X
বুধবার, ০২ এপ্রিল ২০২৫
১৮ চৈত্র ১৪৩১

এবার দুই শতাধিক অটোভ্যানের বহর নিয়ে আখতারের শোডাউন

লিয়াকত আলী বাদল, রংপুর
২৭ মার্চ ২০২৫, ১৯:৫১আপডেট : ২৭ মার্চ ২০২৫, ১৯:৫১

এবার দুই শতাধিক অটোভ্যানের বহর নিয়ে রংপুরের পীরগাছা এবং কাউনিয়া উপজেলার বিভিন্ন স্থানে পথসভা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন।

জাতীয় নাগরিক পার্টির সদস্যসচিব নির্বাচিত হওয়ার পর বৃহস্পতিবার (২৭ মার্চ) প্রথমবারের মতো রংপুরে আসেন আখতার। দুপুরে নগরের সাতমাথা থেকে জনসংযোগ শুরু করেন। বেলা সোয়া ২টার দিকে নগরের মাহিগঞ্জ এলাকায় অটোভ্যানের বহরে যোগ দেন। সেখান থেকে নির্বাচনি প্রচারণা শুরু করেন। এ সময় শত শত নেতাকর্মী বহরে ছিলেন। তারা স্লোগানে দেন, আখতার ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। এ সময় সড়কের দুই পাশের মানুষজনকে হাত নেড়ে শুভেচ্ছা জানান আখতার।

মাহীগঞ্জ এলাকায় পথসভায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে নতুন দলটির প্রস্তুতি নিয়ে কথা বলেন আখতার হোসেন। তিনি বলেন, জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠকরা সারা দেশে কমিটি গঠনের কাজ শুরু করেছেন। তারা মানুষের দেশের কাছ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছেন। তারা আশাবাদী অল্প সময়ের মধ্যে নির্বাচনের নিবন্ধন পেতে যেসব শর্ত পূরণ করতে হয়, জাতীয় নাগরিক পার্টি সেগুলো পূরণ করতে পারবে।

এনসিপির সদস্যসচিব বলেন, ‘আমরা মনে করি, অন্তর্বর্তীকালীন সরকার সংস্কার ও বিচার কার্যক্রমের দৃশ্যমান অগ্রগতি নিশ্চিত করার মধ্য দিয়ে নির্বাচনের দিকে অগ্রসর হবে। নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই গণপরিষদ নির্বাচনের বাস্তবতা আছে। এই ফ্যাসিবাদী, এই একনায়কতান্ত্রিক, অগণতান্ত্রিক সংবিধানের মধ্য দিয়ে বাংলাদেশের শাসনকাঠামো পরিচালিত হোক, এটা আর দেশের মানুষ চান না।’

এনসিপির মধ্যে কোনও সমন্বয়হীনতা নেই দাবি করে আখতার হোসেন বলেন, ‘গণঅভ্যুত্থানের প্রথম সারির নেতৃত্বের সবাই এই দলের হাল ধরেছেন। এটি একক কোনও ব্যক্তির নিয়ন্ত্রণাধীন দল নয়।’

পরে ভ্যানযোগে পীরগাছা ও কাউনিয়ার কয়েকটি জায়গায় জনসংযোগ শেষে টেপামধুপুর বাজারের কারবালা মাঠে ইফতার ও দোয়া মাহফিলে অংশ নেন।

দুপুরে নগরের সাতমাথা থেকে জনসংযোগ শুরু করেন আখতার হোসেন

স্থানীয় সূত্রে জানা যায়, আখতার হোসেন রংপুর-৪ আসনে (পীরগাছা এবং কাউনিয়া) প্রার্থী হিসেবে দুই শতাধিক অটোভ্যানে করে নেতাকর্মীদের নিয়ে প্রায় ৫০ কিলোমিটার নির্বাচনি এলাকায় শোডাউন করেন।  

২১০টি অটোভ্যানের বহর নিয়ে নির্বাচনি প্রচারণা

মাহিগঞ্জ থেকে পীরগাছা এবং কাউনিয়া উপজেলার বিভিন্ন এলাকায় নির্বাচনি প্রচারণার জন্য ২১০টি অটোভ্যান ভাড়া নিয়েছেন বলে সাংবাদিকদের জানিয়েছেন আখতার হোসেন। 

