X
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
১৬ বৈশাখ ১৪৩২

কওমি মাদ্রাসা খুলেছে, চলবে ‘কোয়ারেন্টিন সেন্টারের’ আদলে

সালমান তারেক শাকিল ও চৌধুরী আকবর হোসেন 
১২ সেপ্টেম্বর ২০২১, ২৩:০৫আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২১, ১৬:২৩

প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে দেশের কওমি মাদ্রাসাগুলোও খুলেছে। রবিবার (১২ সেপ্টেম্বর) মাদ্রাসাগুলোতেও ক্লাস শুরু হয়েছে। তবে অবকাঠামো ও শিক্ষার্থীদের সংখ্যাগত কারণে প্রতিষ্ঠানগুলোতে স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়টি তেমন পরিলক্ষিত হয়নি। তবে অন্তত এক বছর পর শিক্ষালয়ে ফিরে খুশি মাদ্রাসার শিক্ষার্থীরা।

রাজধানীর বিভিন্ন মাদ্রাসার কর্তৃপক্ষ বলছে, প্রতিষ্ঠানগুলো আবাসিক হওয়ার কারণে অনেকটাই ‘কোয়ারেন্টিন সেন্টারের’ মতো পরিচালিত হবে। শিক্ষার্থীদের বাইরে যাতায়াত নিয়ন্ত্রিত থাকায় মাদ্রাসার ভেতরে আলাদা করে মাস্ক বা অন্য কোনও বিধিনিষেধ মানার প্রয়োজনীয়তা শিথিল হচ্ছে।

এ বিষয়ে বেফাকের সহ-সভাপতি  ও সিলেটের গহরপুর মাদ্রাসার মুহতামিম মাওলানা মুসলেহউদ্দিন রাজু বলেন, ‘সারাদেশের সব মাদ্রাসা খুলেছে। সরকারি স্বাস্থ্যবিধি মেনে ক্লাস শুরু হয়েছে। ক্লাস শুরু হওয়ায় সবাই উৎফুল্ল।’

মাদ্রাসা সংশ্লিষ্টরা বলছেন, কওমি মাদ্রাসাগুলো আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান। এখানে ছাত্র-শিক্ষক উভয়ে অবস্থান করেন। শিক্ষকদের কেউ কেউ বাইরে থেকে এলেও এখন তারা মাদ্রাসায় অবস্থান করবেন। কেউ বাইরে থেকে এলেও যদি তারা অসুস্থ হন তাহলে আসবেন না।

কওমি মাদ্রাসা খুলেছে, চলবে ‘কোয়ারেন্টিন সেন্টারের’ আদলে

জামিয়া আরাবিয়া দারুল উলুম নতুনবাগ মাদ্রাসার হাদিসের শিক্ষক মুফতি ইমরানুল বারী সিরাজী বলেন, মাদ্রাসায় বহিরাগতদের প্রবেশ করতে দেওয়া হবে না। বিষয়টা অনেকটা কোয়ারেন্টিন সেন্টারের মতো। কেউ বাইরে যাবে না, বাইরের কেউও ভেতরে আসবে না। জরুরি প্রয়োজনে কেউ বাইরে গেলেও স্বাস্থ্যবিধি রক্ষা করে যেতে বলা হয়েছে।’

বেফাকের সহ-সভাপতি মাওলানা মুসলেহউদ্দিন রাজু বলেন, ‘প্রায় এক বছর করোনার কারণে কওমি মাদ্রাসার ক্লাস বন্ধ ছিল। শিক্ষার্থীদের অনেকেই নিজ নিজ এলাকার মাদ্রাসায় ভর্তি হয়েছে, যে কারণে অনেক মাদ্রাসায় চাপ কমেছে। আগে তো সিট পাওয়া যেতো না, এখন সিট ফাঁকা আছে। যদিও ঢাকার মাদ্রাসাগুলোতে একটু গাদাগাদি আছে।’

কোনও শিক্ষার্থীরা অসুস্থ হলে দ্রুত অভিভাবককে জানিয়ে হাসপাতালে চিকিৎসা দেওয়া হবে বলেও জানান মাওলানা মুসলেহউদ্দীন রাজু।

প্রায় এক বছর পর ক্লাস শুরু হওয়ায় সিলেবাস কীভাবে শেষ করা হবে- এ প্রসঙ্গে খিলগাঁও মাখজানুল উলুম মাদ্রাসার মুহতামিম ও হেফাজতের মহাসচিব মাওলানা নুরুল ইসলাম জিহাদী বলেন, ‘কওমি মাদ্রাসা আবাসিক হওয়ায় দিনে-রাতে শিডিউল করে ক্লাস নেওয়া হবে। দ্রুত সিলেবাস শেষ করতে বাড়তি ক্লাস নেওয়া হবে।’

