X
রবিবার, ২০ এপ্রিল ২০২৫
৭ বৈশাখ ১৪৩২

পিএইচডি’র জন্য ইউজিসির গাইডলাইন খুবই জরুরি: অধ্যাপক শামস রহমান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জুলাই ২০২৪, ১৯:৩১আপডেট : ১৬ জুলাই ২০২৪, ১৩:২০

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক শামস রহমান বলেছেন, পিএইচডি’র জন্য ইউজিসি’র গাইডলাইন অত্যন্ত জরুরি।

দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের আয়োজনে অনুষ্ঠিত ‘বেসরকারি বিশ্ববদ্যালয়ে পিএইচডির নীতিমালা’ শীর্ষক সেমিনারে তিনি এ মন্তব্য করেন। সোমবার (১৫ জুলাই) বিকালে রাজধানীর ডেইলি স্টার সেন্টারে অনুষ্ঠিত হয় বাংলা ট্রিবিউনের এই আয়োজন। এতে সভাপতিত্ব করছেন বাংলা ট্রিবিউন সম্পাদক জুলফিকার রাসেল।

অধ্যাপক শামস রহমান বলেন, ‘একটি বিষয় এখানে দেখা জরুরি যে, আজকে ৩০ বছর হয়ে গেলো বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো পরিচালিত হচ্ছে। যে যার মতো সামনে এগিয়ে যাচ্ছে। কিছু গাইডলাইন ইউজিসি’র আছে, কিছু নিয়ন্ত্রণ মেকানিজম আছে। কিন্তু কারা কী প্রোগ্রাম করবে কি না করবে, এটা নিজেরাই ঠিক করেছে। এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে আজকে ১১৪টি বেসরকারি বিশ্ববিদ্যালয় হয়েছে। আমরা জানি কোন বিশ্ববিদ্যালয় কী অবস্থায় আছে। সরকারি-বেসরকারি আমি তুলনা করতে চাই না, তারপরও আমি দেখতে চাই যে, আজকে যে গ্লোবাল র‍্যাংকিং সিস্টেম দাঁড়িয়েছে, সেটাকে আমরা যদি কোনোরকম একটা মানদণ্ড ধরি— তাহলে তো দেখতে পাই, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অবস্থান উত্তরোত্তর উন্নতি হচ্ছে। সেই হিসেবে আমাদের কাছে এগুলো ক্লিয়ার যে, কারা গত ৩০ বছরে সক্ষমতা অর্জন করেছে, আর কারা পারেনি।’

তিনি আরও বলেন, ‘যে কয়টি বিশ্ববিদ্যালয় আছে, তার মধ্যে ২০ শতাংশ বিশ্ববিদ্যালয়ে ৮০ শতাংশ শিক্ষার্থী পড়ছে। এতেও বোঝা যায়, আমরা কে কোন অবস্থানে আছি। সেই হিসেবে ইউজিসি যে নীতিমালা তৈরি করছে, সেটার ভিত্তিতে শর্ত যদি থাকে, সেই হিসেবেই আমাদের অনুমতি আসতে পারে। তবে এখানে যতটা কম নিয়ন্ত্রণ থাকবে, তত আমাদের জন্য ভালো। আমরা সবসময় বলে থাকি, বিশ্ববিদ্যালয় একটা মুক্তচিন্তার জায়গা। সেহেতু নিয়ন্ত্রণ যত কম থাকবে, তত আমাদের জন্য সুবিধা হবে। আমরাই নির্ধারণ করবো কারা আসবে, কারা শিক্ষাদান করবে, কোন ডিগ্রি আমরা দেবো। এখনও সেটি নির্ধারণ আমরাই করছি।’

