X
রবিবার, ২০ এপ্রিল ২০২৫
৭ বৈশাখ ১৪৩২

শিবিরের আপত্তির মুখে দুঃখ প্রকাশ করলেন জামায়াত নেতা

সিলেট প্রতিনিধি
২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৩:১১আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৩:১১

সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে শিক্ষার্থীকে মারধরের ঘটনায় সিলেট মহানগর জামায়াতে ইসলামীর আমির ফখরুল ইসলামের ভিডিও বার্তার পরপরই শিবিরের পক্ষ থেকে আপত্তি তোলা হয়। আপত্তির একদিন পর মহানগর জামায়াতের আমির সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাতে ভুল বোঝাবুঝি হয়েছে বলে গণমাধ্যমে বিবৃতি পাঠান।

বিবৃতিতে মহানগর জামায়াতের আমির ফখরুল ইসলাম বলেন, গত ১৯ ফেব্রুয়ারি দিবাগত রাতে সিলেট এমসি কলেজের শিক্ষার্থী মিজানুর রহমান রিয়াদ ও জাহিদুল ইসলাম হৃদয়সহ কয়েকজন শিক্ষার্থীর মধ্যে সৃষ্ট মারামারির ঘটনায় গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় নানান খবর ছড়িয়ে পড়ে। যা সিলেটের সমাজ ও রাজনীতিতে প্রভাব ফেলে। এমন অবস্থায় সিলেটের রাজনীতির পারস্পরিক সহাবস্থানের ঐতিহ্য রক্ষা করতে রবিবার আমরা জামায়াতের কয়েকজন দায়িত্বশীল আনজুমানে আল ইসলাহ নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকে মিলিত হই। বৈঠক শেষে আমি ছাত্রশিবিরের সংশ্লিষ্টতা নিয়ে যে বক্তব্য প্রদান করি তা যথাযথ তথ্য উপাত্তের ভিত্তিতে ছিল না।

বিবৃতিতে তিনি আরও উল্লেখ করেন, ঘটনার পর কলেজ কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করেছে। আশা করবো, তদন্ত কমিটি যথাযথভাবে তাদের দায়িত্ব পালন করবেন এবং তদন্তের মাধ্যমে যে বা যারা দোষী সাব্যস্ত হবে তার বিচার নিশ্চিত হবে। বৈঠকে সৃষ্ট বক্তব্যে যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। 

খোঁজ নিয়ে জানা গেছে, এর আগে ফেসবুকে মন্তব্য করার জেরে শিবিরের হামলার শিকার হন বলে অভিযোগ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহর এমসি কলেজ শাখার কর্মী মিজানুর রহমান রিয়াদ। গত ১৯ ফেব্রুয়ারি রাতে কলেজ ছাত্রাবাসের প্রথম ব্লকের ১১১ নম্বর কক্ষে শিবিরের কিছু কর্মী তার ওপর হামলা করেন। এ ঘটনা নিয়ে সিলেটসহ সারা দেশে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

ঘটনাটি নিষ্পত্তি করার জন্য রবিবার (২৩ ফেব্রুয়ারি) সিলেটে আঞ্জুমানে আল ইসলাহ ও জামায়াতের যৌথ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ছাত্রশিবিরের হামলায় দায় স্বীকার করে জামায়াত নেতারা দুঃখ প্রকাশ করেন এবং এ ধরনের ঘটনা আর যেন না ঘটে, সে বিষয়ে সতর্ক থাকার জন্য সবার প্রতি আহ্বান জানান।

বৈঠক থেকে এক ভিডিও বার্তায় সিলেট মহানগর জামায়াতের আমির ফখরুল ইসলাম বলেন, এমসি কলেজে যে ঘটনা ঘটেছে, সেটির নিন্দা জ্ঞাপন করছি এবং দুঃখ প্রকাশ করছি। বিশেষ করে ফেসবুকের একটি পোস্টকে কেন্দ্র করে সেখানে যে বাড়াবাড়ি হয়েছে, আমাদের দৃষ্টিতে সেখানে ছাত্রশিবিরের কিছু সংখ্যক কর্মী জড়িত। তারা যা করেছে, সেটি অন্যায়ভাবে করেছে। এটি দুঃখজনক।

ভিডিও বার্তায় তিনি আরও বলেন, আমরা পরস্পরই ইসলামি সংগঠন, আমরা দেশ ও জাতির ভালো চাই। আমরা এই দেশে একটি ইসলামি পরিবেশ চাই। রাসুলের আদর্শের আলোকে একটি সুন্দর রাষ্ট্র প্রতিষ্ঠিত হোক, আমাদের উভয় সংগঠনেরই একই উদ্দেশ্য এবং লক্ষ্য। এই জায়গা থেকে নিজেদের মধ্য থেকে যদি কোনও ভুলত্রুটি বা ভুল বোঝাবুঝি সৃষ্টি হয় সেখানে ইসলামবিরোধী পক্ষ মূলত উপকৃত হবে। সেই অবস্থায় যদি আর কোনও ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়, আমরা পরস্পর বসে এই বিষয়ে তাৎক্ষণিকভাবে মীমাংসার দিকে যাবো। 

