X
শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫
১২ বৈশাখ ১৪৩২

গণতন্ত্রের সহনশীলতা নিয়ে আলোচনা নর্থ সাউথে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ নভেম্বর ২০২৪, ১৮:২৯আপডেট : ১৩ নভেম্বর ২০২৪, ১৮:২৯

দেশে গণতন্ত্রের সহনশীলতা এবং স্বৈরাচারী শাসনব্যবস্থার প্রতিরোধ নিয়ে আলোচনা সভার আয়োজন করেছে নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ)।

জুলাই বিপ্লবের প্রেক্ষিতে বুধবার (১৩ নভেম্বর) এনএসইউ’র সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব পলিসি অ্যান্ড গভর্ন্যান্স (এসআইপিজি), সেন্টার ফর পিস স্টাডিজ (সিপিএস) এবং পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড সোসিওলজি বিভাগের (পিএসএস) যৌথ উদ্যোগে এই আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বর্তমান বাংলাদেশের গণতন্ত্র রক্ষায় বিদ্যমান চ্যালেঞ্জ ও উন্নয়নের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সেমিনারে সভাপতিত্ব করেন এনএসইউ উপাচার্য অধ্যাপক আব্দুল হান্নান চৌধুরী। এতে উপস্থিত ছিলেন— অসলো বিশ্ববিদ্যালয়ের পোস্টডক্টরাল গবেষক এবং ওয়েস্টার্ন সিডনি বিশ্ববিদ্যালয়ের হিউম্যানিটেরিয়ান অ্যান্ড ডেভেলপমেন্ট রিসার্চ ইনিশিয়েটিভের (এইচএআরডিআই) সহযোগী ফেলো ড. মুবাশার হাসান, অসলো বিশ্ববিদ্যালয়ের সাউথ এশিয়ান স্টাডিজের বিশেষজ্ঞ অধ্যাপক আরিল্ড এঙ্গেলসেন রুড, দুর্নীতি দমন সংস্কার কমিটির সদস্য মুনিম মুবাশ্বির এবং এনএসইউ’র ইংলিশ অ্যান্ড মডার্ন ল্যাঙ্গুয়েজ বিভাগের সিনিয়র লেকচারার মুশাররত শর্মি হোসেন।

অনুষ্ঠানের শুরুতেই সঞ্চালক এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটের পরিচালক ও সহযোগী অধ্যাপক ড. বুলবুল সিদ্দিকী বলেন, ‘জুলাই বিপ্লবের পরপরই আমরা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য এমন অনুষ্ঠানের আয়োজনের চেষ্টা করেছিলাম। এই আয়োজন সেই প্রচেষ্টার ধারাবাহিকতা।’

ড. মোবাশ্বার হাসান বলেন, ‘সেই সময়ের সরকার আমাদের ওপর ক্রমাগত নিপীড়ন চালিয়েছিল এবং আমি সরাসরি সেই অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলাম। হ্যাঁ, সরকার আমাদের দমন করেছিল, কিন্তু মানুষ তবুও সোচ্চার ছিল এবং তারা তাদের অভিজ্ঞতা নিয়ে লিখছিল। গণতান্ত্রিক চেতনা সর্বদা আমাদের সঙ্গে ছিল, যতই কঠোর দমন-পীড়ন হোক না কেন।’

অধ্যাপক আরিল্ড এঙ্গেলসেন রুড বলেন, ‘‘স্বৈরাচার হলো আপনার কণ্ঠস্বর এবং তথ্যপ্রাপ্তির অধিকারকে সীমিত করা। এটি মানুষকে নীরব করার জন্য ব্যবহৃত হয়। মানুষকে নীরব করার যেকোনও প্রচেষ্টা স্বৈরাচারী মনোভাবের প্রতিফলন। অপরদিকে, সেই প্রচেষ্টাকে প্রতিহত করাই গণতান্ত্রিক মনোভাবের প্রকাশ। বাংলাদেশে স্বৈরাচারকরণের প্রবণতা ছিল, তবে কিছু মাত্রায় প্রতিরোধও দেখা গিয়েছিল। আমরা এই ক্ষুদ্র প্রতিরোধকে ‘দুর্বলদের অস্ত্র’ এর সঙ্গে তুলনা করতে পারি।’’