বাংলা ট্রিবিউন সম্পাদক জুলফিকার রাসেল এসময় জানতে চান কেমন নিয়ন্ত্রণ আশা করছেন? জবাবে উপাচার্য অধ্যাপক শামস রহমান বলেন, ‘সবকিছুই যদি ইউজিসি নিয়ন্ত্রণ করে যে, এখানে কাদের ভর্তি করা যাবে, কোন ধরনের শিক্ষক সুপারভাইজ করতে পারবে, একেবারে সুক্ষ্ম পর্যায়ে যদি চলে যায়… ইউজিসি যদি আমাদের নির্দেশনামূলক কিছু সামগ্রিক জিনিস দিয়ে দেয়, তাহলে আমরা নিজেরাই বিষয়টা সামলাতে পারবো।’  

বাংলা ট্রিবিউনের নগর সম্পাদক উদিসা ইসলামের সঞ্চালনায় সেমিনারে উপস্থিত ছিলেন— বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ, ইউজিসির সাবেক চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান, ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের (আইইউবি) উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক নিয়াজ আহমদ খান , ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল কাশেম মিয়া, ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসান, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) উপাচার্য অধ্যাপক ইমরান রহমান,  নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের (এনএসইউ) উপ-উপাচার্য (ভারপ্রাপ্ত) ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আবদুর রব খান।

সেমিনারটি বাংলা ট্রিবিউনের অফিশিয়াল পেইজে এবং ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হয়।

আরও পড়ুন:

পিএইচডি চালুতে সবার সামর্থ্য এক না: অধ্যাপক ইমরান রহমান

পিএইচডি’র জন্য গুণগত শিক্ষার প্রস্তুতি বিশ্ববিদ্যালয়গুলোর আছে: ড. কামরুল আহসান

/এসও/এসএমএ/এপিএইচ/
সম্পর্কিত
ইউল্যাব ফেয়ার প্লে কাপ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন
ভারতীয়রা আমাদের বিরুদ্ধে যে প্রচারণা করছে সেগুলো খামোখা: সলিমুল্লাহ খান
গবেষণার মান বাড়াতে ইউজিসিকে তদারকির পরামর্শ
সর্বশেষ খবর
অপহরণ ও ধর্ষণের প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ সমাবেশ
অপহরণ ও ধর্ষণের প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ সমাবেশ
শেখ হাসিনার বিরুদ্ধে যেকোনও সময় তদন্ত প্রতিবেদন দাখিল: চিফ প্রসিকিউটর
জুলাই-আগস্ট গণহত‍্যাশেখ হাসিনার বিরুদ্ধে যেকোনও সময় তদন্ত প্রতিবেদন দাখিল: চিফ প্রসিকিউটর
৪৮ ঘণ্টার আল্টিমেটাম, দাবি না মানলে ‘লং মার্চ টু ঢাকা’
৪৮ ঘণ্টার আল্টিমেটাম, দাবি না মানলে ‘লং মার্চ টু ঢাকা’
নির্বাচন যখনই হোক একটা রোডম্যাপ দেন: ফারুক
নির্বাচন যখনই হোক একটা রোডম্যাপ দেন: ফারুক
সর্বাধিক পঠিত
গাজীপুরে সেই দুই শিশুকে হত্যা করেছেন মা: পুলিশ
গাজীপুরে সেই দুই শিশুকে হত্যা করেছেন মা: পুলিশ
আ.লীগের ঝটিকা মিছিল, বিপাকে পুলিশ
আ.লীগের ঝটিকা মিছিল, বিপাকে পুলিশ
প্রধানমন্ত্রী নয়, মন্ত্রিপরিষদ শাসিত সরকার চায় এনসিপি: নাহিদ ইসলাম
প্রধানমন্ত্রী নয়, মন্ত্রিপরিষদ শাসিত সরকার চায় এনসিপি: নাহিদ ইসলাম
যেসব পদক্ষেপে ঘুরে দাঁড়ালো রিজার্ভ
যেসব পদক্ষেপে ঘুরে দাঁড়ালো রিজার্ভ
বাংলাদেশ ভ্রমণে যুক্তরাষ্ট্রের সতর্কতা জারি
বাংলাদেশ ভ্রমণে যুক্তরাষ্ট্রের সতর্কতা জারি