সেশনজট দূর করতে ২০২২ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্সের তৃতীয় বর্ষের পরীক্ষা ডিসেম্বরের মধ্যে নেওয়া হবে।
সোমবার (১৮ নভেম্বর) এ সংক্রান্ত অফিস আদেশ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।
অফিস আদেশে জানানো হয়, শিক্ষার্থীদের সুবিধার্থে এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের সেশনজট নিরসনে ২০২২ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষের পরীক্ষা আগামী ডিসেম্বরের মধ্যে গ্রহণ করা হবে। সেই লক্ষ্যে কলেজগুলোতে শীতকালীন ছুটি বলবৎ থাকায় পরীক্ষা পরিচালনার স্বার্থে শুধুমাত্র পরীক্ষা কাজের সঙ্গে দায়িত্ব পালনকারী শিক্ষকরা পরবর্তীতে ছুটি ভোগ করতে পারবেন মর্মে নির্দেশক্রমে অনুমতি দেওয়া হলো।