X
বৃহস্পতিবার, ০৪ জুলাই ২০২৪
২০ আষাঢ় ১৪৩১

এইচএসসি পরীক্ষার দ্বিতীয় দিনেও বৃষ্টিতে ভোগান্তি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জুলাই ২০২৪, ১২:৫৭আপডেট : ০২ জুলাই ২০২৪, ১৩:০৯

উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার দ্বিতীয় দিনেও বৃষ্টিতে ভোগন্তির শিকার হয়েছেন পরীক্ষার্থীরা। পরীক্ষার্থীদের সঙ্গে অভিভাবকরাও বৃষ্টির ভোগান্তি মাথায় নিয়ে পরীক্ষা শেষ হওয়ার অপেক্ষায় রয়েছেন।

মঙ্গলবার (২ জুলাই) এইচএসসির বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়েছে। বেলা ১টায় এই পরীক্ষা শেষ হবে।

রিকশা, মোটরসাইকেল, অটোরিকশায় পরীক্ষাকেন্দ্রে পৌঁছান পরীক্ষার্থীরা। ছবি: রাকিবুল ইসলাম

মঙ্গলবার সকালে রাজধানীর শুক্রাবাদের রাসেল স্কয়ারে নিউ মডেল ডিগ্রি কলেজকেন্দ্রে দেখা গেছে, রিকশা, মোটরসাইকেল, অটোরিকশায় পরীক্ষাকেন্দ্রে পৌঁছান পরীক্ষার্থীরা। ছাতা মাথায় থাকলেও অনেক পরীক্ষার্থী আধাভেজা হয়ে কেন্দ্রে প্রবেশ করেছেন। শুধু নিউ মডেল ডিগ্রি কলেজ নয়, রাজধানীর বিভিন্ন কেন্দ্রে সকাল থেকে বৃষ্টির কারণে ভোগন্তিতে পড়েন পরীক্ষার্থীরা।

গত ৩০ জুন অনুষ্ঠিত পরীক্ষার প্রথম দিনে পরীক্ষাকেন্দ্র থেকে বেরিয়ে অনেক পরীক্ষার্থীকে ভিজে বাসায় পৌঁছাতে হয়। অভিভাকরাও পড়েন ভোগান্তিতে। ওই দিনও পরীক্ষাকেন্দ্রে যাওয়ার সময় থেকে বৃষ্টির ভোগান্তিতে পড়েন পরীক্ষার্থীরা। ছাতা নিয়ে পরীক্ষাকেন্দ্রে আধাভেজা অবস্থায় পৌঁছান অনেকে।

রাজধানীর বিভিন্ন পরীক্ষাকেন্দ্রে সকাল থেকে বৃষ্টির কারণে ভোগন্তিতে পড়েন পরীক্ষার্থীরা। ছবি: রাকিবুল ইসলাম

এদিকে, আবহাওয়া অধিদফতর জানায়, মৌসুমি বায়ুর অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে।

মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে।

গত ২৪ ঘণ্টায় ঢাকায় সর্বোচ্চ বৃষ্টি হয়েছে ৪৭ মিলিমিটার।  

/এসএমএ/আরকে/
সম্পর্কিত
বৃষ্টি উপেক্ষা করেই অবরোধে অটল শিক্ষার্থীরা
তৃতীয় দিনের মতো শাহবাগ অবরোধ শিক্ষার্থীদের
কর্মসূচি অব্যাহত রেখে শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা
সর্বশেষ খবর
কী আলোচনা হলো সচিবদের বৈঠকে?
কী আলোচনা হলো সচিবদের বৈঠকে?
সিঙ্গেল ইউজ প্লাস্টিকের তালিকা করেছে সরকার
সিঙ্গেল ইউজ প্লাস্টিকের তালিকা করেছে সরকার
ট্রেনে ধর্ষণের অভিযোগ স্বীকার করেছে চার আসামি
ট্রেনে ধর্ষণের অভিযোগ স্বীকার করেছে চার আসামি
চোখের সামনে ডুবে গেলো হাউসবোট
চোখের সামনে ডুবে গেলো হাউসবোট
সর্বাধিক পঠিত
ভিটামিন ডি কমে গেলে যে ৭ লক্ষণ প্রকাশ পায়
ভিটামিন ডি কমে গেলে যে ৭ লক্ষণ প্রকাশ পায়
আদালতে সাক্ষীরা জানালেন, তারা কিছু ‘জানেন না’ এবং ‘দেখেননি’
আলোচিত সাব্বির হত্যাকাণ্ডআদালতে সাক্ষীরা জানালেন, তারা কিছু ‘জানেন না’ এবং ‘দেখেননি’
প্রেমের টানে বাংলাদেশে এসে বিপাকে পড়া তরুণীকে নিজ দেশে পাঠাতে পতাকা বৈঠক
প্রেমের টানে বাংলাদেশে এসে বিপাকে পড়া তরুণীকে নিজ দেশে পাঠাতে পতাকা বৈঠক
এমপি আনার হত্যা: ৩ আসামির দোষ স্বীকারোক্তি প্রত্যাহারের আবেদন
এমপি আনার হত্যা: ৩ আসামির দোষ স্বীকারোক্তি প্রত্যাহারের আবেদন
প্রথম দ্বিপক্ষীয় সফরে স্পেন যাচ্ছেন প্রধানমন্ত্রী, যা চায় বাংলাদেশ
প্রথম দ্বিপক্ষীয় সফরে স্পেন যাচ্ছেন প্রধানমন্ত্রী, যা চায় বাংলাদেশ