সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাড়ে ১৭ কেজি স্বর্ণসহ দুজনকে আটক করেছে জাতীয় গোয়েন্দা সংস্থা ও বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টায় ফ্লাইটটি সিলেট ওসমানী বিমানবন্দরে অবতরণ করার পর গ্রিন সিগন্যাল পার হওয়ার সময় গোপন তথ্যের ভিত্তিতে দুই যাত্রীর লাগেজ তল্লাশি করে স্বর্ণের চালান জব্দ করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার বাসিন্দা সৈয়দ আহমদ ও সিলেটের জৈন্তাপুর উপজেলার বাসিন্দা আফতাব উদ্দিন। তারা চার্জার লাইট, ফ্যান ও থাই গ্লাসের লকের ভেতর ঢুকিয়ে এসব স্বর্ণ নিয়ে আসছিলেন।
বিমানবন্দর সূত্র জানায়, আটকদের কাছ থেকে ১২০টি স্বর্ণের বার জব্দ করা হয়। যার প্রতিটির ওজন ১১৭ গ্রাম করে। এ ছাড়াও চারটি গোল আকৃতির স্বর্ণের বল পাওয়া গেছে, যার ওজন সাড়ে তিন কেজি। মোট উদ্ধার স্বর্ণের পরিমাণ প্রায় ১৭ কেজি ৫০০ গ্রাম, যার বাজারমূল্য প্রায় ১৮ কোটি টাকা।
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দায়িত্বরত এক গোয়েন্দা কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, বৃহস্পতিবার সকাল ৮ টা ২৬ মিনিটে আরব আমিরাত থেকে ছেড়ে আসা বাংলাদেশ বিমানের বিজি-২৫২ ফ্লাইটটি অবতরণ করে ওসমানী বিমানবন্দরে। এরপর দুই যাত্রীর কাছ থেকে শুল্ক ফাঁকি দিয়ে নিয়ে আসা সাড়ে ১৭ কেজি স্বর্ণের চালান জব্দ করা হয়েছে।