রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) উপাচার্য অধ্যাপক জাহাঙ্গীর আলমের পদত্যাগপত্র গ্রহণ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনে জানানো হয়, গত ৩১ আগস্ট পদত্যাগ করেছেন রুয়েটের উপাচার্য।
একই আদেশে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. কাঞ্চন চাকমার পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। প্রজ্ঞাপনে জানানো হয়, গত ১৮ আগস্ট পদত্যাগ করেছেন বিশ্ববিদ্যালয়টির উপ-উপাচার্য।