২০২৩ সালের তুলনায় ২০২৪ সালে পাসের হার বেড়েছে। তবে কমেছে জিপিএ-৫ এর পরিমাণ। আনুষ্ঠানিকভাবে ২০২৪ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশের সময় শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এই তথ্য জানিয়েছেন।
গত বছর ১১টি বোর্ডে পাসের গড় হার ছিল ৮০ দশমিক ৩৯। এবার তা বেড়ে দাঁড়িয়েছে ৮৩ দশমিক শূন্য ৪। পাসের হার বেড়েছে ২ দশমিক ৬৫ শতাংশ।
তবে জিপিএ-৫ এর পরিমাণ গতবারের তুলনায় কমেছে। আগের বার জিপিএ-৫ পায় ১ লাখ ৮৩ হাজার ৫৭৮ জন। এবার কমেছে ১ হাজার ৪৪৯ জন। পরীক্ষায় অংশ নিয়েছিল ২০ লাখ ১৩ হাজার ৫৯৭ জন। তাদের মধ্যে ১ লাখ ৮২ হাজার ১২৯ জন জিপিএ-৫ পেয়েছে। মোট পাস করেছে ১৬ লাখ ৭২ হাজার ১৫৩ জন।