অলাভজনক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর থেকে সব ধরনের ভ্যাট-ট্যাক্স প্রত্যাহার এবং শিক্ষা গবেষণা খাতে সহায়তা দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি (এপিইউবি) এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সংগঠন বাংলাদেশ সোসাইটি ফর প্রাইভেট ইউনিভার্সিটি অ্যাকাডেমিক্স (বিএসপিইউএ)।
মঙ্গলবার (২৭ আগস্ট) এপিইউবি এবং বিএসপিইউএ কার্যনির্বাহী কমিটির এক সভায় এ দাবি জানানো হয়। রাজধানীর বনানীতে বেসরকারি বিশ্ববিদ্যালয় কার্যালয়ে অনুষ্ঠিত ওই মতবিনিময় সভায় বেসরকারি বিশ্ববিদ্যালয় খাতের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, বৈষম্য দূর করতে এবং শিক্ষিত প্রজন্ম গঠনে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে সহযোগিতা করা জরুরি। পরিবর্তিত সময়ে উচ্চশিক্ষা খাতের সমস্যা সমাধানে সরকারের পাশাপাশি অংশীজন হিসেবে আমাদের একসঙ্গে কাজ করতে হবে।
অর্থনৈতিক উন্নয়নে শিক্ষার্থী, শিক্ষক, উদ্যোক্তাদের ভূমিকার বিবেচনায় বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো স্বীকৃতি ও সহযোগিতার দাবিদার উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, উচ্চশিক্ষা দেখভালের দায়িত্বে নিয়োজিত প্রতিষ্ঠানকে কার্যকর করা, প্রয়োজনীয় ক্ষেত্রে সংস্কার ও দ্বৈতনীতির পরিবর্তন আবশ্যক। বিশেষ করে অলাভজনক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর আরোপিত সব ধরনের ভ্যাট-ট্যাক্স প্রত্যাহার এবং শিক্ষা গবেষণা খাতে সহায়তা দেওয়া অত্যাবশক।
আলোচনায় অংশ নেন– বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ড. মো. সাবুর খান, ট্রেজারার কেবিএম মঈন উদ্দিন চিশতি, কার্যনির্বাহী কমিটির সদস্য কাইয়ুম রেজা চৌধুরী, বাংলাদেশ সোসাইটি ফর প্রাইভেট ইউনিভার্সিটি অ্যাকাডেমিক্সের সভাপতি অধ্যাপক ফারিদ এ সোবহানি, সহ-সভাপতি অধ্যাপক সৈয়দ আখতার হোসেন, সহ-সভাপতি (গবেষণা ও উদ্ভাবন) অধ্যাপক মো. মামুন হাবিব, সাধারণ সম্পাদক ড. মো. নাহিন মামুন এবং যুগ্ম সাধারণ সম্পাদক ড. মো. আবদুল্লাহ আল-মামুন।