তিনি বলেন, এমসি কলেজের ঘটনায় আহত শিক্ষার্থী মিজানুর রহমান রিয়াদ সে যেভাবে আহত হয়েছে আমরা তার প্রতি সহমর্মিতা ও দুঃখ প্রকাশ করছি। তার সুচিকিৎসা নিশ্চিত ও সুস্থতা কামনা করছি। তার পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাচ্ছি। বিশেষ করে বিগত জুলাই-আগস্ট বিপ্লবে যারা শহীদ হয়েছেন, তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি।

বৈঠকে উপস্থিত ছিলেন- বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সভাপতি আব্দুর রকিব, জামায়াতে ইসলামীর সিলেট জেলা আমির মাওলানা হাবিবুর রহমান, মাসিক পরওয়ানার সম্পাদক মাওলানা রেদওয়ান আহমদ চৌধুরী ফুলতলী, আল ইসলাহ নেতা মাওলানা রফিকুল ইসলাম খান, বাদেদেওরাইল ফুলতলী কামিল মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা নজমুল হুদা খান, শ্রমিক ফেডারেশন নেতা লোকমান আহমদ, আল ইসলাহ নেতা মাওলানা জইন উদ্দিন, মাওলানা জিয়াউল ইসলাম মুহিত প্রমুখ।

এদিকে, রবিবার রাত সাড়ে ১১টার দিকে মহানগর জামায়াতে ইসলামীর আমিরের বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি শাহীন আহমদ ও মহানগর সেক্রেটারি শহিদুল ইসলাম সাজু।

বিবৃতি দিয়ে তারা বলেন, সিলেটের এমসি কলেজে গত ১৯ ফেব্রুয়ারি দিবাগত রাতে শিক্ষার্থীদের পারস্পরিক বিরোধে হাতাহাতির ঘটনায় কয়েকজন আহত হন। এ ঘটনাকে কেন্দ্র করে কিছু স্থানীয় রাজনৈতিক মহল ফায়দা হাসিল করতে ছাত্রশিবিরের ওপর দায় চাপিয়ে আসছে। রবিবার মহানগর জামায়াতের আমির ফখরুল ইসলামের প্রদত্ত একটি বক্তব্য আমাদের নজরে আসে। আমরা তার এই বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। শিক্ষার্থীদের পারস্পরিক দ্বন্দ্বকে সংঘবদ্ধ অপপ্রচারের মাধ্যমে ছাত্রশিবিরের ওপর দায় দিয়ে দেওয়ার অপচেষ্টা ইতোমধ্যে দেশবাসীর দৃষ্টিগোচর হয়েছে। মহানগর জামায়াতের আমিরও এই অপপ্রচার দ্বারা বিভ্রান্ত হয়েছেন বলে আমরা মনে করছি। অবিলম্বে এই বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানাচ্ছি।

/এফআর/
সম্পর্কিত
সংস্কার ছাড়া নির্বাচন হলে আবারও ফ্যাসিবাদের জন্ম হ‌বে: গোলাম পরওয়ার
জুলাই হত্যার বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন মেনে নেবে না জনগণ: জামায়াত আমির
সংস্কারের আগে নির্বাচন হলে আবারও চোর-ডাকাতরা নির্বাচিত হবে: জামায়াত নায়েবে আমির
সর্বশেষ খবর
চাঁদপুরে ভিমরুলের কামড়ে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩
চাঁদপুরে ভিমরুলের কামড়ে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩
সারা দেশে বৃষ্টির আভাস
সারা দেশে বৃষ্টির আভাস
সারা দেশে পলিটেকনিক শিক্ষার্থীদের মহাসমাবেশ আজ
সারা দেশে পলিটেকনিক শিক্ষার্থীদের মহাসমাবেশ আজ
নারায়ণগঞ্জে ঝুটবোঝাই চলন্ত ট্রাকে আগুন, চালক আহত
নারায়ণগঞ্জে ঝুটবোঝাই চলন্ত ট্রাকে আগুন, চালক আহত
সর্বাধিক পঠিত
কপি-পেস্টে চলছে ১৩ পত্রিকা, সম্পাদকদের কারণ দর্শানোর নোটিশ
কপি-পেস্টে চলছে ১৩ পত্রিকা, সম্পাদকদের কারণ দর্শানোর নোটিশ
মগবাজার রেললাইনে বাস আটকে যাওয়া সম্পর্কে যা জানা গেলো
মগবাজার রেললাইনে বাস আটকে যাওয়া সম্পর্কে যা জানা গেলো
গাজীপুরে সেই দুই শিশুকে হত্যা করেছেন মা: পুলিশ
গাজীপুরে সেই দুই শিশুকে হত্যা করেছেন মা: পুলিশ
আ.লীগের ঝটিকা মিছিল, বিপাকে পুলিশ
আ.লীগের ঝটিকা মিছিল, বিপাকে পুলিশ
হিন্দু নেতা ভবেশ চন্দ্র রায় হত্যা: নিন্দা জানালো ভারত
হিন্দু নেতা ভবেশ চন্দ্র রায় হত্যা: নিন্দা জানালো ভারত