প্রধান উপদেষ্টার কাছে শিক্ষক নেতাদের নিয়ে যাওয়ার আশ্বাসে দ্বিতীয় দিনের আন্দোলনে রাতে রাস্তা অবরোধ ছেড়ে দিলেন বেসরকারি অনার্স-মাস্টার্স স্তরের শিক্ষকরা। বুধবার (১৬ অক্টোবর) রাত পৌনে ১০টা দিকে রাস্তা ছেড়ে দেন তারা।
দেশের বেসরকারি অনার্স-মাস্টার্স স্তরের শিক্ষক আন্দোলনের প্রধান সমন্বয়ক মো. মোস্তফা কামাল জানান, পুলিশের রমনার ডিসি দায়িত্ব নিয়েছেন আগামীকাল (বৃহস্পতিবার) প্রধান উপদেষ্টার কাছে আমাদের নিয়ে যাবেন। আমরা তার কথায় রাতে আন্দোলন স্থগিত করেছি। কাল সকাল থেকে আবার আন্দোলন শুরু হবে।
প্রসঙ্গত, বেসরকারি অনার্স কলেজের সাড়ে তিন হাজারের বেশি শিক্ষকের জনবল কাঠামো না থাকায় ৩২ বছর ধরে বিনা বেতনে শিক্ষকতা করছেন তারা। এমপিওভুক্তির জন্য দীর্ঘদিন ধরে আন্দোলন কর্মসূচি পালন করলেও তাদের এমপিওভুক্তি করা হয়নি।
বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স ফেডারেশনের সভাপতি নেকবর হোসেন এবং সাধারণ সম্পাদক মেহরাব আলী জানান, বেসরকারি কলেজের অনার্স-মাস্টার্স স্তরের শিক্ষকরা ৩২ বছর ধরে বিনা বেতনে চাকরি করছেন। কলেজ থেকে সামান্য টাকা দেওয়া হয় অনিয়মিতভাবে। বিষয়টি শিক্ষা মন্ত্রণালয় জানে। এর আগে বিগত সরকারের প্রধানমন্ত্রীর কার্যালয়ে থেকে শিক্ষা মন্ত্রণালয়কে এমপিওভুক্তির জন্য নির্দেশনা দেওয়া হলেও আমলারা রহস্যজনক কারণে এমপিওভুক্ত করেননি।
আমরা মঙ্গলবার (১৫ অক্টোবর) থেকে অবস্থান কর্মসূচি পালন করছি শিক্ষাভবনের সামনে। শিক্ষা মন্ত্রণালয় গতকাল জানিয়েছিল আজ (বুধবার) বৈঠক করে একটি সিদ্ধান্ত জানানো হবে। কিন্তু সন্ধ্যা পর্যন্ত না জানালে আমরা রাস্তা অবেরোধ করি। অনেক শিক্ষক রাস্তায় শুয়ে পড়েন। পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা আন্দোলনকারী শিক্ষকদের কয়েকজনকে প্রধান উপদেষ্টার কাছে নিয়ে যাওয়ার আশ্বাস দিলে আমরা রাতে আন্দোলন স্থগিত করি। কাল সকাল থেকে আবার অবস্থান কর্মসূচি শুরু হবে। যতদিন এমপিওভুক্তির নির্দেশনা না পাই, ততদিন অবস্থান কর্মসূচি পালন করতে প্রস্তুত রয়েছেন শিক্ষকরা।