X
শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
৫ বৈশাখ ১৪৩২

স্বেচ্ছাসেবক দল নেতার বাড়ি থেকে পাঁচটি পেট্রোল বোমা উদ্ধার

নীলফামারী প্রতিনিধি
১০ এপ্রিল ২০২৫, ১৭:৪৮আপডেট : ১০ এপ্রিল ২০২৫, ১৭:৪৮

নীলফামারীর সৈয়দপুরে স্বেচ্ছাসেবক দলের এক নেতার বাড়ি থেকে পাঁচটি পেট্রোল বোমা উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের পূর্ব হাজীপাড়ার বাড়ি থেকে বোমাগুলো উদ্ধার করা হয়।

স্বেচ্ছাসেবক দলের ওই নেতার নাম আরিফ শাহ রনি। তিনি ঢাকা মহানগর স্বেচ্ছাসেবক দলের ২৬ নম্বর ওয়ার্ডের সদস্য। ঈদ উপলক্ষে গ্রামের বাড়িতে এসেছেন এবং শুক্রবার ঢাকায় ফেরার কথা ছিল তার। 

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফইম উদ্দিন বলেন, ‘পেট্রোল বোমাগুলো ওই নেতার বাড়ি থেকে উদ্ধার করা হয়। তবে সেগুলো কীভাবে এখানে এসেছে, তা জানা যায়নি। এ নিয়ে কেউ এখনও লিখিত অভিযোগ দেয়নি। বিষয়টি আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে রেখেছি। ঘটনাটি তদন্ত করে এর সঙ্গে কারও সংশ্লিষ্টতা পাওয়া গেলে, আইনের আওতায় আনা হবে।’

এ বিষয়ে আরিফ শাহ রনি বলেন, ‘সকাল বেলায় আমার মা বাড়ির সামনে টিনের বেড়ার ভেতরের বাঁশের খুঁটির সঙ্গে ঝুলানো একটি লাল-সাদা রঙের পলিথিন ব্যাগ দেখতে পান। সন্দেহবশত তিনি ব্যাগটি আমাকে দেখালে তাতে দেখা যায়, পাঁচটি পেপসিকোলার কাচের বোতলের মাথায় লাল কাপড় লাগানো রয়েছে। বিষয়টি স্থানীয়দের দেখানোর পর ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশকে জানাই। পরে পুলিশ এসে বোতলগুলো উদ্ধার করে নিয়ে যায়।’

তিনি বলেন, ‘এটি সম্পূর্ণ একটি সাজানো ঘটনা। আমাকে এবং আমার রাজনৈতিক দল বিএনপিকে বিতর্কিত করার উদ্দেশ্যে একটি মহল এই কাজ করেছে। আমি মনে করি স্থানীয় আওয়ামী লীগের কিছু দোসর এই ষড়যন্ত্রের সঙ্গে জড়িত। আমি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।’

রনির মা আফরোজা বেগম বলেন, ‘সকালে বাড়ির গেট খোলার সময় প্রথম ওই ব্যাগটি দেখতে পাই। কী আছে জানতাম না, তাই ছেলেকে ডেকে দেখাই। পরে বুঝি এগুলো বিপজ্জনক কিছু হতে পারে।’

বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন বোতলাগাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম কিবরিয়া। তিনি বলেন, ‘আওয়ামী লীগের লোকজন যারা অতীতে আগুন সন্ত্রাসসহ নানা অপকর্ম করেছে, তারাই এখন রনিকে টার্গেট করে এমন ঘটনা ঘটিয়েছে। তারা সৈয়দপুরের শান্তিপূর্ণ পরিবেশ অস্থিতিশীল করতে চায়।’

/এএম/
সম্পর্কিত
শিক্ষার্থী-বৈষম্যবিরোধী ও এনসিপির নেতাকর্মীদের ওপর ছাত্রদলের হামলা, আহত ১০
রবিবার আবার বিএনপির সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠক
আমরা ডিসেম্বরের মধ্যেই নির্বাচন আদায় করে নেবো: ফারুক
সর্বশেষ খবর
দুর্গম স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেনের অভাবে এক শিশুর মৃত্যুর অভিযোগ
দুর্গম স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেনের অভাবে এক শিশুর মৃত্যুর অভিযোগ
অভিমানে অবসরে...
অভিমানে অবসরে...
ভাটারায় প্রকাশ্যে অস্ত্রের মহড়া, যুবক গ্রেফতার
ভাটারায় প্রকাশ্যে অস্ত্রের মহড়া, যুবক গ্রেফতার
শর্তসাপেক্ষে সব জিম্মিকে ছেড়ে দিতে প্রস্তুত হামাস
শর্তসাপেক্ষে সব জিম্মিকে ছেড়ে দিতে প্রস্তুত হামাস
সর্বাধিক পঠিত
ঋণের কিস্তি ছাড় স্থগিত রাখলো আইএমএফ
ঋণের কিস্তি ছাড় স্থগিত রাখলো আইএমএফ
২৯ ঘণ্টা বন্ধ থাকবে খিলক্ষেত-কুড়িল-বসুন্ধরা সড়ক
২৯ ঘণ্টা বন্ধ থাকবে খিলক্ষেত-কুড়িল-বসুন্ধরা সড়ক
ভাসানচরকে চট্টগ্রামের সন্দ্বীপে অন্তর্ভুক্ত না করতে আইনি নোটিশ
ভাসানচরকে চট্টগ্রামের সন্দ্বীপে অন্তর্ভুক্ত না করতে আইনি নোটিশ
টিপকাণ্ডে ১৮ জনের বিরুদ্ধে সেই কনস্টেবলের মামলা
টিপকাণ্ডে ১৮ জনের বিরুদ্ধে সেই কনস্টেবলের মামলা
গ্রামীণ ব্যাংকে সরকারের মালিকানা কমলো
গ্রামীণ ব্যাংকে সরকারের মালিকানা কমলো