হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় বজ্রাঘাতে ধানক্ষেতে হালচাষের সময় দুই কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৪ জুন) বিকাল ৩টার দিকে চুনারুঘাট উপজেলার মিরাশী ইউনিয়নের রূপসপুর এলাকায় এ ঘটনা ঘটে। চুনারুঘাট থানার ওসি হিল্লোল রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মারা যাওয়া দুই জন হলেন- মিরাশী ইউনিয়নের রূপসপুর গ্রামের মৃত সতীশ দেবনাথের ছেলে প্রসেন্দ্র দেবনাথ (৩৫) ও ভোলারঝুম গ্রামের মৃত রহিম উল্লাহর ছেলে আব্দুস সালাম (৪০)।
পুলিশ জানায়- উপজেলার মিরাশী ইউনিয়নের রূপসপুর এলাকায় জিতু মিয়ার ধানক্ষেতে সকাল থেকে হালচাষের কাজ করছিলেন প্রসেন্দ্র ও সালাম (৪০)। হঠাৎ বৃষ্টিসহ বজ্রপাত হলে বজ্রাঘাতে ঘটনাস্থলে তারা মারা যান।