সিলেটের কোম্পানীগঞ্জের সাদা পাথর পর্যটনকেন্দ্রে ঘুরতে গিয়ে ফ্রিতে নৌকা না দেওয়ায় পর্যটন ঘাটে কর্মরত উপজেলা প্রশাসনের কর্মচারীকে বেধড়ক পিটিয়েছেন সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি নাসির উদ্দিন আহমদ। এ ঘটনায় সিলেটজুড়ে সমালোচনার ঝড় উঠেছে। ঘটনার পরপরই মাঝিরা কর্মবিরতি শুরু করলে উপজেলার নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
শনিবার (১৫ মার্চ) কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটনকেন্দ্রের নৌকাঘাটের কর্মরত উপজেলা ভূমি অফিসের অফিস সহায়ক জাবেদ আহমদের সঙ্গে এ ঘটনা ঘটেছে।
ভুক্তভোগী জাবেদ আহমদ বলেন, ‘সিভিল পোশাকে নৌকাঘাটে গিয়ে ঘাটে কর্মরতদের কাছে তিনি (নাসির উদ্দিন আহমদ) নৌকা চান। আমরা তাকে সরকারি নিয়ম অনুযায়ী ৮০০ টাকা পরিশোধ করে নৌকা নেওয়ার বিষয়টি অবগত করামাত্রই তিনি ক্ষেপে গিয়ে বলেন, আমাকে চিনিস আমি অ্যাডিশনাল ডিআইজি। আমি টাকা দিয়ে কেন নৌকা নেবো কেন। এ কথা বলেই অনেক মানুষের সামনে তিনি আমাকে কয়েকটি চড়-থাপ্পড় মেরে চলে যান। এসময় কোম্পানীগঞ্জ থানার একজন এসআই আমার সঙ্গে খারাপ ব্যবহার করে। ঘটনার পর খবর পেয়ে নৌকাঘাটের মাঝিরা প্রতিবাদ করে কিছু সময় নৌকা চালানো বন্ধ করে দিলে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং ওসি স্যার এসে সবাইকে সান্ত্বনা দিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন।’
ঘটনার সত্যতা নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান জানান, বড় কোনো ঘটনা ঘটেনি। নৌকাঘাটে কর্মরত একজনের সঙ্গে স্যারের ভুল বুঝাবুঝি হয়েছিল। বিষয়টি সমাধান হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার আবুল হাসনাত বলেন, ‘নৌকাঘাটে এডিশনাল ডিআইজি স্যারের সঙ্গে প্রশাসনের কর্মরত একজন কর্মচারীর একটি ঝামেলার কথা আমি শুনেছি। বিষয়টি আমি পুরোপুরি জানি না।’
এ ব্যাপারে জানতে সিলেট রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি নাসির উদ্দিন আহমদের মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও তার ফোন বন্ধ পাওয়া যায়।