X
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
১৫ বৈশাখ ১৪৩২

ধর্মঘটের আগের দিনই সিলেটে চলছে না বাস

সিলেট প্রতিনিধি
১৮ নভেম্বর ২০২২, ১৫:১৯আপডেট : ১৮ নভেম্বর ২০২২, ১৬:১৭

কেন্দ্র থেকে ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে শনিবার (১৯ নভেম্বর) বিভাগীয় গণসমাবেশ করবে বিএনপি। অন্যান্য স্থানের মতো সিলেটেও বিএনপির গণসমাবেশের দিন থাকছে পরিবহন ধর্মঘট। তবে শনিবার পরিবহন ধর্মঘটের ডাক দিলেও এই জেলায় একদিন আগেই দূরপাল্লার বাস চলাচল বন্ধ হয়ে গেছে।

শুক্রবার (১৮ নভেম্বর) সকাল থেকে সিলেটে কোনও দূরপাল্লার বাস ছেড়ে যায়নি। হঠাৎ বাস চলাচল বন্ধ থাকায় মানুষ ভোগান্তিতে পড়েছেন। অনেকে ট্রেনে গন্তব্যে যেতে রেলওয়ে স্টেশনে ভিড় করছেন।

সিলেট জেলা বাস মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক জিয়াউল কবির পলাশ বলেন, ‘পাঁচ দফা দাবিতে শনিবার সিলেটে ভোর ৬টা থেকে ২৪ ঘণ্টার বাস ধর্মঘট ডেকেছে বাস মালিক সমিতি। কিন্তু মৌলভীবাজার ও হবিগঞ্জে শুক্রবার (১৮ নভেম্বর) থেকে ধর্মঘট শুরু হয়েছে। ঢাকাসহ অন্যান্য জেলায় যেতে হলে এই দুই জেলা পাড়ি দিয়ে যেতে হয়। কিন্তু দুই জায়গাতেই ধর্মঘট থাকায় দূরপাল্লার বাস আসা যাওয়া করতে পারছে না। তবু কিছু বাস চলছে।’

আরও পড়ুন: বাস বন্ধ, মোটরসাইকেল বহর নিয়ে সমাবেশে নেতাকর্মীরা

সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় দেখা যায়, টার্মিনাল থেকে আন্তজেলা ছাড়া দূরপাল্লার কোনও বাস ছাড়ছে না। আন্তজেলা বাসও সংখ্যায় খুব কম। দূরপাল্লার বাসের কাউন্টারগুলোও বন্ধ রয়েছে।

এদিকে বিএনপি নেতাদের দাবি, গণসমাবেশে লোকসমাগম ঠেকাতেই বাস মালিকদের ধর্মঘট ডাকতে বাধ্য করেছে সরকার।

আরও পড়ুন: একে একে সিলেটের সব জেলায় বাস ধর্মঘটের ডাক

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার আবদুল মুক্তাদির দাবি করেন, বিএনপির সমাবেশে জনসমাগম ঠেকাতে ধর্মঘট দেওয়া হয়েছে। কিন্তু কোনও ষড়যন্ত্রই সমাবেশে উপস্থিতি কমাতে পারবে না। যত বাধাই আসুক, সমাবেশ সফল হবে। সিলেটের সমাবেশ ইতিহাস সৃষ্টি করবে।

/এসএইচ/এমওএফ/
সম্পর্কিত
‘আমলা নির্ভরতার কারণে তৃতীয়-চতুর্থ শ্রেণির কর্মচারীরা এখন স্থানীয় প্রশাসন চালাচ্ছে’
আল্টিমেটাম, হাতাহাতিতে শেষ হলো ভোলাবাসীর দাবি আদায়ের সমাবেশ
আ.লীগ নিষিদ্ধসহ ৪ দাবিতে শহীদি সমাবেশ
সর্বশেষ খবর
প্রশাসনে অস্থিরতা কাটছেই না, বাড়ছে ক্ষোভ-অসন্তোষ
প্রশাসনে অস্থিরতা কাটছেই না, বাড়ছে ক্ষোভ-অসন্তোষ
ভারত ও পাকিস্তানকে ‘দায়িত্বশীল সমাধানের’ আহ্বান যুক্তরাষ্ট্রের
ভারত ও পাকিস্তানকে ‘দায়িত্বশীল সমাধানের’ আহ্বান যুক্তরাষ্ট্রের
গাইবান্ধায় হঠাৎ শিলাবৃষ্টি
গাইবান্ধায় হঠাৎ শিলাবৃষ্টি
চট্টগ্রামে টস হেরেছে বাংলাদেশ, তানজিম সাকিবের অভিষেক
চট্টগ্রামে টস হেরেছে বাংলাদেশ, তানজিম সাকিবের অভিষেক
সর্বাধিক পঠিত
উপদেষ্টা আসিফ মাহমুদ ও নূরজাহানের পদত্যাগ দাবি
উপদেষ্টা আসিফ মাহমুদ ও নূরজাহানের পদত্যাগ দাবি
রাখাইনে মানবিক সহায়তায় শর্তসাপেক্ষে করিডোর দিতে রাজি সরকার
রাখাইনে মানবিক সহায়তায় শর্তসাপেক্ষে করিডোর দিতে রাজি সরকার
হাইকোর্টে প্রতিবেদন: নিয়ম মেনেই হয়েছিল আদানির বিদ্যুৎ চুক্তি
হাইকোর্টে প্রতিবেদন: নিয়ম মেনেই হয়েছিল আদানির বিদ্যুৎ চুক্তি
মুক্তিযোদ্ধার বক্তব্যে জামায়াত নেতার বাধা, কেড়ে নেওয়া হলো মাইক
মুক্তিযোদ্ধার বক্তব্যে জামায়াত নেতার বাধা, কেড়ে নেওয়া হলো মাইক
শেখ হাসিনাকে ‘চুপ’ রাখতে পারবেন না বলে জানিয়েছেন মোদি: আল জাজিরাকে ড. ইউনূস
শেখ হাসিনাকে ‘চুপ’ রাখতে পারবেন না বলে জানিয়েছেন মোদি: আল জাজিরাকে ড. ইউনূস