গাইবান্ধায় বাড়িতে হামলা-ভাঙচুর ও মা-বাবাকে মারধর করে এসএসসি পরীক্ষার্থীকে অপহরণের ৩ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মূল অভিযুক্ত সঞ্চয়কে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুর ২টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নে এই হামলা ও অপহরণের ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, মঙ্গলবার দুপুরে গোবিন্দগঞ্জ গার্লস স্কুলকেন্দ্রে এসএসসি পরীক্ষা দিয়ে বাড়ি ফেরেন ওই শিক্ষার্থী। দুপুর ২টার দিকে হঠাৎ করে মোঘলটুলী গ্রামের রাফি মিয়ার ছেলে সঞ্চয়সহ ১৫-২০ জনের একটি দলবল লাঠিসোঁটা নিয়ে বাড়িতে হামলা চালায়। পরে ঘরের দরজা-জানালাসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর ও লুটপাট চালানো হয়।
এসময় বাধা দিতে গেলে ওই শিক্ষার্থীর বাবা ও মাকে মারধর ও কুপিয়ে আহত করে হামলাকারীরা। পরে শিক্ষার্থীকে টেনেহিঁচড়ে মোটরসাইকেলে করে তুলে নিয়ে যায় তারা।
ভুক্তভোগী ওই শিক্ষার্থীর অভিযোগ, দীর্ঘদিন ধরে স্কুলে যাওয়া-আসার পথে তাকে উত্ত্যক্ত করাসহ বিভিন্ন হুমকি দিয়ে আসছিলে সঞ্চয়। এ ঘটনায় অভিযুক্ত সঞ্চয়ের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তিনি।
পরে খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে বিকাল ৫টার দিকে পাশের কামারদহ ফেলুপাড়া গ্রামের চাঁন মিয়ার বাড়ি থেকে ওই শিক্ষার্থীকে উদ্ধার করে। এ সময় অভিযুক্ত সঞ্জয়কে গ্রেফতার ও তার কাছে থাকা মোটরসাইকেল জব্দ করা হয়।
বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, ‘ঘটনার খবর পেয়ে পুলিশ উদ্ধার অভিযান চালায়। পরে একটি বাড়ি থেকে শিক্ষার্থীকে উদ্ধার করা হয়। একই সঙ্গে অভিযুক্ত সঞ্চয়কে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রক্রিয়া চলছে।’