X
শনিবার, ২৬ এপ্রিল ২০২৫
১৩ বৈশাখ ১৪৩২

এমসি কলেজের ছাত্রাবাসে ধর্ষণ: আসামি অর্জুন গ্রেফতার

সিলেট প্রতিনিধি
২৭ সেপ্টেম্বর ২০২০, ১২:৩৮আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২০, ১৪:০৮

আসামি অর্জুন লস্কর

সিলেটের এমসি কলেজের ছাত্রাবাসে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় আসামি অর্জুন লস্করকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (২৭ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে হবিগঞ্জের মাধবপুরের মনতলা থেকে তাকে গ্রেফতার করা হয়। অর্জুন ওই মামলার ৪ নম্বর আসামি। এর আগে এ মামলার প্রধান আসামি সাইফুর রহমানকে ছাতক থানা পুলিশ খেয়াঘাট এলাকা থেকে গ্রেফতার করে।

রবিবার বেলা সাড়ে ১১টায় বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশের এক কর্মকর্তা। তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি দল অর্জুনকে গ্রেফতার করেছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সে মাধবপুরের মনতলা সীমান্ত এলাকায় রয়েছে। ধারণা করা হচ্ছে, সীমান্ত পথ পাড়ি দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা করছিল অর্জুন।

এ নিয়ে এই মামলার ছয় আসামির মধ্যে দুই জন গ্রেফতার হলো। এখনও পলাতক রয়েছে—সুনামগঞ্জ সদর থানার উমেদনগর গ্রামের তারেকুল ইসলাম তারেক (২৮), হবিগঞ্জ সদর থানার বাগুনীপাড়ার শাহ মো. জাহাঙ্গীর মিয়ার ছেলে শাহ মো. মাহবুবুর রহমান রনি, সুনামগঞ্জ জেলার দিরাই থানাধীন বড়নগদীপুর (জাগদল) গ্রামের রবিউল ইসলাম (২৫) এবং কানাইঘাটের গাছবাড়ি গ্রামের মাহফুজুর রহমান মাসুম (২৫)।

এর আগে এ ঘটনায় ছয় জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও তিন জনকে আসামি করে শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে শাহপরান থানায় মামলা করেছিলেন ওই গৃহবধূর স্বামী।

ঘটনার পরই অভিযুক্তদের ধরতে সাঁড়াশি অভিযানে নামে পুলিশ। শুক্রবার রাত ২টার দিকে পুলিশ অভিযুক্ত সাইফুরের কক্ষ থেকে একটি পাইপগান, চারটি রামদা, একটি ছুরি ও দুটি লোহার পাইপ উদ্ধার করে।

জানা গেছে, গত শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় স্বামী-স্ত্রী এমসি কলেজে বেড়াতে যান। এ সময় কলেজ ক্যাম্পাস থেকে ৫-৬ জন জোরপূর্বক কলেজের ছাত্রাবাসে নিয়ে যায় দম্পতিকে। সেখানে একটি কক্ষে স্বামীকে আটকে রেখে ১৯ বছরের গৃহবধূকে ধর্ষণ করে তারা।

/আইএ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সম্মিলিত পরিষদ ও ফোরাম প্যানেলের মনোনয়নপত্র জমা, স্বতন্ত্র ৬ প্রার্থী
বিজিএমইএ’র নির্বাচনসম্মিলিত পরিষদ ও ফোরাম প্যানেলের মনোনয়নপত্র জমা, স্বতন্ত্র ৬ প্রার্থী
কিংসকে আটকে দিয়েছে রহমতগঞ্জ 
কিংসকে আটকে দিয়েছে রহমতগঞ্জ 
‘এ’ দলের সিরিজের স্কোয়াডে মোসাদ্দেক-সোহানরা
‘এ’ দলের সিরিজের স্কোয়াডে মোসাদ্দেক-সোহানরা
এআই দক্ষতায় বাংলাদেশের অবস্থান ১১৩ তম, বিসিআই বলছে এখনই প্রস্তুতির সময়
এআই দক্ষতায় বাংলাদেশের অবস্থান ১১৩ তম, বিসিআই বলছে এখনই প্রস্তুতির সময়
সর্বাধিক পঠিত
ড. ইউনূসের বিরুদ্ধে কড়া কথা বললে অনেকের নাকি কষ্ট লাগে: মামুনুল হক
ড. ইউনূসের বিরুদ্ধে কড়া কথা বললে অনেকের নাকি কষ্ট লাগে: মামুনুল হক
নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
মেলার প্যান্ডেল ভেঙে গুঁড়িয়ে দিয়ে আগুন দিলো বিক্ষুব্ধ জনতা
মেলার প্যান্ডেল ভেঙে গুঁড়িয়ে দিয়ে আগুন দিলো বিক্ষুব্ধ জনতা
ভারত কি পাকিস্তানে নদীর পানির প্রবাহ বন্ধ করতে পারবে?
ভারত কি পাকিস্তানে নদীর পানির প্রবাহ বন্ধ করতে পারবে?
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে ঢিল ছুড়েছে দুর্বৃত্তরা
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে ঢিল ছুড়েছে দুর্বৃত্তরা