X
বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
৩ বৈশাখ ১৪৩২

সুনামগঞ্জ মেডিক্যাল কলেজে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন

সুনামগঞ্জ প্রতিনিধি
১৫ এপ্রিল ২০২৫, ১২:১১আপডেট : ১৫ এপ্রিল ২০২৫, ১২:১১

সুনামগঞ্জ মেডিক্যাল কলেজে শিক্ষার্থীদের পর্যাপ্ত ওয়ার্ড সুবিধা না দেওয়ায় এর প্রতিবাদে এবং দ্রুত সময়ের  মধ্যে হাসপাতাল চালুর দাবিতে মঙ্গলবার (১৫ এপ্রিল) মানববন্ধন ও  অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন কর্মসূচি পালন করছেন এই কলেজের শিক্ষার্থীরা। এদিকে মেডিক্যাল কলেজের অধ্যক্ষ শিক্ষার্থীদের দাবি পূরণের আশ্বাস দিয়ে ক্লাস রুমে ফেরত পাঠানোর চেষ্টা করেন।

কলেজ ক্যাম্পের সামনে জড়ো হয়ে ফেস্টুন ব্যানার নিয়ে সুনামগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালের চার বর্ষের শিক্ষার্থীরা দাবি পূরণের মিছিল করছেন। নানান স্লোগানে মুখরিত করে তোলেন পুরো কলেজ ক্যাম্পাস।

গত চার বছর ধরে ন্যূনতম শিক্ষা উপকরণ ছাড়া সুনামগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠদান কার্যক্রম শুরু করে কলেজ কর্তৃপক্ষ। এতেই দেখা দেয় বিভিন্ন জটিলতা। চার ব্যাচের ২১০ শিক্ষার্থী ন্যূনতম উপকরণ দিয়ে পাঠকার্যক্রম চালিয়ে যাচ্ছে। ফলে তাদের মেডিক্যাল শিক্ষা ভালো করে শেখা হচ্ছে না। দীর্ঘদিন অনেক কিছু ঘাটতি মেনে নিয়ে পাঠ কার্যক্রমে অংশ নিলেও মঙ্গলবার শিক্ষার্থীরা প্রতিবাদে নামেন।

মঙ্গলবার সকাল ৮টা থেকে মেডিক্যাল কলেজ প্রাঙ্গণে মানববন্ধন ও ক্লাস বর্জন কর্মসূচি পালন করছেন দ্বিতীয় ,তৃতীয় ও চতুর্থ ব্যাচের  শিক্ষার্থীবৃন্দ।

আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, ২০২০-২১ শিক্ষাবর্ষ থেকে সুনামগঞ্জ মেডিক্যাল কলেজের শিক্ষা-কার্যক্রম চালু হলেও হাসপাতাল চালু না হওয়ার ক্লিনিক্যালি শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছেন শিক্ষার্থীরা। এ ছাড়াও ওয়ার্ড সুবিধা না পাওয়া, টান্সপোর্ট, চিকিৎসা সরঞ্জামের প্র্যাক্টিকাল সুবিধা, পর্যাপ্ত লোকবলের অভাব থাকায় দাফতরিক ও প্রশাসনিক কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে।

এদিকে কর্মসূচি চলাকালে শিক্ষার্থীদের ক্লাসে ফেরাতে কর্মসূচিস্থলে আসেন মেডিক্যালের প্রিন্সিপাল মোস্তাক আহমেদ ভূঁইয়া। দাবির বিষয়ে বসে আলোচনা করতে শিক্ষার্থীদের আহ্বান করলেও সাড়া দেননি আন্দোলনকারীরা। সুনামগঞ্জ শহর থেকে ৩০ কিলোমিটার দূরে মেডিক্যাল কলেজটির অবস্থান।

/এফআর/
সম্পর্কিত
তিন ঘণ্টা সড়ক অবরোধ রেখেছেন সুনামগঞ্জের মেডিক্যাল কলেজ শিক্ষার্থীরা
আট দফা দাবিতে একাডেমিক ভবনে তালা দিলেন রাঙামাটি এটিআই শিক্ষার্থীরা
ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুরে জড়িতদের গ্রেফতারের নির্দেশ
সর্বশেষ খবর
উগ্র জাতীয়তাবাদ বড় অর্জনের পথে চ্যালেঞ্জ হয়ে দাড়াচ্ছে: শিক্ষা উপদেষ্টা
ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ২৪তম সমাবর্তনউগ্র জাতীয়তাবাদ বড় অর্জনের পথে চ্যালেঞ্জ হয়ে দাড়াচ্ছে: শিক্ষা উপদেষ্টা
ট্রাম্পের চাপ উপেক্ষা করলো হার্ভার্ড, টিকতে পারবে কতদিন?
ট্রাম্পের চাপ উপেক্ষা করলো হার্ভার্ড, টিকতে পারবে কতদিন?
আগামী রমজানের আগে নির্বাচন হলে ভালো হয়
যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলকে জামায়াত আমিরআগামী রমজানের আগে নির্বাচন হলে ভালো হয়
উন্মুক্ত স্থানে বর্জ্য পোড়ালে কঠোর ব্যবস্থা
উন্মুক্ত স্থানে বর্জ্য পোড়ালে কঠোর ব্যবস্থা
সর্বাধিক পঠিত
পরীক্ষা শুরুর ২০ মিনিটের মধ্যে ফেসবুকে এসএসসির প্রশ্ন
পরীক্ষা শুরুর ২০ মিনিটের মধ্যে ফেসবুকে এসএসসির প্রশ্ন
সচিবালয়সহ সব সরকারি দফতরের নিরাপত্তা জোরদার করছে সরকার
সচিবালয়সহ সব সরকারি দফতরের নিরাপত্তা জোরদার করছে সরকার
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে মার্কিন অর্থায়ন বাতিলের প্রস্তাব
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে মার্কিন অর্থায়ন বাতিলের প্রস্তাব
রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল
রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল
ফ্যাসিস্টের প্রতিকৃতি বানানো শিল্পীর বাড়িতে আগুন
ফ্যাসিস্টের প্রতিকৃতি বানানো শিল্পীর বাড়িতে আগুন