X
রবিবার, ২০ এপ্রিল ২০২৫
৭ বৈশাখ ১৪৩২

উদযাপিত হলো ‘কমনওয়েলথ স্কলার্স ওয়েলকাম হোম’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জানুয়ারি ২০২৫, ১৮:৫৪আপডেট : ২৯ জানুয়ারি ২০২৫, ১৮:৫৪

যুক্তরাজ্যে উচ্চশিক্ষা সম্পন্ন করে দেশে ফিরে আসা কমনওয়েলথ স্কলারদের সাফল্য ‘কমনওয়েলথ স্কলার্স ওয়েলকাম হোম’ উদযাপন করা হয়েছে।

বুধবার (২৯ জানুয়ারি) ব্রিটিশ কাউন্সিল এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার (২৮ জানুয়ারি) ফুলার রোডে ব্রিটিশ কাউন্সিল প্রাঙ্গণে অনুষ্ঠানটির আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্কলারদের পাশাপাশি ব্রিটিশ হাই-কমিশন ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কমনওয়েলথ স্কলার্স অ্যান্ড ফেলোসের (বিএসিএসএএফ) প্রতিনিধিরা এবং বিভিন্ন অতিথিরা উপস্থিত ছিলেন।

বিএসিএসএএফ -এর সভাপতি অধ্যাপক বোরহান উদ্দিন খানের উষ্ণ অভ্যর্থনার মধ্যদিয়ে আয়োজনটি শুরু হয়। তিনি বাংলাদেশের উন্নয়নে কমনওয়েলথ স্কলারদের উল্লেখযোগ্য অবদানের ওপর গুরুত্বারোপ করেন।

ব্র্যাক বিজনেস স্কুলের সহযোগী অধ্যাপক মোজাম্মেল মিয়া এবং সদ্য স্নাতক-সম্পন্ন করা মধুরিমা সাহা যুক্তরাজ্যে তাদের উচ্চশিক্ষার অভিজ্ঞতা নিয়ে আলোচনা করেন। আলোচনায় তারা ব্যক্তিগত ও পেশাগত উন্নয়নের ক্ষেত্রে যুক্তরাজ্যে তাদের শিক্ষার প্রভাব তুলে ধরেন।

মেধাবী ও সম্ভাবনায় সব স্কলার যারা যুক্তরাজ্যে তাদের শিক্ষাগ্রহণ শেষ করে বাংলাদেশে ফিরে এসেছেন, যুক্তরাজ্যে তারা যে সমৃদ্ধ অভিজ্ঞতা অর্জন করেছেন, তার মাধ্যমে তারা বাংলাদেশের শিক্ষা, সংস্কৃতি ও টেকসই উন্নয়নের মতো খাতে অবদান রাখবেন।

ব্রিটিশ কাউন্সিলের বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর স্টিফেন ফোর্বস তার বক্তব্যে বলেন, ‘শিক্ষাগত ক্ষেত্রে যুক্তরাজ্যে গিয়ে এ অনন্য অর্জনের ক্ষেত্রে আপনাদের নিষ্ঠা ও অঙ্গীকার সত্যিকার অর্থেই অনুপ্রেরণাদায়ক। আমাদের প্রত্যাশা, আপনারা বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কমনওয়েলথ স্কলার্স অ্যান্ড ফেলোসের (বিএসিএসএএফ) -এর সঙ্গে যুক্ত থাকবেন এবং এ নেটওয়ার্কের মাধ্যমে আপনারা আপনাদের অভিজ্ঞতা, সংশ্লিষ্ট ক্ষেত্রে সম্যক ধারণা এবং অবদান সবার সঙ্গে শেয়ার করবেন। আমার বিশ্বাস, আপনাদের কাজ বাংলাদেশের উন্নয়নে ও বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় উল্লেখযোগ্য প্রভাব ফেলবে।’

অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনায় ক্লেফস মিউজিক ফাউন্ডেশনের সহ-প্রতিষ্ঠাতা ও কমনওয়েলথ স্কলার ইশরার হাবিব ঐতিহ্যবাহী এবং আধুনিক সংগীত পরিবেশন করেন। তার পরিবেশনা শ্রোতাদের মুগ্ধ করে।

অনুষ্ঠানে কমনওয়েলথ স্কলারদের বিএসিএসএএফ-এর কার্যক্রম সম্পর্কে আনুষ্ঠানিকভাবে জানানো হয়। বিএসিএসএএফ সভাপতি বোরহান উদ্দিন খান কমনওয়েলথ অ্যালামনাইদের মধ্যে শক্তিশালী নেটওয়ার্ক ও সহযোগিতা গড়ে তোলার ক্ষেত্রে সংগঠনটির লক্ষ্য সবার সামনে তুলে ধরেন।

/এসএমএ/এপিএইচ/
সম্পর্কিত
তরুণ প্রজন্মের উন্নয়নে ব্রিটিশ কাউন্সিলের গবেষণা প্রতিবেদন
কেমব্রিজ ইন্টারন্যাশনাল পরীক্ষায় ৬৫ বাংলাদেশি শিক্ষার্থীর ‘টপ ইন দ্য ওয়ার্ল্ড অ্যাওয়ার্ড’ অর্জন
দেশের উচ্চশিক্ষার মানোন্নয়নে কাজ করতে আগ্রহী যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়
সর্বশেষ খবর
‘আমাদের জন্য দেশ স্বাধীন হয়নি’
‘আমাদের জন্য দেশ স্বাধীন হয়নি’
ইরানের পারমাণবিক অবকাঠামোতে হামলার পরিকল্পনা বাতিল করেনি ইসরায়েল
ইরানের পারমাণবিক অবকাঠামোতে হামলার পরিকল্পনা বাতিল করেনি ইসরায়েল
ডিসেম্বরে নির্বাচন আদায়ে ‘সর্বদলীয় জনমত’ গঠনে বিএনপি
নির্বাচন পেছানোর চক্রান্ত দেখছে ১২ দলডিসেম্বরে নির্বাচন আদায়ে ‘সর্বদলীয় জনমত’ গঠনে বিএনপি
রিকশায় থাকা ব্যক্তির চোখে মরিচের গুঁড়ো ছিটিয়ে ১০ লাখ টাকা ছিনতাই
রিকশায় থাকা ব্যক্তির চোখে মরিচের গুঁড়ো ছিটিয়ে ১০ লাখ টাকা ছিনতাই
সর্বাধিক পঠিত
গাজীপুরে সেই দুই শিশুকে হত্যা করেছেন মা: পুলিশ
গাজীপুরে সেই দুই শিশুকে হত্যা করেছেন মা: পুলিশ
আ.লীগের ঝটিকা মিছিল, বিপাকে পুলিশ
আ.লীগের ঝটিকা মিছিল, বিপাকে পুলিশ
হিন্দু নেতা ভবেশ চন্দ্র রায় হত্যা: নিন্দা জানালো ভারত
হিন্দু নেতা ভবেশ চন্দ্র রায় হত্যা: নিন্দা জানালো ভারত
প্রধানমন্ত্রী নয়, মন্ত্রিপরিষদ শাসিত সরকার চায় এনসিপি: নাহিদ ইসলাম
প্রধানমন্ত্রী নয়, মন্ত্রিপরিষদ শাসিত সরকার চায় এনসিপি: নাহিদ ইসলাম
যেসব পদক্ষেপে ঘুরে দাঁড়ালো রিজার্ভ
যেসব পদক্ষেপে ঘুরে দাঁড়ালো রিজার্ভ