X
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
৬ বৈশাখ ১৪৩২

গ্রেফতার হলেও মামলার নথিতে পলাতক শাকিল

সিলেট প্রতিনিধি
২৫ সেপ্টেম্বর ২০২৩, ১১:২৮আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৩, ১১:৩০

২২ বছর আগে সিলেটে তৎকালীন বিরোধীদলীয় নেত্রী (বর্তমান প্রধানমন্ত্রী) শেখ হাসিনাকে হত্যাচেষ্টা ঘটনায় করা মামলায় পলাতক হরকাতুল জিহাদের সদস্য মাসুদ আহমেদ শাকিল ওরফে সুমনকে (৪৫) গ্রেফতার করা হয়েছে। গত ১৪ সেপ্টেম্বর সকাল ১০টার দিকে রাজধানীর বসুন্ধরা এলাকায় অভিযান চালিয়ে পুলিশের বিশেষায়িত অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ) তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত শাকিল নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ আল ইসলামি বাংলাদেশের (হুজিবি) সদস্য। জামিনে গিয়ে এক যুগের বেশি সময় পলাতক ছিলেন। তবে আলোচিত এই ঘটনার অন্যতম আসামি শাকিল গ্রেফতার হলেও মামলার নথিতে সে এখনও পলাতক রয়েছে।

রবিবার (২৪ সেপ্টেম্বর) বিকালে সিলেটের জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন বিশেষ ট্রাইব্যুনালে গেলে মামলার নথি দেখে বিষয়টি নিশ্চিত করেন আদালতের বেঞ্চ সহকারী আবুল কালাম।

নথি দেখে তিনি জানান, শেখ হাসিনা হত্যাচেষ্টা মামলায় এখন পর্যন্ত কারাগারে রয়েছেন মাওলানা সাঈদ আহমদ, আবু ওবায়দা ও শাহজাহান নামের তিন ব্যক্তি। একইসঙ্গে জামিনে রয়েছেন যার বাসায় বোমা বিস্ফোরিত হয় ডা. আরিফ আহমদ রিফা। তবে মাসুদ আহমেদ (শাকিল ওরফে সুমন) নামের এক ব্যক্তি পলাতক রয়েছেন।

মাসুদ আহমেদ (শাকিল ওরফে সুমন) গ্রেফতার হয়েছে বলে তাকে জানালে তিনি জানান, নথিতে সেরকম তথ্য নেই। সেইসঙ্গে তার গ্রেফতারের বিষয়টিও জানা নেই।

জানা যায়, বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০১ সালের ২৬ সেপ্টেম্বর হুজিবির সদস্য শাকিল, বিএনপি নেতা চিকিৎসক আরিফ আহমদ রিফা ও আবু ওবায়দা ওরফে হারুন সিলেটে আওয়ামী লীগের নির্বাচনী জনসভায় শেখ হাসিনাকে বোমা মেরে হত্যার পরিকল্পনা করেছিলেন। জনসভাটি হওয়ার কথা ছিল সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে। হামলার আগের দিন রাতে জনসভাস্থলের পাশের ফাজিল চিশত এলাকায় আরিফ আহমেদ রিফার ভাড়া দেওয়া বাসায় বোমা বানানোর সময় বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলে দুই বোমাবাজ নিহত হন। আহত অবস্থায় হুজি সদস্য মাসুদ আহমেদ শাকিল (ঢাকা) ও আবু ওবায়দা ওরফে হারুন (ফেনী) গ্রেফতার হন। ওই ঘটনায় শাকিলকে প্রধান আসামি করে সিলেটের কোতোয়ালি থানায় পাঁচজনের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। সেসময় শাকিল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিলেন। দীর্ঘ কয়েক বছর পর তিনি জামিনে মুক্ত হয়ে এক যুগের বেশি সময় পলাতক ছিলেন। এটিইউ গোয়েন্দা তথ্য ও নজরদারির মাধ্যমে তার অবস্থান শনাক্ত করে তাকে গ্রেফতার করে।

পুলিশ সূত্র জানায়, শাকিল ব্যবসার ফাঁকে ফাঁকে তাবলিগ জামায়াতের সঙ্গে যুক্ত ছিলেন। ২০০০ সালে এহতেশাম উল হক নামের একজনের সঙ্গে শাকিলের পরিচয় হয়। এরপর এহতেশামের মাধ্যমে তার পরিচয় হয় আরিফ ও আবু ওবায়দার সঙ্গে। তারা সবাই হুজিবির সক্রিয় সদস্য ছিলেন। এসব সদস্য সিলেটের সুরমা ভ্যালি হোটেলে প্রায়ই অবস্থান করে নাশকতার পরিকল্পনা করতেন।

/কেএইচটি/
সম্পর্কিত
বিটিসিএল অফিসের চুরি হওয়া ব্যাটারি উদ্ধার, সাবেক কাউন্সিলরসহ দুজন গ্রেফতার
যুবলীগের ১ মিনিট ১১ সেকেন্ডের মিছিল: এখন পর্যন্ত গ্রেফতার ৬
কুমিল্লায় গৃহবধূকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
সর্বশেষ খবর
শিরোপার সুবাস পেতে শুরু করেছে বায়ার্ন
শিরোপার সুবাস পেতে শুরু করেছে বায়ার্ন
প্রকৃতিকে কেন্দ্র করে উন্নয়নের আহ্বান পরিবেশ উপদেষ্টার
প্রকৃতিকে কেন্দ্র করে উন্নয়নের আহ্বান পরিবেশ উপদেষ্টার
বিশ্বায়নের পথে কোমর বেঁধে নেমেছে চীন
বিশ্বায়নের পথে কোমর বেঁধে নেমেছে চীন
চবির অপহৃত ৫ শিক্ষার্থীকে ফেরত পেতে রাস্তায় নামার হুঁশিয়ারি
চবির অপহৃত ৫ শিক্ষার্থীকে ফেরত পেতে রাস্তায় নামার হুঁশিয়ারি
সর্বাধিক পঠিত
কপি-পেস্টে চলছে ১৩ পত্রিকা, সম্পাদকদের কারণ দর্শানোর নোটিশ
কপি-পেস্টে চলছে ১৩ পত্রিকা, সম্পাদকদের কারণ দর্শানোর নোটিশ
মগবাজার রেললাইনে বাস আটকে যাওয়া সম্পর্কে যা জানা গেলো
মগবাজার রেললাইনে বাস আটকে যাওয়া সম্পর্কে যা জানা গেলো
গাজীপুরে সেই দুই শিশুকে হত্যা করেছেন মা: পুলিশ
গাজীপুরে সেই দুই শিশুকে হত্যা করেছেন মা: পুলিশ
চীনের অর্থনীতি আবারও চমকে দিলো বিশ্বকে
চীনের অর্থনীতি আবারও চমকে দিলো বিশ্বকে
হিন্দু নেতা ভবেশ চন্দ্র রায় হত্যা: নিন্দা জানালো ভারত
হিন্দু নেতা ভবেশ চন্দ্র রায় হত্যা: নিন্দা জানালো ভারত