গাইবান্ধার পলাশবাড়ীতে এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে বসে শাহারিয়ার জান্নাতি অনামিকা (১৯) নামে এক শিক্ষার্থী গ্রেফতার হয়েছেন। এ ঘটনায় মামলার পর তাকে কারাগারে পাঠিয়েছে পুলিশ। গ্রেফতার শিক্ষার্থী জানান, অসুস্থ মামাতো বোনের পরিবর্তে পরীক্ষায় অংশ নেয় তিনি।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকালে আদালতের মাধ্যমে তাকে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়। এর আগে, ইংরেজি দ্বিতীয়পত্রের পরীক্ষা চলাকালে পলাশবাড়ী এসএম (সূতি মাহমুদ) মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়কেন্দ্র থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতার শিক্ষার্থী শাহারিয়ার জান্নাতি অনামিকা রংপুরের পীরগঞ্জ উপজেলার কেশবপুর (পশ্চিমপাড়া) গ্রামের মো. শাহ আলমের মেয়ে। তিনি পীরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজে এইচএসসিতে অধ্যয়নরত।
এ বিষয়ে পলাশবাড়ী সূতি মাহমুদ মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) ও কেন্দ্র সচিব মো. আব্দুল বারী সরকার জানান, কেন্দ্রের কক্ষ নং-১১২, রোল নং-৯৫২০১৮ আফরিন আক্তার অরথি বদলে পরীক্ষায় অংশ নেয় শাহারিয়ার জান্নাতি অনামিকা। বিষয়টি টের পেয়ে প্রক্সি পরীক্ষার্থীকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। সেই সঙ্গে নিয়মিত পরীক্ষার্থী আফরিন আক্তারকে বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কার হওয়া আফরিন আক্তার অরথি গৃধারীপুর আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয়। সে পলাশবাড়ী পৌর শহরের পলাশগাছী গ্রামের আসাদুজ্জামান মিয়ার মেয়ে।
তবে গ্রেফতার শাহারিয়ার জান্নাতি অনামিকা জানান, আফরিন আক্তার অরথি সম্পর্কে তার মামাতো বোন হয়। তবে অরথি শারীরিকভাবে অসুস্থ। এ কারণে নিরুপায় হয়ে তার পরিবর্তে ইংরেজি দ্বিতীয়পত্রের পরীক্ষায় অংশ নেন তিনি।
বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী ভট্ট বলেন, প্রক্সি পরীক্ষা দেয়ার অপরাধে শাহারিয়ার জান্নাতি অনামিকা নামে একজন গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় কেন্দ্র সচিব মো.আব্দুল বারী সরকার বাদী হয়ে থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। পরে বিকালে ওই প্রক্সি পরীক্ষার্থীকে আদালতের মাধ্যমে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়েছে।