X
বুধবার, ০৩ জুলাই ২০২৪
১৯ আষাঢ় ১৪৩১

উজানের ঢল ও বৃষ্টিতে বাড়ছে নদ-নদীর পানি, আবারও বন্যার শঙ্কা সিলেটে

সিলেট প্রতিনিধি 
০১ জুলাই ২০২৪, ১৩:২০আপডেট : ০১ জুলাই ২০২৪, ১৩:২০

সিলেটে টানা বৃষ্টি আর ভারতের উজান থেকে নেমে আসা ঢলে সীমান্তবর্তী উপজেলাগুলোতে দেখা দিয়েছে বন্যার শঙ্কা। সিলেটকে এ বছর পরপর দুবার বন্যা পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে। বৃষ্টি আর উজানের ঢলে সিলেটে রবিবার (৩০ জুন) থেকে বিপদসীমা অতিক্রম করেছে সুরমা নদীসহ অন্যান্য নদীর পানি। সিলেটের সীমান্তবর্তী এলাকার মানুষজন বন্যা আতঙ্কে দিন যাপন করছেন।

এদিকে, সিলেটে চলমান বন্যা পরিস্থিতিতে ২১৯টি আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন ১০ হাজার ৭১৩ জন। রবিবার (৩০ জুন) পর্যন্ত সিলেটের ১৩টি উপজেলায় ৭ লাখ ৩৬ হাজার মানুষ পানিবন্দি রয়েছেন বলে জেলা প্রশাসন থেকে জানানো হয়।

এখনও পানিবন্দি ৭ লাখ ৩৬ হাজার মানুষ

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সিলেটের তথ্যমতে, সোমবার (১ জুলাই) সকাল ৯টায় সুরমা নদীর পানি সিলেটের কানাইঘাট পয়েন্টে বিপদসীমার ৩০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে যা রবিবার সন্ধ্যায় বিপদসীমার ১৯ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল।

ব্যক্তি উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা করছেন কেউ কেউ

পাউবোর নির্বাহী প্রকৌশলী দিপক রঞ্জন দাস বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সিলেটের বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছিল। কিন্তু সিলেট ও ভারতে টানা বৃষ্টি হচ্ছে। একই সঙ্গে নামছে ভারত থেকে পাহাড়ি ঢল। যার জন্য সিলেটের নদ-নদীর পানিও বৃদ্ধি পাচ্ছে।’

সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মোহাম্মদ সজীব হোসাইন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সিলেটে গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল (রবিবার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত) ৩৯ দশমিক ৬ মিলিমিটার। এ ছাড়া সোমবার সকাল ৬ থেকে ৯টা পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ ছিল ৬৫ মিলিমিটার। চেরাপুঞ্জিতে গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল ৩১৩ মিলিমিটার।’

/কেএইচটি/
সম্পর্কিত
ভয়াবহ বন্যার কবলে আসাম, মৃতের সংখ্যা বেড়ে ৩৮
ব্রহ্মপুত্রের দুই পয়েন্টে বিপদসীমা অতিক্রম, কুড়িগ্রামে হাজারো মানুষ পানিবন্দি
সুনামগঞ্জে কমছে নদ-নদীর পানি, জনমনে স্বস্তি
সর্বশেষ খবর
রাশিয়ার সঙ্গে আপস করতে প্রস্তুত নয় ইউক্রেন
রাশিয়ার সঙ্গে আপস করতে প্রস্তুত নয় ইউক্রেন
বাংলাদেশের মেয়েদেরকে ভারতে নিয়ে বিক্রি, আরও একজন গ্রেফতার
বাংলাদেশের মেয়েদেরকে ভারতে নিয়ে বিক্রি, আরও একজন গ্রেফতার
এই ফলাফল প্রত্যাশা করেনি ব্রাজিল
এই ফলাফল প্রত্যাশা করেনি ব্রাজিল
ঢাকায় মাদকদ্রব্যসহ গ্রেফতার ১৭
ঢাকায় মাদকদ্রব্যসহ গ্রেফতার ১৭
সর্বাধিক পঠিত
শান্তর বক্তব্য গ্রহণযোগ্য নয়: পাপন
শান্তর বক্তব্য গ্রহণযোগ্য নয়: পাপন
কাঁঠাল দিয়ে বানিয়ে ফেলুন মজাদার এই ডেজার্ট
কাঁঠাল দিয়ে বানিয়ে ফেলুন মজাদার এই ডেজার্ট
এলপিজি সিলিন্ডারের দাম বাড়লো
এলপিজি সিলিন্ডারের দাম বাড়লো
১৪ খেলোয়াড়কে দলভুক্ত করেছে আবাহনী 
১৪ খেলোয়াড়কে দলভুক্ত করেছে আবাহনী 
বন্যা পরিস্থিতি আরও অবনতির শঙ্কা, ৯ স্থানে পানি বিপদসীমার উপরে
বন্যা পরিস্থিতি আরও অবনতির শঙ্কা, ৯ স্থানে পানি বিপদসীমার উপরে