X
রবিবার, ২০ এপ্রিল ২০২৫
৭ বৈশাখ ১৪৩২

লন্ডন প্রবাসীর গ্রামের বাড়ি থেকে বিএমডব্লিউ জব্দ

হবিগঞ্জ প্রতিনিধি
৩০ নভেম্বর ২০১৯, ০৯:৫০আপডেট : ৩০ নভেম্বর ২০১৯, ১৫:৩০

উদ্ধার করা বিএমডব্লিউ গাড়িটি হবিগঞ্জের চুনারুঘাটের নরপতি গ্রামে লন্ডন প্রবাসী গাজীউর রহমানের বাড়ি থেকে বিলাসবহুল একটি বিএমডব্লিউ গাড়ি জব্দ করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২৯ নভেম্বর) ওই বাড়িতে অভিযান চালিয়ে সিলেট শুল্ক গোয়েন্দা তদন্ত অধিদফতরের একটি টিম গাড়িটি জব্দ করে। এসময় সেখানে গাড়ির মালিক ছিলেন না।

স্থানীয় সূত্রে জানা গেছে, গাজীউর রহমান কার্নেট (শুল্কমুক্ত সুবিধা) সুবিধায় গাড়িটি দেশে এনে দীর্ঘদিন ব্যবহার করেছেন। গাড়ির মেয়াদ শেষ হওয়ায় তিনি সেটি গ্রামের বাড়িতে রেখে দেন। বাড়ির লোকজন শুল্ক কর্মকর্তাদের গাড়ির কাগজ দেখাতে পারেনি এবং গাড়ির চাবিও পাওয়া যায়নি। আর গ্রামের রাস্তা সরু হওয়ায় রেকার নেওয়া যায়নি। এজন্য গোয়েন্দা টিম স্থানীয় মেম্বার আব্দুল আলীর জিম্মায় গাড়িটি রেখে আসে। শনিবার (৩০ নভেম্বর) সকালে গাড়িটি শুল্ক বিভাগের হেফাজতে আনা হবে।

সিলেট কাস্টম গোয়েন্দা তদন্ত অধিদফতরের রাজস্ব কর্মকর্তা আব্দুল মোতালেব বলেন, ‘আমরা গাড়িটি জব্দ করে সাময়িকভাবে ইউপি মেম্বারের জিম্মায় রেখেছি এবং স্থানীয় পুলিশকে অবহিত করেছি। শনিবার গাড়িটি আমাদের জিম্মায় নিয়ে যাবো। এরপর মালিক বৈধ কাগজ দেখাতে পারলে সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। অন্যথায় কাস্টমের বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এ বিষয়ে চুনারুঘাট থানার এসআই হাবিবুর রহমান জানান, তারা শুল্ক বিভাগকে সব ধরনের সহায়তা করবে। গাড়িটি দেখার জন্য দু’জন পুলিশ মোতায়েন করা হয়েছে।

ইউপি মেম্বার আজগর আলী বলেন, ‘গাড়িটি আমার জিম্মায় আছে। শনিবার সকালে গাড়ির মালিক ঢাকা থেকে এসে চাবি দেবেন এবং গাড়িটি পুলিশের কাছে হস্তান্তর করবেন।’

এ ব্যাপারে গাজীউর রহমানের আইনজীবী আব্দুল হাই বলেন, ‘সরকারের যে কোনও দফতর গাড়িটি নিতে চাইলে আমরা অবশ্যই তাকে সহযোগিতা করবো। আমরা বিষয়টি আইনগতভাবেই দেখবো।’

/এসটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সারা দেশে পলিটেকনিক শিক্ষার্থীদের মহাসমাবেশ আজ
সারা দেশে পলিটেকনিক শিক্ষার্থীদের মহাসমাবেশ আজ
নারায়ণগঞ্জে ঝুটবোঝাই চলন্ত ট্রাকে আগুন, চালক আহত
নারায়ণগঞ্জে ঝুটবোঝাই চলন্ত ট্রাকে আগুন, চালক আহত
ক্রুর যাত্রা থামিয়ে অপরাজিত মেসির ইন্টার মায়ামি
ক্রুর যাত্রা থামিয়ে অপরাজিত মেসির ইন্টার মায়ামি
বরগুনা জেলা শ্রমিক লীগের আহ্বায়ক গ্রেফতার
বরগুনা জেলা শ্রমিক লীগের আহ্বায়ক গ্রেফতার
সর্বাধিক পঠিত
কপি-পেস্টে চলছে ১৩ পত্রিকা, সম্পাদকদের কারণ দর্শানোর নোটিশ
কপি-পেস্টে চলছে ১৩ পত্রিকা, সম্পাদকদের কারণ দর্শানোর নোটিশ
মগবাজার রেললাইনে বাস আটকে যাওয়া সম্পর্কে যা জানা গেলো
মগবাজার রেললাইনে বাস আটকে যাওয়া সম্পর্কে যা জানা গেলো
গাজীপুরে সেই দুই শিশুকে হত্যা করেছেন মা: পুলিশ
গাজীপুরে সেই দুই শিশুকে হত্যা করেছেন মা: পুলিশ
আ.লীগের ঝটিকা মিছিল, বিপাকে পুলিশ
আ.লীগের ঝটিকা মিছিল, বিপাকে পুলিশ
হিন্দু নেতা ভবেশ চন্দ্র রায় হত্যা: নিন্দা জানালো ভারত
হিন্দু নেতা ভবেশ চন্দ্র রায় হত্যা: নিন্দা জানালো ভারত