কওমি মাদ্রাসা খুলেছে, চলবে ‘কোয়ারেন্টিন সেন্টারের’ আদলে

কওমি মাদ্রাসা খুলে দেওয়ায় সরকারকে ধন্যবাদ জানিয়েছে হেফাজতে ইসলাম। সংগঠনটির আমির মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব নুরুল ইসলাম জিহাদি শনিবার (১১ সেপ্টেম্বর) বলেন, আমরা আশা করি করোনাকালীন স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা প্রতিষ্ঠানগুলো, বিশেষ করে কওমি মাদ্রাসাগুলো সুন্দরভাবে তাদের দৈনন্দিন কাজ করবে।

রাজধানীর কয়েকটি মাদ্রাসায় খোঁজ নিয়ে জানা গেছে, আগের মতোই মাদ্রাসায় অবস্থান করছেন শিক্ষার্থীরা। স্বাস্থ্যবিধি নিয়ে বিশেষ কোনও বিধিনিষেধ নেই। বাইরে থেকে মাদ্রাসায় প্রবেশের ক্ষেত্রে কড়াকড়ি আরোপ  করা হয়েছে। তবে ছাত্রদের আগের মতো গাদাগাদি করে অবস্থান করতে দেয়নি কর্তৃপক্ষ। রবিবার (১২ সেপ্টেম্বর) রাতেও রাজধানীর বিভিন্ন মাদ্রাসায় খোঁজ নিয়ে দেখা গেছে, বিগত সময়ে গাদাগাদি করে বসে ক্লাস করলেও এবার তা হচ্ছে না। অবকাঠামো সংকটের বাস্তবতা সামনে রেখে যতটুকু সম্ভব, দূরত্ব রক্ষা করে ব্যবস্থা নেওয়া হয়েছে।

/এমআর/এমওএফ/
সম্পর্কিত
কওমি সনদের স্বীকৃতি বাস্তবায়নের দাবি ইসলামী ছাত্র আন্দোলনের
অবশেষে অনুমতি পেলো স্থগিত হওয়া লালন স্মরণোৎসব
পাঠ্যক্রমে জুলাই বিপ্লবের ইতিহাসে মাদ্রাসা শিক্ষার্থীদের অবদান তুলে ধরার দাবি
সর্বশেষ খবর
৪ হাজার ২৬১ কোটি টাকার লাইনে চলে একটি ট্রেন
৪ হাজার ২৬১ কোটি টাকার লাইনে চলে একটি ট্রেন
টিভিতে আজকের খেলা (২৯ এপ্রিল, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২৯ এপ্রিল, ২০২৫)
রাজস্ব নীতিতে অভিজ্ঞতার অবমূল্যায়নের অভিযোগ কাস্টমস ও ভ্যাট অ্যাসোসিয়েশনের
রাজস্ব নীতিতে অভিজ্ঞতার অবমূল্যায়নের অভিযোগ কাস্টমস ও ভ্যাট অ্যাসোসিয়েশনের
পুলিশ সপ্তাহ শুরু আজ
পুলিশ সপ্তাহ শুরু আজ
সর্বাধিক পঠিত
‘আমার স্বামীর কোনও দোষ নাই, শুধু আ.লীগ করে বলে মাইরা ফেলাইছে’
‘আমার স্বামীর কোনও দোষ নাই, শুধু আ.লীগ করে বলে মাইরা ফেলাইছে’
ইউআইইউ বন্ধ ঘোষণা
ইউআইইউ বন্ধ ঘোষণা
প্রশাসনে অস্থিরতা কাটছেই না, বাড়ছে ক্ষোভ-অসন্তোষ
প্রশাসনে অস্থিরতা কাটছেই না, বাড়ছে ক্ষোভ-অসন্তোষ
মানবিক করিডোরের জন্য যেসব শর্ত দিয়েছে সরকার
মানবিক করিডোরের জন্য যেসব শর্ত দিয়েছে সরকার
পর্যটককে মারধর করে ২৪ হাজার টাকা ছিনিয়ে নিয়ে গেলেন বিএনপি নেতারা
পর্যটককে মারধর করে ২৪ হাজার টাকা ছিনিয়ে নিয়ে গেলেন বিএনপি নেতারা