সুনামগঞ্জের ট্যাকেরঘাট সীমান্ত এলাকায় ভারত থেকে ইয়াবা নিয়ে ফেরত আসার সময় লোকমান হাকিম নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি। সে তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের কলাগাঁও গ্রামের মৃত মন্তাজ উদ্দিনের ছেলে।
বিজিবি জানায়, বুধবার ভোরে বিজিবির চোখ ফাঁকি দিয়ে ভারতে অবৈধ অনুপ্রবেশ করে লোকমান। ভারত থেকে ফিরে আসার সময় আন্তর্জাতিক সীমানা পিলার ১১৯৯-এর পাশে ২০০ গজ অভ্যন্তরে বিজিবি সদস্যরা তার শরীর তল্লাশি করলে সে ভারতীয় ইয়াবা কারবারে জড়িত থাকার কথা স্বীকার করে।
বিজিবির টহলদলের তৎপরতা বুঝতে পেরে সে চালানের একটি বড় অংশ ভারতে ফেলে চলে আসে। পরে বিজিবি তল্লাশি করে ৫ হাজার টাকার ভারতীয় ইয়াবা উদ্ধার করে। পরে আটক লোকমানকে তাহিরপুর থানা পুলিশে হস্তান্তর করা হয়।