X
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
৫ বৈশাখ ১৪৩২

তিন ঘণ্টা সড়ক অবরোধ রেখেছেন সুনামগঞ্জের মেডিক্যাল কলেজ শিক্ষার্থীরা

সুনামগঞ্জ প্রতিনিধি
১৬ এপ্রিল ২০২৫, ১৪:৫১আপডেট : ১৬ এপ্রিল ২০২৫, ১৪:৫১

সপ্তাহে ছয় দিন ওয়ার্ড নিশ্চিত করা, ওয়ার্ড পরিচালনার জন্য প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ ও সব প্রকার প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ ক্লিনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ও রেজিস্ট্রার নিয়োগ, সার্জারি মেডিসিনসহ সব ধরনের ক্লিনিক্যাল যন্ত্রপাতি যথাযথ ওয়ার্ডে দ্রুত আনাসহ ও পরিবহন সমস্যার সমাধান, চলতি বছরের ডিসেম্বরে মধ্যে হাসপাতাল চালু, জনবল ও শিক্ষক নিয়োগ, ওটি স্থাপনসহ বিভিন্ন দাবিতে সুনামগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালের শিক্ষার্থীরা ক্লাস বর্জন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করছেন।

বুধবার (১৬ এপ্রিল) সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত তিন ঘণ্টা সিল সুনামগঞ্জ সড়কের মদনপুর পয়েন্ট এলাকায় বাঁশ চেয়ার ইত্যাদি ফেলে সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন। দীর্ঘ তিন ঘণ্টা সড়কে কোনও যানবাহন চলাচল করতে পারেননি। ফলে উভয় পাশে শতশত ছোটবড় যানবাহন আটকা পড়ে। তবে রোগীবাহী অ্যাম্বুলেন্স সড়কে স্বাভাবিক গতিতে চলাচল করে। কর্মসূচি চলাকালে শিক্ষার্থীরা হ্যান্ডমাইক নিয়ে তাদের বিভিন্ন দাবি আদায় করতে স্লোগান দেন।

শিক্ষার্থীদের সড়ক অবরোধের খবর পেয়ে জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়া পুলিশ সুপার ঘটনাস্থলে গিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। এতে শিক্ষার্থীরা একপাশ থেকে যানবাহন চলাচল করার সুযোগ করে দেন। পরে শিক্ষার্থীদের নিয়ে জেলা প্রশাসক পুলিশ সুপার মেডিক্যাল কলেজের অধ্যক্ষ মোস্তাক আহমেদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হন। দুপুর ১২টা থেকে দেড়টা পর্যন্ত আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে কলেজ কর্তৃপক্ষ। দীর্ঘ বৈঠকের পরে শিক্ষার্থীরা বেশ কয়েকটি শর্তে আজকের কর্মসূচি প্রত্যাহার করে।

আলোচনায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বলেন, যত দ্রুত তাদের দাবি মেনে নেওয়া হবে তত দ্রুত তারা আন্দোলন প্রত্যাহার করবেন। এ জন্য তারা স্বাস্থ্য অধিদফতর, স্বাস্থ্য মন্ত্রণালয়ের হস্তক্ষেপ কামনা করেন। কেন যথাসময়ে মেডিক্যাল কলেজ হাসপাতালের নির্মাণ কাজ শেষ হয়নি এ জন্য দায়ীদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা গ্রহণের দাবি জানান। 
তারা তাদের দাবিগুলো স্মারকলিপির মাধ্যমে স্বাস্থ্য অধিদফতর ও মন্ত্রণালয়ের জানানোর সিদ্ধান্ত গ্রহণ করেন। আন্দোলনে দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

/এফআর/
সম্পর্কিত
এসি রুমে বৈঠক ‘আর নয়', কঠোর আন্দোলনের হুঁশিয়ারি কারিগরি শিক্ষার্থীদের
গাজায় গণহত্যা ও ভারতে বিতর্কিত ওয়াকফ বিল পাসের প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ
পলিটেকনিক শিক্ষার্থীদের ‘কাফন মিছিল’, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা
সর্বশেষ খবর
সুন্দরবনের দস্যু করিম শরিফ বাহিনীর দুই সহযোগী অস্ত্রসহ আটক
সুন্দরবনের দস্যু করিম শরিফ বাহিনীর দুই সহযোগী অস্ত্রসহ আটক
কুষ্টিয়া সীমান্তে ফেনসিডিলসহ ৩ ভারতীয় মাদক কারবারি আটক
কুষ্টিয়া সীমান্তে ফেনসিডিলসহ ৩ ভারতীয় মাদক কারবারি আটক
কর্মকর্তার বিয়ে, তাই কাঙাল হরিনাথের প্রয়াণ দিবসে ছিল না কোনও আয়োজন
কর্মকর্তার বিয়ে, তাই কাঙাল হরিনাথের প্রয়াণ দিবসে ছিল না কোনও আয়োজন
৮০ হাজার প্রতিযোগীর মধ্যে শীর্ষ দুইয়ে ব্রিটিশ বাংলাদেশি উদ্যোক্তা আনিসা
৮০ হাজার প্রতিযোগীর মধ্যে শীর্ষ দুইয়ে ব্রিটিশ বাংলাদেশি উদ্যোক্তা আনিসা
সর্বাধিক পঠিত
পরীক্ষা ভালো হয়নি, বাড়ি ফেরার পর ঘরে এসএসসি পরীক্ষার্থীর লাশ
পরীক্ষা ভালো হয়নি, বাড়ি ফেরার পর ঘরে এসএসসি পরীক্ষার্থীর লাশ
সন্তান বিক্রি করে জুয়েলারি ও মোবাইল কিনেছেন মা
সন্তান বিক্রি করে জুয়েলারি ও মোবাইল কিনেছেন মা
‘বাবা বাইরে মা ঘুমিয়ে’, দুই শিশুসন্তানকে কুপিয়ে হত্যা করলো দুর্বৃত্তরা
‘বাবা বাইরে মা ঘুমিয়ে’, দুই শিশুসন্তানকে কুপিয়ে হত্যা করলো দুর্বৃত্তরা
রাজধানীতে আবার আওয়ামী লীগের ঝটিকা মিছিল
রাজধানীতে আবার আওয়ামী লীগের ঝটিকা মিছিল
জাতীয় পুরস্কারের সম্ভাব্য তালিকায় যারা
জাতীয় পুরস্কারের সম্ভাব্য তালিকায় যারা