মুনিম মুবাশ্বির বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলন শুরু হয়েছিল। ১৭ ও ১৮ জুলাইয়ের পর বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো সক্রিয়ভাবে সম্পৃক্ত হয়ে জাতির ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আন্দোলনের সব স্লোগানের মধ্যে আমার সবচেয়ে প্রিয় ছিল ‘ছাত্র-শিক্ষক-জনতা, গড়ে তুলো একতা।’

এনএসইউ উপাচার্য অধ্যাপক আব্দুল হান্নান চৌধুরী বলেন, ‘একজন প্রত্যক্ষদর্শী হিসেবে আমি দেখেছি যে, দেশ ধ্বংসের দিকে এগোচ্ছিল। আমাদের আঞ্চলিক অখণ্ডতা হুমকির মুখে ছিল। জেন-জি এবং তরুণরা শুধু ২০২৪ সালেই নয়, দীর্ঘদিন ধরে কাজ করে আসছিল। তাদের সঙ্গে ছিল গোটা দেশ—তাদের বাবা-মা, শিক্ষক, ধনী-গরিব, সবাই।’

/এসএমএ/এপিএইচ/
সম্পর্কিত
নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
নর্থ সাউথের সামনে অনাকাঙ্ক্ষিত ঘটনায় ছাত্রদলের তদন্ত কমিটি
সারজিসকে ঘিরে হট্টগোলের ঘটনায় ছাত্রদলকে দায় দিতে চান না আহত শিক্ষার্থী
সর্বশেষ খবর
আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবি জামায়াত ও ইসলামী আন্দোলনের
আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবি জামায়াত ও ইসলামী আন্দোলনের
মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে হত্যা: আরও ২ জন গ্রেফতার
মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে হত্যা: আরও ২ জন গ্রেফতার
তামিমদের প্রতিবাদের মুখে হৃদয়ের শাস্তি পেছালো বিসিবি
তামিমদের প্রতিবাদের মুখে হৃদয়ের শাস্তি পেছালো বিসিবি
পাকিস্তানে বোমা হামলায় নিরাপত্তা বাহিনীর ৪ সদস্য নিহত
পাকিস্তানে বোমা হামলায় নিরাপত্তা বাহিনীর ৪ সদস্য নিহত
সর্বাধিক পঠিত
সাবেক রাষ্ট্রপতি হামিদের জামাতাকে অবসরে পাঠালো সরকার
সাবেক রাষ্ট্রপতি হামিদের জামাতাকে অবসরে পাঠালো সরকার
তরমুজের খোসা ত্বকে ঘষলে যেসব উপকার পাবেন
তরমুজের খোসা ত্বকে ঘষলে যেসব উপকার পাবেন
ইসলামের বিরুদ্ধে অবস্থান নিলে প্রধান উপদেষ্টাকেও ডাস্টবিনে ছুড়তে দেরি হবে না
ফেনীতে মামুনুল হকইসলামের বিরুদ্ধে অবস্থান নিলে প্রধান উপদেষ্টাকেও ডাস্টবিনে ছুড়তে দেরি হবে না
আদালতে কান্নায় ভেঙে পড়লেন পারভেজ হত্যা মামলার প্রধান আসামি
আদালতে কান্নায় ভেঙে পড়লেন পারভেজ হত্যা মামলার প্রধান আসামি
রোমিং বিল পরিশোধ এখন টাকায়, ডলার লাগবে না
রোমিং বিল পরিশোধ এখন টাকায়, ডলার লাগবে না