X
শনিবার, ২৬ এপ্রিল ২০২৫
১৩ বৈশাখ ১৪৩২

গুচ্ছের ২৪ বিশ্ববিদ্যালয়ের চতুর্থ পর্যায়ের ভর্তি স্থগিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ সেপ্টেম্বর ২০২৪, ১৪:২৭আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৪, ১৪:২৭

জিএসটিভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর চতুর্থ পর্যায়ের প্রাথমিক ভর্তি প্রক্রিয়া আপাতত স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) জিএসটি ওয়েবসাইটে (https://gstadmission.ac.bd/) জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয় ও  ইউজিসির পরামর্শক্রমে চতুর্থ পর্যায়ের প্রাথমিক ভর্তি প্রক্রিয়া আপাতত স্থগিত করা হলো।

জিএসটির সাধারণ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জিএসটি ২০২৩-২৪ ভর্তিচ্ছু শিক্ষার্থীদের গত কয়েকদিনে ‘কমপ্লেইন বক্সের’ মাধ্যমে পাওয়া অভিযোগ পর্যবেক্ষণ করে প্রতীয়মান হয় যে, ভর্তির প্রথম পর্যায়ের প্রথমে প্রকাশিত সাবজেক্ট সিলেকসন ও ওয়েটিং লিস্ট নিয়ে অনেকের মধ্যে বিভ্রান্তি পরিলক্ষিত হচ্ছে। শিক্ষার্থীদের অবগতির জন্য বিষয়টির বিস্তারিত তুলে ধরা হলো। প্রকাশিত মেধাতালিকা অনুযায়ী জিএসটি গুচ্ছের ভর্তি কার্যক্রম চলমান আছে। মেধাক্রম সঠিক থাকলেও দুটি বিশ্ববিদ্যালয়ের কিছু সাবজেক্টের আসনসংখ্যা সংক্রান্ত তথ্যে গরমিল হওয়ায় প্রথম পর্যায়ের প্রকাশিত ‘এ’ ইউনিটের সাবজেক্ট সিলেকসন ও ওয়েটিং লিস্টে কিছু সমস্যা পরিলক্ষিত হয়েছিল। সেই তালিকা অনুযায়ী কোনও আবেদনকারীর ভর্তি নিশ্চায়ন করা হয়নি। তালিকাটি প্রকাশের অল্প কিছুক্ষণের মধ্যেই বিষয়টি নজরে আসলে সমস্যাটি সমাধান করে চার ঘণ্টা পর সঠিক তালিকাসহ পুনরায় ভর্তির সিস্টেমটি চালু করা হয়। এই অনাকাঙ্খিত ভুলের জন্য গুচ্ছ ভর্তি কমিটি আন্তরিকভাবে দুঃখিত। প্রথম পর্যায়ের সংশোধিত তালিকা থেকে এখন পর্যন্ত সঠিকভাবে ভর্তি কার্যক্রম কেন্দ্রীয়ভাবে পরিচালিত হচ্ছে।

চতুর্থ পর্যায়ের প্রাথমিক ভর্তি সম্পন্ন করার পর চূড়ান্ত ভর্তির ব্যবস্থা নেওয়া হবে। চূড়ান্ত ভর্তি ও ক্লাস শুরুর বিষয়ে স্ব-স্ব বিশ্ববিদ্যালয় সিদ্ধান্ত গ্রহণ করবে।

উল্লেখ্য, দেশের জিএসটি গুচ্ছভুক্ত অধিকাংশ বিশ্ববিদ্যালয় এখন প্রশাসনশূন্য হওয়ায় এবং দেশের ভয়াবহ বন্যা পরিস্থিতির কারণে ভর্তিকৃত শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি ও ক্লাস শুরুর তারিখ সংক্রান্ত সিদ্ধান্ত নিতে বিলম্ব হচ্ছে। এবিষয়ে সিদ্ধান্ত হলে যথাসময়ে তা অবহিত করা হবে।

শিক্ষার্থীদের চাহিদার বিষয়টি বিবেচনা করে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোয় আসন শূন্য থাকা সাপেক্ষে কৃষি গুচ্ছের পরে চূড়ান্ত মাইগ্রেসন (সাবজেক্ট ও বিশ্ববিদ্যালয় উভয়)-এর মাধ্যমে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা হবে। এই বিজ্ঞপ্তির পর বৃহস্পতিবার জরুরি বিজ্ঞপ্তি দিয়ে চতুর্থ পর্যায়ের প্রাথমিক ভর্তি প্রক্রিয়া স্থগিত করা হলো।

/এসএমএ/ইউএস/
সম্পর্কিত
শিক্ষার্থী পারভেজ হত্যা: প্রধান আসামি গাইবান্ধা থেকে গ্রেফতার
ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়
‘কের লাইগ্যা আমার পুতেরে মারলো হেরা,’ নিহত জাহিদুলের মায়ের আহাজারি
সর্বশেষ খবর
ব্যাটারিচালিত রিকশার দাপটে বিশৃঙ্খল চট্টগ্রামের সড়ক, চলতি মাসে জব্দ ৩ হাজার
ব্যাটারিচালিত রিকশার দাপটে বিশৃঙ্খল চট্টগ্রামের সড়ক, চলতি মাসে জব্দ ৩ হাজার
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৫)
‘প্রতিপক্ষকে ফাঁসাতে’ গুলি এনে ফাঁসলেন নিজেরাই
‘প্রতিপক্ষকে ফাঁসাতে’ গুলি এনে ফাঁসলেন নিজেরাই
মেলার প্যান্ডেল ভেঙে গুঁড়িয়ে দিয়ে আগুন দিলো বিক্ষুব্ধ জনতা
মেলার প্যান্ডেল ভেঙে গুঁড়িয়ে দিয়ে আগুন দিলো বিক্ষুব্ধ জনতা
সর্বাধিক পঠিত
তরমুজের খোসা ত্বকে ঘষলে যেসব উপকার পাবেন
তরমুজের খোসা ত্বকে ঘষলে যেসব উপকার পাবেন
আদালতে কান্নায় ভেঙে পড়লেন পারভেজ হত্যা মামলার প্রধান আসামি
আদালতে কান্নায় ভেঙে পড়লেন পারভেজ হত্যা মামলার প্রধান আসামি
‘২০২৪ সালের নির্বাচনে অংশ নিতে ৭০ মামলার ভয় দেখায় ডিজিএফআই’
‘২০২৪ সালের নির্বাচনে অংশ নিতে ৭০ মামলার ভয় দেখায় ডিজিএফআই’
ড. ইউনূসের বিরুদ্ধে কড়া কথা বললে অনেকের নাকি কষ্ট লাগে: মামুনুল হক
ড. ইউনূসের বিরুদ্ধে কড়া কথা বললে অনেকের নাকি কষ্ট লাগে: মামুনুল হক
নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