X
মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫
২৫ চৈত্র ১৪৩১

মহানবীকে (সা.) নিয়ে কটূক্তির অভিযোগ, মহাসড়ক অবরোধ

দিনাজপুর প্রতিনিধি
০৬ এপ্রিল ২০২৫, ২২:০৭আপডেট : ০৬ এপ্রিল ২০২৫, ২২:৪৭

ফেসবুকে ইসলাম ধর্মের মহানবী মুহম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির প্রতিবাদে ও অভিযুক্তের গ্রেফতারের দাবিতে দ্বিতীয় দিনের মতো দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়ক অবরোধ করেছেন তৌহিদী জনতা।

রবিবার (৬ এপ্রিল) সকাল ৯টা থেকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের মোহনপুর টোলপ্লাজার সামনে এই মহাসড়ক অবরোধ করা হয়। ওই স্ট্যাটাস সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ারকারী এক শিক্ষককে আটক করেছে পুলিশ। আটকের পর বিকাল ৩টার দিকে অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা।

দিনাজপুর কোতোয়ালি থানার ওসি মতিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অবরোধকারীদের সঙ্গে আলোচনা করে এই ঘটনায় অভিযুক্তকে আইনের আওতায় আনার আশ্বাস দেওয়া হয়েছে এবং কটূক্তিকারী ওই স্ট্যাটাস সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করায় ওই শিক্ষককে আটক করা হয়েছে।

তিনি জানান, মহানবীকে নিয়ে কটূক্তির অভিযোগে একটি মামলা করা হয়েছে এবং অভিযুক্তকে আটক করতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। যদিও তার পরিবারের সবাই পলাতক রয়েছেন।

এর আগেও বৃহস্পতিবার দুপুর থেকে দিনাজপুর সদর উপজেলার মোহনপুর টোলপ্লাজার সামনে মহাসড়ক অবরোধ করেছিলেন তৌহিদী জনতা। পরে জড়িতের বিরুদ্ধে মামলা করে গ্রেফতার করা হবে- প্রশাসনের এমন আশ্বাসে বিকালে অবরোধ প্রত্যাহার করেছিলেন তারা। এই ঘটনার পর আবারও শনিবার মহাসড়ক অবরোধ করার ঘোষণা দেওয়া হয়।

ঘোষণা মোতাবেক সকাল থেকেই স্থানীয় মুসল্লিরা মোহনপুর টোলপ্লাজায় এসে জড়ো হন। সকাল ৯টা থেকে মহাসড়কের পাশে তারা বিক্ষোভ করে ও মহাসড়ক অবরোধ করেন। এতে রাস্তায় সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। বিকালে কটূক্তিকারী তরুণের স্ট্যাটাস সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করায় ওই শিক্ষককে আটক করে পুলিশ। পরে বিকাল ৩টার দিকে অবরোধ প্রত্যাহার করা হয়। 

জানা গেছে, বুধবার সদর উপজেলার এক যুবক মহানবীকে নিয়ে কটূক্তি করে ফেসবুকে স্ট্যাটাস দেয়। বিষয়টি ইসলাম ধর্মাবলম্বীরা রাতেই সেটি পুলিশ প্রশাসনকে জানানো হয়। রাতে পুলিশ ওই যুবকের বাড়িতে গেলেও তাকে আটক করতে পারেনি।

আন্দোলনকারী ও স্থানীয়রা জানিয়েছেন, অভিযুক্ত যুবক ঢাকার একটি পোশাক কারখানায় চাকরি করেন। তবে এই ঘটনার পর থেকেই যুবক ও তার পরিবারের সদস্যরা বাড়ি ছেড়ে অন্যত্র চলে গেছেন। তবে আন্দোলনকারীরা রবিবার সন্ধ্যার মধ্যে অভিযুক্তকে গ্রেফতারের দাবি জানিয়েছেন।

/এফআর/
সম্পর্কিত
ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুরে জড়িতদের গ্রেফতারের নির্দেশ
আন্দোলনে ফিরবেন বেসরকারি অনার্স-মাস্টার্স স্তরের শিক্ষকরা
বেতন-বোনাসের দাবিতে সচিবালয় অভিমুখে শ্রমিকদের মিছিল, পুলিশের সঙ্গে সংঘর্ষ
সর্বশেষ খবর
প্রতিপক্ষকে ফাঁসাতে হত্যার পর লাশ গুমের মামলা, অবশেষে যুবককে উদ্ধার
প্রতিপক্ষকে ফাঁসাতে হত্যার পর লাশ গুমের মামলা, অবশেষে যুবককে উদ্ধার
গাজার ত্রাণ নিয়ন্ত্রণে ইসরায়েলি পরিকল্পনা প্রত্যাখ্যান করলেন জাতিসংঘ মহাসচিব
গাজার ত্রাণ নিয়ন্ত্রণে ইসরায়েলি পরিকল্পনা প্রত্যাখ্যান করলেন জাতিসংঘ মহাসচিব
১৫ দিন পর নিখোঁজ স্কুলছাত্রের লাশ উদ্ধার, অভিযুক্তের বাড়িতে অগ্নিসংযোগ
১৫ দিন পর নিখোঁজ স্কুলছাত্রের লাশ উদ্ধার, অভিযুক্তের বাড়িতে অগ্নিসংযোগ
বিএমইউয়ে ফিলিস্তিনে বর্বর হামলা ও গণহত্যার প্রতিবাদে গায়েবানা জানাজা
বিএমইউয়ে ফিলিস্তিনে বর্বর হামলা ও গণহত্যার প্রতিবাদে গায়েবানা জানাজা
সর্বাধিক পঠিত
বুঝলাম না আমি কোন পক্ষের লোক: আদালতে তুরিন আফরোজ
বুঝলাম না আমি কোন পক্ষের লোক: আদালতে তুরিন আফরোজ
স্যামসাংয়ের বিনিয়োগ হাতছাড়া: জমি জটিলতায় দায়ী আগের সরকার, বললেন বিডা চেয়ারম্যান
স্যামসাংয়ের বিনিয়োগ হাতছাড়া: জমি জটিলতায় দায়ী আগের সরকার, বললেন বিডা চেয়ারম্যান
দেশের দুই থানার নাম পরিবর্তন
দেশের দুই থানার নাম পরিবর্তন
বিমানবন্দরে চিঠি পাঠিয়ে মাওলানা উবায়দুল্লাহ ফারুককে ‘অব্যাহতি’
বিমানবন্দরে চিঠি পাঠিয়ে মাওলানা উবায়দুল্লাহ ফারুককে ‘অব্যাহতি’
শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোতে বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিল করছে যুক্তরাষ্ট্র 
শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোতে বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিল করছে যুক্তরাষ্ট্র