সীমান্ত পথ ব্যবহার করে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় সিলেটের গোয়াইনঘাট থেকে তিন নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাদেরকে পাচারকারী ব্যক্তি পালিয়ে যায়।
মঙ্গলবার (৮ অক্টোবর) বিকালে সিলেটের গোয়াইনঘাটের রানীরঘাট এলাকা থেকে তাদের আটক করে।
তারা হলেন- মাগুরার শ্রীপুর থানার কপরিয়া গ্রামের বিনয় দত্তের স্ত্রী মঞ্জুশ্রী (৩৮), তার মেয়ে (১৪) ও শালিখা থানার সাবরি গ্রামের সুকেশ বিশ্বাসের স্ত্রী হীরা বিশ্বাস (১৮)।
৪৮ বিজিবির অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল হাফিজুর রহমান এসব তথ্য নিশ্চিত করে বলেন, তারা ভারতে যাওয়ার সময় বিজিবি তাদেরকে আটক করে। এ সময় মানবপাচারকারী দলের সদস্য পালিয়ে যায়।