X
রবিবার, ২০ এপ্রিল ২০২৫
৭ বৈশাখ ১৪৩২

চীন সরকারের উপহারের হাসপাতাল নীলফামারীতে স্থাপনের দাবিতে মানববন্ধন

নীলফামারী প্রতিনিধি
১৯ এপ্রিল ২০২৫, ১৫:৪৩আপডেট : ১৯ এপ্রিল ২০২৫, ১৫:৪৩

চীন সরকারের উপহার হিসেবে ঘোষিত ১০০০ শয্যার অত্যাধুনিক হাসপাতালটি নীলফামারী সদরে স্থাপনের দাবিতে মানববন্ধন করেছে জেলার সর্বস্তরের ছাত্র-জনতা।

শনিবার (১৯ এপ্রিল) দুপুরে জেলা শহরের চৌরঙ্গী মোড়ে ঘণ্টাব্যাপী ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সেখানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন নীলফামারী পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আল মাসুদ চৌধুরী, জেলা জামায়াতের নায়েবে আমির ড. খায়রুল আনাম, জেলা আইনজীবী সমিতির সভাপতি ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ, শহর শাখার সেক্রেটারি অ্যাডভোকেট আনিছুর রহমান আজাদ, কর্মপরিষদ সদস্য মনিরুজ্জামান মন্টু, নীলফামারী সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক পায়েলুজ্জামান রক্সি, জেলা কৃষক দলের সদস্যসচিব অলিউর রহমান হেলাল, নাগরিক কমিটির অন্যতম প্রতিনিধি আকতারুজ্জামান খান প্রমুখ।

জানা গেছে, হাসপাতালটির জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক নীলফামারী, রংপুর ও দিনাজপুরের মাঝামাঝি অঞ্চলের সম্ভাব্য স্থান বিবেচনায় রয়েছে।

বক্তারা বলেন, নীলফামারী সদরে দারোয়ানী সুতাকল এলাকায় ৫৩ একর সরকারি খাস জমি রয়েছে। জায়গাটি দীর্ঘদিন ধরে পড়ে আছে, সরকারের কাজে আসছে না। তাই এখানে ১০০০ শয্যার হাসপাতালটি স্থাপনের দাবি জানানো হয়। 

মানববন্ধনে ড. খায়রুল আনাম বলেন, ‘জেলা শহরের অদূরে দারোয়ানী সুতাকল (টেক্সটাইল মিল) নামক স্থানে প্রায় ৫৩ একর জমি খাস রয়েছে। এই জমিতে হাসপাতালের পাশাপাশি নার্সিং ইনস্টিটিউট, মেডিক্যাল কলেজ, রিসার্চ সেন্টার, হেলিপ্যাড ও অ্যাম্বুলেন্স লেন স্থাপন করা সম্ভব। জমি অধিগ্রহণের প্রয়োজন না হওয়ায় এটি দ্রুত বাস্তবায়ন করা সম্ভব।’

তিনি আরও বলেন, ‘দেশের ভৌগোলিক অবস্থানের দিক থেকেও জেলা সদর অত্যন্ত সুবিধাজনক স্থানে অবস্থিত। এখানে রয়েছে রেলওয়ে স্টেশন, সৈয়দপুর বিমানবন্দর, উত্তরা ইপিজেড, রেলওয়ে কারখানা ও চিলাহাটি স্থলবন্দর। এ ছাড়াও বাংলাদেশ, ভারত, ভূটান, শ্রীলঙ্কা, নেপাল ও মালদ্বীপ যাতায়াতে ব্যাপক সুবিধা রয়েছে।’ সেখানকার বাসিন্দারাও অতি সহজে চিকিৎসাসেবা নিতে পারবেন বলে মনে করেন তিনি।

নীলফামারী পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আল মাসুদ চৌধুরী সদরে টেক্সটাইল মিলের কাছে হাসপাতাল নির্মাণের সম্ভাবনাকে সাধুবাদ জানিয়ে তার বক্তব্যে বলেন, ‘এ অঞ্চলের মানুষ বহুদিন ধরে উন্নত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত। জটিল রোগের ক্ষেত্রে বিশেষ করে কার্ডিওলজি (হৃদরোগ) রোগে রংপুর বা ঢাকায় গিয়ে চিকিৎসা করানো অধিকাংশ মানুষের পক্ষে কষ্টসাধ্য ও ব্যয়বহুল। রংপুর কিংবা ঢাকায় যাওয়ার পথে এ ধরনের রোগীর অকাল মৃত্যু হয়। এ ব্যাপারে চীন সরকারের দেওয়া ১০০০ শয্যার হাসপাতালটি নীলফামারী জেলার মানুষের জন্য আশার আলো ছড়াচ্ছে।’

মানববন্ধনে সচেতন নাগরিক সমাজ, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং স্থানীয় জনপ্রতিনিধিরা একযোগে এ হাসপাতালটি নীলফামারীতে স্থাপনের জোর দাবি জানিয়েছেন। তারা বলছেন, জেলার ভৌগোলিক অবস্থান ও তিস্তা মহাপরিকল্পনার নিকটবর্তী হওয়ায় এখানে হাসপাতালটি স্থাপন করা হলে শুধু নীলফামারী নয়, পার্শ্ববর্তী জেলা ছাড়াও ভারত, শ্রীলঙ্কা, ভূটান, বার্মা ও মালদ্বীপসহ অন্যান্য দেশের মানুষও সহজে উন্নত স্বাস্থ্যসেবার সুযোগ পাবেন।

/কেএইচটি/
সম্পর্কিত
মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে হত্যা, মরদেহ নিয়ে মানববন্ধন
সরকারি কলেজের বেসরকারি কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবি
পরিবেশ রক্ষায় গ্রিন ভয়েসের সাত দাবি
সর্বশেষ খবর
চাঁদপুরে ভিমরুলের কামড়ে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩
চাঁদপুরে ভিমরুলের কামড়ে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩
সারা দেশে বৃষ্টির আভাস
সারা দেশে বৃষ্টির আভাস
সারা দেশে পলিটেকনিক শিক্ষার্থীদের মহাসমাবেশ আজ
সারা দেশে পলিটেকনিক শিক্ষার্থীদের মহাসমাবেশ আজ
নারায়ণগঞ্জে ঝুটবোঝাই চলন্ত ট্রাকে আগুন, চালক আহত
নারায়ণগঞ্জে ঝুটবোঝাই চলন্ত ট্রাকে আগুন, চালক আহত
সর্বাধিক পঠিত
কপি-পেস্টে চলছে ১৩ পত্রিকা, সম্পাদকদের কারণ দর্শানোর নোটিশ
কপি-পেস্টে চলছে ১৩ পত্রিকা, সম্পাদকদের কারণ দর্শানোর নোটিশ
মগবাজার রেললাইনে বাস আটকে যাওয়া সম্পর্কে যা জানা গেলো
মগবাজার রেললাইনে বাস আটকে যাওয়া সম্পর্কে যা জানা গেলো
গাজীপুরে সেই দুই শিশুকে হত্যা করেছেন মা: পুলিশ
গাজীপুরে সেই দুই শিশুকে হত্যা করেছেন মা: পুলিশ
আ.লীগের ঝটিকা মিছিল, বিপাকে পুলিশ
আ.লীগের ঝটিকা মিছিল, বিপাকে পুলিশ
হিন্দু নেতা ভবেশ চন্দ্র রায় হত্যা: নিন্দা জানালো ভারত
হিন্দু নেতা ভবেশ চন্দ্র রায় হত্যা: নিন্দা জানালো ভারত