সিলেটে নাশকতা মামলায় কানাইঘাট উপজেলার ৩ নম্বর দিঘিরপাড় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আলী হোসেন ফজলকে (৫০) গ্রেফতার করেছে র্যাব-৯-এর একটি দল।
বুধবার (৩০ অক্টোবর) রাতে নগরীর রিকাবীবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আলী হোসেন ফজল কানাইঘাটের সাহপুর সড়ক বাজার গ্রামের মৃত মহিবুর রহমানের ছেলে।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকালে বাংলা ট্রিবিউনকে এসব তথ্য নিশ্চিত করেন র্যাব-৯-এর সহকারী পুলিশ সুপার মশিহুর রহমান সোহেল।
তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে র্যাব আলী হোসেন ফজলকে গ্রেফতার করে। তিনি মহানগর পুলিশের মোগলাবাজার থানার নাশকতা মামলার আসামি।