X
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
৬ বৈশাখ ১৪৩২

পানির সঙ্গে চুন-বালু মিশিয়ে খাওয়ানোর পর যুবকের মৃত্যু, ইউপি সদস্য আটক

সিলেট প্রতিনিধি
২৬ ডিসেম্বর ২০২৪, ১৩:৩১আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৪, ১৩:৩১

সিলেটের গোয়াইনঘাটে গরু চুরির অভিযোগে পানির সঙ্গে চুন-বালু মিশিয়ে খাওয়ানোর পর হেলাল মিয়া (৩৮) নামে এক যুবকের মৃত্যু ঘটনায় এক ইউপি সদস‌্যকে আটক করেছে পু‌লিশ। বুধবার (২৫ ডিসেম্বর) রাতে পুলিশ মধ‌্য জাফলং ইউনিয়ন পরিষদের (ইউপি) ৮ নম্বর ওয়ার্ডের সদস্য মুছা মিয়াকে আটক করে।

নিহত হেলাল মিয়া উপজেলার ডৌবাড়ী ইউনিয়নের ঘোষগ্রামের বাসিন্দা।

বিষয়টি নিয়ে বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার তোফায়েল আহমেদ বলেন, ‘হেলাল মিয়ার মৃত‌্যুর ঘটনায় থানায় এখনও মামলা হয়নি। নিহতের দাফন শেষ করে থানায় অভিযোগ দেবে নিহতের পরিবার।’

তিনি বলেন, ‘হেলাল মিয়াকে ধরার পর যারা সালিশ করেছেন তাদের মধ্যে ইউপি সদস্য মুছা ছিলেন। এ ছাড়া পুলিশ এ ঘটনায় জড়িত অন‌্যদের আটকে অভিযান চালাচ্ছে।’

গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রাকিব আহমদ বলেন, ‘হেলাল মিয়া নামে যিনি মারা গেছেন, তার পরিবার আমাদের জানিয়েছে, পানির সঙ্গে চুন ও বালু মিশিয়ে তাকে খাওয়ানো হয়েছে। এতে তিনি অসুস্থ হলে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পথে তার মৃত্যু হয়। কী কারণে তার মৃত্যু হয়েছে সেটি ময়নাতদন্ত প্রতিবেদনে পাওয়া যাবে। আমরা শুধু তার মৃত্যুসনদ পুলিশকে দিয়েছি।’

এর আগে, গত মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে মধ্য জাফলং ইউনিয়নের পাতাতিখেল বাগান এলাকা থেকে গরুসহ হেলাল মিয়া ও এক কিশোরকে আটক করেন স্থানীয় লোকজন। পরে তাদের রাধানগর বাজারে নিয়ে গাছের সঙ্গে বেঁধে রাখা হয়। ছেলেকে মারধর করা হচ্ছে খবর পেয়ে মা-বাবা তাকে ছাড়িয়ে আনতে যান। এ সময় হেলালের মা-বাবা যুবকদের হাতেপায়ে ধরে ছেলেকে আহত অবস্থায় ছাড়িয়ে বাড়িতে নিয়ে যাচ্ছিলেন। তখন কয়েকজন যুবক হেলালকে জোরপূর্বক কেড়ে নিয়ে হাত-পা বেঁধে আবার মারধর করে। মারধরের একপর্যায়ে কয়েকজন যুবক আধা কেজি চুন ও বালু ২ লিটার পানির মধ্যে মিশিয়ে জোরপূর্বক তাকে খাওয়ায়। এরপরও মা-বাবা হেলালকে ধরে ধরে বাড়িতে নিয়ে যান। বাড়িতে  গিয়ে অসুস্থ হয়ে পড়লে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত হেলাল মিয়ার চাচা মোহাম্মদ আলী জানান, নিহত হেলাল দিনমজুরের কাজ করতেন। ঘটনার দিনও কাজের উদ্দেশে বাড়ি থেকে বের হয়েছিলেন। কিন্তু তাদের চক্রান্ত করে চুরির অপবাদ দিয়ে দুটি গরুসহ আটক দেখানো হয়েছে। পরে মারধর করে হেলাল উদ্দিনকে চুন ও বালুমিশ্রিত পানি খাইয়ে দেওয়া হয়েছে। সম্পূর্ণ পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে।

আরও পড়ুন:

মা-বাবার সামনে চুন-বালু মিশিয়ে খাওয়ানো হলো যুবককে, অবশেষে মৃত্যু

/কেএইচটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিরোপার সুবাস পেতে শুরু করেছে বায়ার্ন
শিরোপার সুবাস পেতে শুরু করেছে বায়ার্ন
প্রকৃতিকে কেন্দ্র করে উন্নয়নের আহ্বান পরিবেশ উপদেষ্টার
প্রকৃতিকে কেন্দ্র করে উন্নয়নের আহ্বান পরিবেশ উপদেষ্টার
বিশ্বায়নের পথে কোমর বেঁধে নেমেছে চীন
বিশ্বায়নের পথে কোমর বেঁধে নেমেছে চীন
চবির অপহৃত ৫ শিক্ষার্থীকে ফেরত পেতে রাস্তায় নামার হুঁশিয়ারি
চবির অপহৃত ৫ শিক্ষার্থীকে ফেরত পেতে রাস্তায় নামার হুঁশিয়ারি
সর্বাধিক পঠিত
কপি-পেস্টে চলছে ১৩ পত্রিকা, সম্পাদকদের কারণ দর্শানোর নোটিশ
কপি-পেস্টে চলছে ১৩ পত্রিকা, সম্পাদকদের কারণ দর্শানোর নোটিশ
মগবাজার রেললাইনে বাস আটকে যাওয়া সম্পর্কে যা জানা গেলো
মগবাজার রেললাইনে বাস আটকে যাওয়া সম্পর্কে যা জানা গেলো
গাজীপুরে সেই দুই শিশুকে হত্যা করেছেন মা: পুলিশ
গাজীপুরে সেই দুই শিশুকে হত্যা করেছেন মা: পুলিশ
চীনের অর্থনীতি আবারও চমকে দিলো বিশ্বকে
চীনের অর্থনীতি আবারও চমকে দিলো বিশ্বকে
হিন্দু নেতা ভবেশ চন্দ্র রায় হত্যা: নিন্দা জানালো ভারত
হিন্দু নেতা ভবেশ চন্দ্র রায় হত্যা: নিন্দা জানালো ভারত