সুনামগঞ্জের শাল্লা থানার আলোচিত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূর আলমকে ক্লোজড করা হয়েছে। সিলেট রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মফিজ উদ্দিন আহমেদ বৃহস্পতিবার (১২ আগস্ট) এক আদেশে এ ওসিকে ক্লোজড করে একই রেঞ্জের ডিআইজির কার্যালয়ে সংযুক্তির নির্দেশ দিয়েছেন।
সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) মো. মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
অন্যদিকে, এসপি মো. মিজানুর রহমান স্বাক্ষরিত এক আদেশে ওসি নূর আলমকে সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ে যোগদানের জন্য শাল্লা থানার সিনিয়র উপ-পরিদর্শকের (এসআই, নিরস্ত্র) কাছে দায়িত্বভার বুঝিয়ে দিয়ে ছাড়পত্র গ্রহণের জন্য নির্দেশ দিয়েছেন।