শতভাগ শিক্ষার্থী পাস করেছে বা সবাই ফেল– এই দুই ধরনের প্রতিষ্ঠানের সংখ্যাই এবার গত বছরের তুলনায় বেড়েছে। পাসের হারও বেড়েছে এবার। রবিবার (১২ মে) প্রকাশিত ২০২৪ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা ফল বিশ্লেষণ করে এই তথ্য পাওয়া যায়।
এবার সারা দেশে ২৯ হাজার ৮৬১টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ৩ হাজার ৭৯৯টি কেন্দ্রে পরীক্ষা দেয়। শতভাগ পাস করেছে ২ হাজার ৯৬৮টি প্রতিষ্ঠানে। আর ৫১টি প্রতিষ্ঠানে শতভাগ ফেল।
২০২৩ সালে ৩ হাজার ৮১০টি কেন্দ্রে অংশ নেয় ২৯ হাজার ৭১৪টি প্রতিষ্ঠানের ২০ লাখ ৪১ হাজার ৪৫০ জন শিক্ষার্থী। এর মধ্যে পাস করে ১৬ লাখ ৪১ হাজার ১৪০ জন। শতভাগ পাস করে ২ হাজার ৩৫৪টি প্রতিষ্ঠানে, আর শতভাগ ফেল ছিল ৪৮টি প্রতিষ্ঠানে।
এবার মোট ২০ লাখ ২৪ হাজার ১৯২ জন পরীক্ষার্থীর মধ্যে সব পরীক্ষায় অংশ নিয়েছিল ২০ লাখ ১৩ হাজার ৫৯৭ জন। তাদের মধ্যে ১ লাখ ৮২ হাজার ১২৯ জন জিপিএ-৫ পেয়েছে। মোট পাস করেছে ১৬ লাখ ৭২ হাজার ১৫৩ জন।
এবার এসএসসি ও সমমান পরীক্ষায় পাসের গড় হার ৮৩ দশমিক শূন্য ৪। গত বছরের তুলনায় এবার পাসের হার বেড়েছে। ২০২৩ সালে ১১টি বোর্ডে পাসের গড় হার ছিল ৮০ দশমিক ৩৯। এবার পাসের হার বেড়েছে ২ দশমিক ৬৫ শতাংশ।