বহরে থাকা অটোভ্যানচালক সাইফুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমার বাড়ি কাউনিয়া উপজেলার মীরবাগে। এক হাজার টাকায় সারাদিনের জন্য আমার ভ্যানটি প্রচারণার জন্য ভাড়া নেওয়া হয়েছে।’ 

কাউনিয়ার শহীদবাগ ইউনিয়নের শাব্দি গ্রামের অটোভ্যানচালক আফজাল হোসেন বলেন, ‘আমাকে প্রথমে ৮০০ টাকা ভাড়া দেওয়ার কথা বলা হয়। আমি এক হাজার চেয়েছি, সেটিতে রাজি হওয়ায় গাড়ি নিয়ে এসেছি।’ 

কাউনিয়ার মীরবাগ এলাকার অটোভ্যান চালক খোরশেদ আলম বলেন, ‘বহরে দুই শতাধিক অটোভ্যান নিয়ে প্রচারণায় নেমেছি আমরা। এগুলোর ভাড়া দুই লাখের বেশি হবে।’

এর আগে শতাধিক গাড়ির বহর নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক সারজিস আলম (উত্তরাঞ্চল) গত ২৪ মার্চ পঞ্চগড়ের বিভিন্ন স্থানে পথসভা করেছেন।

/এএম/
সম্পর্কিত
দম্প‌তি‌কে হয়রা‌নির অভিযোগ, বৈষম্যবিরোধী ছাত্র প্রতি‌নিধি গ্রেফতার
মোহাম্মদপুরে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব আকরাম হুসাইনের ঈদ শুভেচ্ছা
আ.লীগের কার্যক্রম নিষিদ্ধ করা বাংলাদেশের মানুষের গণদাবি: নাহিদ ইসলাম
সর্বশেষ খবর
ফিরেই আর্সেনালের জয়ের নায়ক সাকা
ফিরেই আর্সেনালের জয়ের নায়ক সাকা
যদি জীবিত থাকি, বাপ ডাইকা ইলেকশন দিয়া যাওন লাগবো: ফজলুর রহমান
যদি জীবিত থাকি, বাপ ডাইকা ইলেকশন দিয়া যাওন লাগবো: ফজলুর রহমান
জেলা প্রশাসককে আইনের আওতায় আনার দাবি ছাত্র ইউনিয়নের
লালমনিরহাটে মুক্তিযুদ্ধের ম্যুরাল ভাঙচুরজেলা প্রশাসককে আইনের আওতায় আনার দাবি ছাত্র ইউনিয়নের
‘ঈদ মিছিলে মূর্তিবাদী সংস্কৃতির অনুপ্রবেশ ঘটানো হয়েছে’
‘ঈদ মিছিলে মূর্তিবাদী সংস্কৃতির অনুপ্রবেশ ঘটানো হয়েছে’
সর্বাধিক পঠিত
ধর্ষণের অভিযোগে আটকের পর থানা হাজতে ‘আত্মহত্যা’
ধর্ষণের অভিযোগে আটকের পর থানা হাজতে ‘আত্মহত্যা’
‘বিমানবন্দরে প্রবাসীদের জন্য লাউঞ্জ অনন্য উদ্যোগ’
‘বিমানবন্দরে প্রবাসীদের জন্য লাউঞ্জ অনন্য উদ্যোগ’
ঈদের দিন রাতে ডাকাতি শেষে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ
ঈদের দিন রাতে ডাকাতি শেষে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ
দুই দিনে কতো আয় করলো ‘সিকান্দার’?
দুই দিনে কতো আয় করলো ‘সিকান্দার’?
চট্টগ্রামে গুলি করে দুজনকে হত্যা: সাজ্জাদ ও তার স্ত্রীকে আসামি করে মামলা
চট্টগ্রামে গুলি করে দুজনকে হত্যা: সাজ্জাদ ও তার স্ত্রীকে আসামি করে মামলা