X
রবিবার, ২০ এপ্রিল ২০২৫
৭ বৈশাখ ১৪৩২

মৌলভীবাজারে ভারী বৃষ্টি, ৩ লাখ বাড়িঘর প্লাবনের শঙ্কা

মৌলভীবাজার প্রতিনিধি
০৩ জুলাই ২০২৪, ০১:৩৬আপডেট : ০৩ জুলাই ২০২৪, ০১:৩৬

মৌলভীবাজারের সাম্প্রতিক বন্যায় হাওর এলাকায় মানুষের বাড়িঘরের পানি নামলেও গত দুই-তিন দিন ভারী বৃষ্টিপাত হওয়ায় আবারও বাড়ছে নদ-নদীর পানি। কুশিয়ারা ও জুড়ী নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এভাবে টানা বৃষ্টি হলে আবারও জেলার তিন লাখ বাড়িঘর প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দেবে।

জেলার জুড়ী, বড়লেখা ও কুলাউড়া ও রাজনগর, সদর উপজেলার নিম্নাঞ্চল হাওর-তীরবর্তী বন্যাকবলিত মানুষকে রাতদিন চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের হাকালুকি হাওর-তীরবর্তী ভাটি শাহপুর গ্রামে বিভিন্ন এলাকার লোকজনের দুর্ভোগ বেড়েই চলেছে।

হাকালুকি হাওরের শাহগঞ্জ গ্রামের বাসিন্দা নিত্য বিশ্বাস ও হেলাল মিয়া বলেন, থাকার ঘর এবং গোয়ালঘর থেকে এখনও পানি নামছে না। গরুগুলো ব্রিজের ওপর শামিয়ানা টাঙিয়ে রাখছি আবার অন্যদের বাড়িতে রাখতেছি।

মৌলভীবাজারে ভারী বৃষ্টি, ৩ লাখ বাড়িঘর প্লাবনের শঙ্কা

তারা আরও বলেন, বাড়িঘরের ক্ষয়ক্ষতি বেশি হয়েছে। আফাল ঢেউ ঠেকাতে কেউ কেউ বসতঘরের পাশে বাঁশের খুঁটি পুঁতে আলাদা বেড়া স্থাপন করেছেন। আবার কেউ কেউ কচুরিপানা স্তূপ করে রেখেছেন। হাওরের পাশ ঘেঁষেই শাহগঞ্জ বাজার। বাজারে যাওয়ার মূল সড়ক এখনও চার থেকে পাঁচ ফুট পানিতে তলিয়ে আছে।

জুড়ী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মিজানুর রহমান বলেন, বন্যায় হাওর এলাকায় চার হাজার কাঁচা বাড়িঘরের ক্ষতি হয়েছে। বাড়িঘর থেকে পানি পুরোপুরি নামেনি। পানি নেমে যাওয়ার পর আরও ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়বে।

রাজনগর কাউয়াদিঘী হাওর এলাকার বাসিন্দা আব্দুর রব বলেন, কুশিয়ারা নদীর পানি না কমা পর্যন্ত হাকালুকি হাওরের পানি কমবে না এবং বন্যা পরিস্থিতির পুরোপুরি উন্নতি হবে না।

মৌলভীবাজারে ভারী বৃষ্টি, ৩ লাখ বাড়িঘর প্লাবনের শঙ্কা

মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জাবেদ ইকবাল জানান, আবারও গত দুই-তিনদিন ধরে ভারী বৃষ্টি হওয়াতে নদ-নদীর পানি বাড়ছে। কুশিয়ারা ও জুড়ি নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

তিনি আরও জানান, মনু নদী (রেলওয়ে ব্রিজ) এলাকায় বিপৎসীমার ৭ সেন্টিমিটার এবং মনু নদী (চাঁদনীঘাট) পয়েন্টে বিপৎসীমার ১৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

ধলাই নদীর পানি বিপদসীমার ৭৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। কুশিয়ারা নদী (শেরপুর)  পয়েন্টে বিপৎসীমার ১৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। একই অবস্থা জুড়ী নদী পানি বিপদসীমার ১৭৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

/এনএআর/
সম্পর্কিত
সারা দেশে বৃষ্টির আভাস
ঢাকায় বজ্রবৃষ্টির পূর্বাভাস
রাজধানীর আকাশে দুপুরেই সন্ধ্যার অন্ধকার
সর্বশেষ খবর
লক্ষ্মীপুরে ইউপি চেয়ারম্যান-মেম্বারসহ ৭ আ.লীগ নেতা কারাগারে
লক্ষ্মীপুরে ইউপি চেয়ারম্যান-মেম্বারসহ ৭ আ.লীগ নেতা কারাগারে
নেপাল ও বাংলাদেশ কাবাডি টেস্ট সিরিজের ট্রফি উন্মোচন
নেপাল ও বাংলাদেশ কাবাডি টেস্ট সিরিজের ট্রফি উন্মোচন
হাতিরঝিলে যুবদলের কর্মীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার
হাতিরঝিলে যুবদলের কর্মীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার
‘ইস্টার যুদ্ধবিরতি’ ঘোষণার পরও রুশ হামলা চলছে: জেলেনস্কি
‘ইস্টার যুদ্ধবিরতি’ ঘোষণার পরও রুশ হামলা চলছে: জেলেনস্কি
সর্বাধিক পঠিত
কপি-পেস্টে চলছে ১৩ পত্রিকা, সম্পাদকদের কারণ দর্শানোর নোটিশ
কপি-পেস্টে চলছে ১৩ পত্রিকা, সম্পাদকদের কারণ দর্শানোর নোটিশ
মগবাজার রেললাইনে বাস আটকে যাওয়া সম্পর্কে যা জানা গেলো
মগবাজার রেললাইনে বাস আটকে যাওয়া সম্পর্কে যা জানা গেলো
গাজীপুরে সেই দুই শিশুকে হত্যা করেছেন মা: পুলিশ
গাজীপুরে সেই দুই শিশুকে হত্যা করেছেন মা: পুলিশ
আ.লীগের ঝটিকা মিছিল, বিপাকে পুলিশ
আ.লীগের ঝটিকা মিছিল, বিপাকে পুলিশ
হিন্দু নেতা ভবেশ চন্দ্র রায় হত্যা: নিন্দা জানালো ভারত
হিন্দু নেতা ভবেশ চন্দ্র রায় হত্যা: নিন্দা জানালো ভারত