মৌলভীবাজারের শ্রীমঙ্গলের কালাপুর ইউনিয়নের খাদ্যবান্ধব কর্মসূচির দরিদ্রদের মধ্যে চাল বিতরণে অনিয়মের অভিযোগ দুই জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তারা হলেন, কালপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য মুজিবুর রহমান এবং ১, ২ ও ৩ নম্বর ওয়াডের্র সংরক্ষিত আসনের সদস্য সাহিদা বেগম রুপা।
বুধবার (৬ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম। তিনি জানান, তাদের বিরুদ্ধে সরকারি খাদ্য কর্মসূচির চাল বিতরণে অনিয়মের অভিযোগ প্রমাণিত হয়েছে। মঙ্গলবার (৫ মে) এক প্রজ্ঞাপনে সাময়িক বরখাস্তের এই আদেশ দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব মোহাম্মদ ইফতেখার আহমেদ চৌধুরী।
প্রজ্ঞাপনে বলা হয়, অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে ওই দুজনকে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ৩৪(১) অনুযায়ী তাদের পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
আরও পড়ুন: ২১ জেলায় ৩৩০ টন চাল চুরির ঘটনায় ৮১ মামলা, গ্রেফতার ৮৯