারিশ করে বর্তমান অন্তর্বর্তী সরকার। কিন্তু আওয়ামী লীগ সরকারের সময় নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে আদালতে নিয়োগ বাতিলের রিট করেন সুপারিশ না পাওয়া ৩১ জন। আদালতের আদেশে আটকে যায় সুপারিশপ্রাপ্তদের চাকরি। এরই পরিপ্রেক্ষিতে গত ৬ ফেব্রুয়ারি থেকে শুরু হয় আন্দোলন।
শনিবার (১ মার্চ) ২৪তম দিনের আন্দোলনে কাফনের কাপড় পরে নিয়োগপ্রত্যাশীরা প্রতীকী ফাঁসির আয়োজন করেন কেন্দ্রীয় শহীদ মিনারে। আগামী কালকের আদালতের রায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলমান থাকবে।
আন্দোলনকারীরা জানান, সোমবার আদালতের রায় পক্ষে এলে আন্দোলন শেষ হবে, রায় বিপক্ষে গেলে আন্দোলন অব্যাহত থাকবে, দেওয়া হবে কঠোর কর্মসূচি।