X
রবিবার, ২০ এপ্রিল ২০২৫
৭ বৈশাখ ১৪৩২

প্রাইভেটকার নিয়ে অধ্যক্ষের মোটরসাইকেলে ধাক্কা দিয়ে হত্যা, প্রভাষকের মৃত্যুদণ্ড

সিলেট প্রতিনিধি
৩০ অক্টোবর ২০২৩, ১৬:৫৪আপডেট : ৩০ অক্টোবর ২০২৩, ১৬:৫৪

সিলেটের ওসমানীনগরে শেখ ফজিলাতুন্নেছা মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শায়খুল ইসলামের মোটরসাইকেলে গাড়ি দিয়ে ধাক্কা দিয়ে হত্যার ঘটনায় একই প্রতিষ্ঠানের প্রভাষক লুৎফুর রহমানের ফাঁসির রায় দিয়েছেন আদালত। এ ছাড়া তাকে আরও ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

সোমবার (৩০ অক্টোবর) দুপুরে সিলেট সিনিয়র দায়রা জজ আদালতের বিচারক মশিউর রহমান এ রায় ঘোষণা করেন। ৪৭ সাক্ষীর মধ্যে ৩০ জনের সাক্ষ্যগ্রহণ করে আদালত এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত লুৎফুর রহমান সিলেটে দক্ষিণ সুরমার ফরিদপুর গ্রামের মৃত তাহির আলীর ছেলে। এ ছাড়া নিহত অধ্যক্ষ মাওলানা শায়খুল ইসলাম ওসমানীনগর থানাধীন গোয়ালাবাজারের কালাসার গ্রামের বাসিন্দা।

সিলেট আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) নিজাম উদ্দিন জানান, ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি সকালে মোটরসাইকেলে করে মাদ্রাসায় যাওয়ার পথে লুৎফুর রহমান তার ব্যবহৃত প্রাইভেটকারের নম্বর বদল করে মোটরসাইকেলে ধাক্কা দিলে মারা যান শায়খুল ইসলাম। আদালতে অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামিকে এই দণ্ড দেন।

জানা গেছে, মাওলানা শায়খুল ইসলামকে পূর্ব বিরোধের জেরে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ এনে লুৎফুর রহমানসহ দুই জনের বিরুদ্ধ মামলা করেন নিহতের স্ত্রী দিলবাহর তালুকদার লিপি। পরে তদন্ত কর্মকর্তা এসআই সাইফুল মোল্লা লুৎফুর রহমানকে অভিযুক্ত করলেও অপর আসামি আহমদ আল হেলালীর অব্যাহতি চেয়ে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। পরে মামলার বাদী অভিযোগপত্রের নারাজি দিলে আদালত পুনরায় তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দেন।

পিবিআই তদন্ত কর্মকর্তা এসআই ফজলে আজিম পাটোয়ারি গত বছরের ১৬ জানুয়ারি আহমদ আল হেলালীকে বাদ দিয়ে লুৎফুর রহমানকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করেন।

/এফআর/
সম্পর্কিত
আদালত থেকে হাতকড়াসহ পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
সন্ত্রাসবিরোধী আইনের মামলায় শাহে আলম মুরাদসহ ২ জন রিমান্ডে
টিপকাণ্ডে ১৮ জনের বিরুদ্ধে সেই কনস্টেবলের মামলা
সর্বশেষ খবর
মুক্তিযোদ্ধা সংসদের জায়গায় আ.লীগ অফিস করেন সাবেক এমপি বাহার
মুক্তিযোদ্ধা সংসদের জায়গায় আ.লীগ অফিস করেন সাবেক এমপি বাহার
ভবেশ চন্দ্রের মৃত্যু নিয়ে ভারতীয় মিডিয়ার সংবাদ বিব্রতকর: পুলিশ সুপার
ভবেশ চন্দ্রের মৃত্যু নিয়ে ভারতীয় মিডিয়ার সংবাদ বিব্রতকর: পুলিশ সুপার
চট্টগ্রামে খাল-নালায় ১৫ জনের মৃত্যু, তবু উদাসীন সিটি করপোরেশন ও সিডিএ
চট্টগ্রামে খাল-নালায় ১৫ জনের মৃত্যু, তবু উদাসীন সিটি করপোরেশন ও সিডিএ
টিভিতে আজকের খেলা (২০ এপ্রিল, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২০ এপ্রিল, ২০২৫)
সর্বাধিক পঠিত
কপি-পেস্টে চলছে ১৩ পত্রিকা, সম্পাদকদের কারণ দর্শানোর নোটিশ
কপি-পেস্টে চলছে ১৩ পত্রিকা, সম্পাদকদের কারণ দর্শানোর নোটিশ
মগবাজার রেললাইনে বাস আটকে যাওয়া সম্পর্কে যা জানা গেলো
মগবাজার রেললাইনে বাস আটকে যাওয়া সম্পর্কে যা জানা গেলো
গাজীপুরে সেই দুই শিশুকে হত্যা করেছেন মা: পুলিশ
গাজীপুরে সেই দুই শিশুকে হত্যা করেছেন মা: পুলিশ
আ.লীগের ঝটিকা মিছিল, বিপাকে পুলিশ
আ.লীগের ঝটিকা মিছিল, বিপাকে পুলিশ
হিন্দু নেতা ভবেশ চন্দ্র রায় হত্যা: নিন্দা জানালো ভারত
হিন্দু নেতা ভবেশ চন্দ্র রায় হত্যা: নিন্দা জানালো ভারত