X
সোমবার, ২১ এপ্রিল ২০২৫
৭ বৈশাখ ১৪৩২

গবেষণা ও উদ্ভাবনে মেধাস্বত্ব সংরক্ষণে সেল প্রতিষ্ঠার উদ্যোগ ইউজিসি’র

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:২৮আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:২৮

বিশ্ববিদ্যালয় শিক্ষকদের গবেষণা ও উদ্ভাবনের মেধাস্বত্ব সংরক্ষণে একটি সেল প্রতিষ্ঠার উদ্যোগ নিচ্ছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) ইউজিসিতে অনুষ্ঠিত এক কর্মশালায় ইউজিসি সদস্য অধ্যাপক ড. মাছুমা হাবিব এ তথ্য জানান।

কলা ও সামাজিক বিজ্ঞান গবেষণা শাখার অধীন বিজনেস স্টাডিস উপশাখায় ২০২৩-২০২৪ অর্থ বছরে প্রাপ্ত গবেষণা প্রকল্প প্রস্তাব মূল্যায়নে কর্মশালার আয়োজন করে ইউজিসির রিসার্চ অ্যান্ড গ্রান্টস ম্যানেজমেন্ট বিভাগ।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মাছুমা হাবিব বলেন, জুলাই বিপ্লবের চেতনা বাস্তবায়নে গবেষণা ও উদ্ভাবন সংরক্ষণের বিকল্প নেই। দেশের বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণার তথ্য ডিজিটাল মাধ্যমে সংরক্ষণের উদ্যোগ নেওয়া হবে। এছাড়া, আন্তর্জাতিক জার্নালে গবেষণা প্রকাশে আর্থিক সহায়তা দেওয়ার বিষয়টি ইউজিসি’র সক্রিয় বিবেচনায় রয়েছে। গবেষণায় পেটেন্ট লাভে গবেষকদের বিশেষ প্রণোদনা দেওয়া হবে। এসব পদক্ষেপে দেশের বিশ্ববিদ্যালয় বিশ্ব র‌্যাংকিংয়ে এগিয়ে আসবে।

সভায় গবেষকরা মানসম্মত গবেষণা ও প্রকাশনায় নজর দেওয়া, গবেষণায় বাজেট বরাদ্দ বৃদ্ধি, প্রকল্পের ডকুমেন্টেশন ব্যয় কমিয়ে আনা, জাতীয় অর্থনীতিতে প্রভাব ফেলে এমন প্রকল্পে বেশি বিনিয়োগ করা, অ্যাকাডেমিয়া ও শিল্প-প্রতিষ্ঠানের মধ্যকার সহযোগিতা জোরদার, মানসম্মত প্রকল্প প্রস্তাব তৈরি, যথাযথ রেফারেন্স ব্যবহার, আন্তর্জাতিক জার্নালে গবেষণা প্রকাশে সহায়তা প্রদান, গবেষণা পরিচালনায় সক্ষমতা বৃদ্ধি এবং নতুন জ্ঞান সৃজনের পরিবেশ নিশ্চিত করার দাবি জানান।

সরকারি কর্ম কমিশনের সদস্য অধ্যাপক ড. চৌধুরী সায়মা ফেরদৌস, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহা. হাছানাত আলী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, অধ্যাপক ড. মোহাম্মদ হেলাল উদ্দিন, অধ্যাপক ড. মো. শহিদুল ইসলাম, অধ্যাপক মো. মাকছুদুর রহমান সরকার, অধ্যাপক ড. শাকিলা ইয়াসমিন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. আতিকুল ইসলাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আইরিন আক্তার, অ্যাসোসিয়েট অধ্যাপক মমতাজ আক্তার ও আবু সাঈফ মো. মুনতাকিমুল বারী চৌধুরী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম বিষয় সংশ্লিষ্ট সদস্য হিসেবে সভায় উপস্থিত ছিলেন।

সেমিনারের সভাপতিত্ব করেন ইউজিসির রিসার্চ অ্যান্ড গ্রান্টস ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক ড. ফেরদৌস জামান। একই বিভাগের অতিরিক্ত পরিচালক মো. শাহীন সিরাজের সঞ্চালনায় ইউজিসির সংশ্লিষ্ট কর্মকর্তারা এতে উপস্থিত ছিলেন।

/এসএমএ/আরআইজে/
সম্পর্কিত
শিশুর নিরাপত্তায় ইউনিসেফের জোরালো ভূমিকা চায় ইউজিসি
ভারতীয়রা আমাদের বিরুদ্ধে যে প্রচারণা করছে সেগুলো খামোখা: সলিমুল্লাহ খান
গবেষণার মান বাড়াতে ইউজিসিকে তদারকির পরামর্শ
সর্বশেষ খবর
ছাত্রলীগ কর্মীর পিঠে পা দিয়ে অটোরিকশায় ঘোরানো হলো শহর, সঙ্গে উচ্চশব্দে গান
ছাত্রলীগ কর্মীর পিঠে পা দিয়ে অটোরিকশায় ঘোরানো হলো শহর, সঙ্গে উচ্চশব্দে গান
বিএনপি কর্মী পরিচয়ে আওয়ামী লীগের কার্যালয়ে বাকরখানির দোকান
বিএনপি কর্মী পরিচয়ে আওয়ামী লীগের কার্যালয়ে বাকরখানির দোকান
ছয় মাসে পাচার হতে যাওয়া ১০ কোটি টাকারও বেশি দেশি-বিদেশি মুদ্রা জব্দ
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরছয় মাসে পাচার হতে যাওয়া ১০ কোটি টাকারও বেশি দেশি-বিদেশি মুদ্রা জব্দ
সদস্যদের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ তদন্তে এনসিপির কমিটি
সদস্যদের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ তদন্তে এনসিপির কমিটি
সর্বাধিক পঠিত
হত্যা ও মুখ ঝলসে দেওয়ার আগে শিশুটিকে ধর্ষণ করেছিল পাঁচ জন: পুলিশ
হত্যা ও মুখ ঝলসে দেওয়ার আগে শিশুটিকে ধর্ষণ করেছিল পাঁচ জন: পুলিশ
খুলনায় সকাল সকাল আওয়ামী লী‌গের ঝ‌টিকা মি‌ছিল
খুলনায় সকাল সকাল আওয়ামী লী‌গের ঝ‌টিকা মি‌ছিল
ভবেশ চন্দ্রের মৃত্যু নিয়ে ভারতীয় মিডিয়ার সংবাদ বিব্রতকর: পুলিশ সুপার
ভবেশ চন্দ্রের মৃত্যু নিয়ে ভারতীয় মিডিয়ার সংবাদ বিব্রতকর: পুলিশ সুপার
প্রথম আলোর নিউজটি দিল্লি থেকে লিখে দেওয়া, বললেন হাসনাত আব্দুল্লাহ
প্রথম আলোর নিউজটি দিল্লি থেকে লিখে দেওয়া, বললেন হাসনাত আব্দুল্লাহ
দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগ জরুরি, ডিসেম্বরেই নির্বাচন হতে হবে: নুরুল হক
দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগ জরুরি, ডিসেম্বরেই নির্বাচন হতে হবে: নুরুল হক