দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষকদের সক্ষমতা বৃদ্ধি ও যুগোপযোগী শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে চার মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণের আয়োজন করবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।
এই প্রশিক্ষণের জন্য শনিবার (২৬ অক্টোবর) বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) ক্যাম্পাস পরিদর্শন করেন ইউজিসির একটি প্রতিনিধিদলের সদস্যরা।
ইউজিসি জানায়, ইউজিসি বাস্তবায়নাধীন হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পের আওতায় ধারবাহিকভাবে এই প্রশিক্ষণ দেওয়া হবে। চার মাসব্যাপী বুনিয়াদি এই প্রশিক্ষণের জন্য ইউজিসি একটি পূর্ণাঙ্গ প্রশিক্ষণ মডিউল তৈরি করেছে। খসড়া মডিউলে উচ্চশিক্ষার বিধি বিধান, ওবিই কারিকুলাম, টিচিং- লার্নিং অ্যান্ড অ্যাসেসমেন্ট, অনলাইন টিচিং- লার্নিং অ্যান্ড অ্যাসেসমেন্ট, কারিকুলাম ডেভেলপমেন্ট, কোয়ালিটি অ্যাসুউরেন্স, গবেষণা দক্ষতা, কমিউনিকেশন অ্যান্ড অ্যাডভান্সড ডিজিটাল লিটারেসি, প্রশাসন ও কৌশলগত ব্যবস্থাপনাসহ মোট ১০টি বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে।
উন্মুক্ত বিশ্ববিদ্যালয় জানায়, এর অংশ হিসেবে শনিবার ইউজিসি সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ তানজীম উদ্দিন খানের নেতৃত্বে ১০ সদস্যের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল বাউবির গাজীপুরের মূল ক্যাম্পাসের শিক্ষক প্রশিক্ষণ ভেন্যু, অডিটোরিয়াম, গেস্ট হাউস অ্যান্ড ম্যানেজমেন্ট টিম, আইসিটি ইউনিট, ডরমেটরি, মিডিয়া বিভাগ, ট্রান্সপোটেশন অ্যান্ড কমিউনিকেশন ফ্যাসিলিটিস এবং বাউবির চলমান বিভিন্ন উন্নয়ন কাযর্ক্রম পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন ইউজিসি সচিব ড. মো. ফখরুল ইসলাম, এসপিকিউএ বিভাগের পরিচালক ড. দূর্গা রানী সরকার, প্রকল্প পরিচালক (হিট প্রকল্প) অধ্যাপক ড. আসাদুজ্জামান, উপ-পরিচালক (এসপিকিউএ বিভাগ) প্রকৌশলী মোহাম্মদ মনির উল্লাহ, প্রোগ্রাম অফিসার (হিট প্রকল্প) আবু তালেব মু. মুনীর এবং সহকারী পরিচালক (এসপিকিউএ বিভাগ) মো. মোস্তাক আহমেদ।
বাউবির পক্ষ থেকে উপস্থিত ছিলেন ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) পরিচালক অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম, অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ জহির রায়হান ও খান মো. মনোয়ারুল ইসলাম এবং রেজিস্ট্রার ড. মহা. শফিকুল আলম ও মিডিয়া বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) শরীফ মো. শাহাবুদ্দিন।