দলের সিদ্ধান্ত অমান্য করে সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে অংশ নিয়েছিলেন মহানগর মহিলা দলের সভাপতি অ্যাডভোকেট রোকসানা বেগম শাহনাজ ও জেলা মহিলা দলের সভাপতি সালেহা কবীর শেপী। বুধবারের নির্বাচনে দুইজনই পরাজিত হয়েছেন।
দলের সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে অংশ নেওয়ায় পরে তাদের বহিষ্কার করা হয়।
নির্বাচনে ২৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে লড়েন শাহনাজ আর শেপী লড়েন সংরক্ষিত নারী কাউন্সিলর পদে। সিসিক নির্বাচনে শেপীর প্রাপ্ত ভোট ৪ হাজার ২৫৬ আর বিজয়ী প্রার্থী শারমিন আক্তার রুমির প্রাপ্ত ভোট ৪ হাজার ৪২১ ভোট।
ওয়ার্ড কাউন্সিলর পদে লড়ে শাহনাজের প্রাপ্ত ভোট ৬২৮। একই ওয়ার্ডে তাকবির ইসলাম পিন্টু ৩ হাজার ৫১২ ভোট পেয়ে জয়ী হয়েছেন।
জানা যায়, অ্যাডভোকেট রোকসানা বেগম শাহনাজ গত তিনটি সিটি করপোরেশন নির্বাচনে ২৫, ২৬ ও ২৭ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত সংরক্ষিত ৯ নম্বর ওয়ার্ড থেকে নির্বাচনে অংশ নিয়েছিলেন। তিনবারই বিজয়ী হয়েছিলেন। তিন মেয়াদেই ছিলেন সিলেট সিটি করপোরেশনের প্যানেল মেয়র। এছাড়া সালেহা কবীর শেপী গত দুই মেয়াদে সিসিকের ২২, ২৩ ও ২৪ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত সংরক্ষিত ৮ নম্বর ওয়ার্ডের নারী কাউন্সিলর ছিলেন।
রিটার্নিং কর্মকর্তা ফয়সল কাদের বলেন, ‘সিলেট সিটিতে ইভিএমে উৎসবমুখর পরিবেশে নির্বাচন হয়েছে। কোনও ধরনের বিশৃঙ্খলা ছাড়াই নির্বাচন শেষ হয়েছে।’
এবারের সিসিক নির্বাচনে মোট ভোটকেন্দ্র ছিল ১৯০টি। মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৮৭ হাজার ৭৫৩। এর মধ্যে পুরুষ ২ লাখ ৫৪ হাজার ৩৬০ এবং নারী ২ লাখ ৩৩ হাজার ৩৮৭ জন। মেয়র পদে আট, সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে ২৭৩ এবং সংরক্ষিত ওয়ার্ডে ৮৬ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।