X
রবিবার, ২০ এপ্রিল ২০২৫
৭ বৈশাখ ১৪৩২

পরোয়ানা জারির ৬ বছর পর উপজেলা চেয়ারম্যানকে গ্রেফতার

হবিগঞ্জ প্রতিনিধি
২৩ এপ্রিল ২০২৪, ১২:৪৪আপডেট : ২৩ এপ্রিল ২০২৪, ১২:৪৪

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মর্তুজা হাসানকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেন আজমিরীগঞ্জ থানার ওসি ডালিম আহমেদ। 

তিনি জানান, সোমবার রাতে ডিবি ও আজমিরীগঞ্জ থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে হবিগঞ্জ শহরের চিড়াকান্দি এলাকার বাসা থেকে মর্তুজা হাসানকে গ্রেফতার করে। বর্তমানে তাকে ডিবি কার্যালয়ে রাখা হয়েছে।

পুলিশ সূত্র জানিয়েছে, উপজেলা পশ্চিমভাগ গ্রামে মৃত ইউনুছ সর্দারের ছেলে ও উপজেলা চেয়ারম্যান মর্তুজা হাসানের বিরুদ্ধে ২০১৭ সালে করা এক মামলায় জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ২০১৮ সালের আগস্টে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। ছয় বছর পর সেই পরোয়ানায় চেয়ারম্যানকে গ্রেফতার করা হলো।

মামলার বাদী অলিউর রহমান দাবি করেন, ২০১৭ সালের সেপ্টেম্বর মাসে পশ্চিমভাগ বাজারে গণ্ডগোল হয়। তখন বর্তমান উপজেলা চেয়ারম্যান মর্তুজা হাসানের নির্দেশে লোকজন দেশীয় অস্ত্র নিয়ে তাকে প্রাণে হত্যার উদ্দেশে হামলা চালায়। এ সময় তার ফুফাতো ভাই এগিয়ে এলে তাকে মারধর করে আহত করে। এ বিষয়ে আজমিরীগঞ্জ থানায় একটি মামলা হয়। এর পরিপ্রেক্ষিতে আদালত ২০১৮ সালে করা মামলায় ওয়ারেন্ট ইস্যু করেন। তবে এতদিন চেয়ারম্যানের বিরুদ্ধে ওয়ারেন্টভুক্ত হলেও কোনও ব্যবস্থা নেয়নি প্রশাসন।

তিনি আরও জানান, চেয়ারম্যান নির্বাচিত হয়ে তিনি প্রকাশ্যে প্রশাসনের সঙ্গে সভা-সমাবেশ করেন। ওয়ারেন্টভুক্ত হয়েও নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন। এতে আমরা নিরাপত্তাহীনতায় রয়েছি। অবশেষে উপজেলা চেয়ারম্যানের গ্রেফতারের খবরে কিছুটা স্বস্তি বিরাজ করছে।

/এফআর/
সম্পর্কিত
গাজীপুরে সাফারি পার্ক থেকে চুরি হওয়া একটি লেমুর উদ্ধার, আরেকজন গ্রেফতার
বিটিসিএল অফিসের চুরি হওয়া ব্যাটারি উদ্ধার, সাবেক কাউন্সিলরসহ দুজন গ্রেফতার
যুবলীগের ১ মিনিট ১১ সেকেন্ডের মিছিল: এখন পর্যন্ত গ্রেফতার ৬
সর্বশেষ খবর
মুক্তিযোদ্ধা সংসদের জায়গায় আ.লীগ অফিস করেন সাবেক এমপি বাহার
মুক্তিযোদ্ধা সংসদের জায়গায় আ.লীগ অফিস করেন সাবেক এমপি বাহার
ভবেশ চন্দ্রের মৃত্যু নিয়ে ভারতীয় মিডিয়ার সংবাদ বিব্রতকর: পুলিশ সুপার
ভবেশ চন্দ্রের মৃত্যু নিয়ে ভারতীয় মিডিয়ার সংবাদ বিব্রতকর: পুলিশ সুপার
চট্টগ্রামে খাল-নালায় ১৫ জনের মৃত্যু, তবু উদাসীন সিটি করপোরেশন ও সিডিএ
চট্টগ্রামে খাল-নালায় ১৫ জনের মৃত্যু, তবু উদাসীন সিটি করপোরেশন ও সিডিএ
টিভিতে আজকের খেলা (২০ এপ্রিল, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২০ এপ্রিল, ২০২৫)
সর্বাধিক পঠিত
কপি-পেস্টে চলছে ১৩ পত্রিকা, সম্পাদকদের কারণ দর্শানোর নোটিশ
কপি-পেস্টে চলছে ১৩ পত্রিকা, সম্পাদকদের কারণ দর্শানোর নোটিশ
মগবাজার রেললাইনে বাস আটকে যাওয়া সম্পর্কে যা জানা গেলো
মগবাজার রেললাইনে বাস আটকে যাওয়া সম্পর্কে যা জানা গেলো
গাজীপুরে সেই দুই শিশুকে হত্যা করেছেন মা: পুলিশ
গাজীপুরে সেই দুই শিশুকে হত্যা করেছেন মা: পুলিশ
আ.লীগের ঝটিকা মিছিল, বিপাকে পুলিশ
আ.লীগের ঝটিকা মিছিল, বিপাকে পুলিশ
হিন্দু নেতা ভবেশ চন্দ্র রায় হত্যা: নিন্দা জানালো ভারত
হিন্দু নেতা ভবেশ চন্দ্র রায় হত্যা: নিন্দা জানালো ভারত