X
বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫
১১ বৈশাখ ১৪৩২

গাইবান্ধায় শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ কারাগারে

গাইবান্ধা প্রতিনিধি
১৩ মার্চ ২০২৫, ২০:৪০আপডেট : ১৩ মার্চ ২০২৫, ২০:৪০

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ১০ বছর বয়সী চতুর্থ শ্রেণির এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিবেশী ডিপটি ফকির (৬৫) নামে এক বৃদ্ধকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকালে আদালতের মাধ্যমে তাকে গাইবান্ধা জেলা কারাগারে পাঠায় গোবিন্দগঞ্জ থানা পুলিশ। অভিযুক্ত ব্যক্তি উপজেলার ওই গ্রামের মৃত জয়না ফকিরের ছেলে।

এর আগে, বুধবার (১২ মার্চ) দিবাগত রাত আনুমানিক ৮টার দিকে ওই গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শিশুটি একই গ্রামের মকবুল হোসেনের মেয়ে।

বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম বলেন, শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃহস্পতিবার ভোরে উপজেলার ওই গ্রাম থেকে অভিযুক্ত ডিপটিকে আটক করা হয়। এ ঘটনায় থানায় মামলার পর অভিযুক্ত ডিপটিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মামলার বরাত দিয়ে ওসি জানান, শিশুটি প্রকৃতির ডাকে সারা দিতে বুধবার রাত ৮টায় বাড়ির পাশের শৌচাগারে যায়। সেখান থেকে ফেরার পথে ডিপটি ওই শিশুর মুখ চেপে ধরে পাশের খড়ের পালায় নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময়  হঠাৎ শিশুটির মুখ থেকে হাত ফসকে গেলে সে চিৎকার দেয়। চিৎকার শুনে তার পরিবারের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। এ সময় ডিপটি ফকির পালিয়ে যায়। এরপর শিশুটির মুখে সবকথা শুনে তার বাবা আজ থানায় মামলা করেন।

এদিকে, অভিযুক্ত ডিপটি ফকিরের ছেলে সজিব খন্দকারের অভিযোগ, তার বাবাকে জোর করে বাড়ি থেকে তুলে নিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে। এ বিষয়ে তিনি থানায় অভিযোগ দিয়েছেন।

সজিব এজাহারের উল্লেখ করেন, তার বাবা সন্ধ্যা ৮টা ৫০ মিনিটে পশ্চিম পগইল সরকারপাড়া জামে মসজিদে এশার ও তারাবির নামাজ পড়তে যান। এরপর বাড়ি এসে শুয়ে পড়েন। রাত আনুমানিক আড়াইটার দিকে ডাকাডাকিতে  ঘুম থেকে উঠে ঘরের বাইরে এলে তার ওপর আক্রমণ ও মারধর করে তাকে বাড়িতে তুলে নিয়ে যায় এবং ফোন করে ধর্ষণ চেষ্টার অভিযোগে রাতেই পুলিশের হাতে তুলে দেয়। তার বিরুদ্ধে আনা ধর্ষণচেষ্টার অভিযোগ সঠিক নয়।

/এফআর/
সম্পর্কিত
সারা দেশে একদিনে গ্রেফতার ১৬১৭
সাবেক প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বিরুদ্ধে দুর্নীতির মামলা
নাটোরে যুবকের দুই হাতের কবজি বিচ্ছিন্ন করেছে দুর্বৃত্তরা
সর্বশেষ খবর
সারা দেশে একদিনে গ্রেফতার ১৬১৭
সারা দেশে একদিনে গ্রেফতার ১৬১৭
রাস্তায় নারীদের উত্ত্যক্তের ভিডিও ভাইরাল, অভিযুক্ত দুজন আটক
রাস্তায় নারীদের উত্ত্যক্তের ভিডিও ভাইরাল, অভিযুক্ত দুজন আটক
ডা. জাহাঙ্গীর কবির-তাসনিম জারার বিরুদ্ধে ব্যবস্থা নিতে নোটিশ
ডা. জাহাঙ্গীর কবির-তাসনিম জারার বিরুদ্ধে ব্যবস্থা নিতে নোটিশ
বোট ক্লাবের অনিয়ম নিয়ে বর্তমান সভাপতির বক্তব্যের প্রতিবাদ সাবেক সেক্রেটারির
বোট ক্লাবের অনিয়ম নিয়ে বর্তমান সভাপতির বক্তব্যের প্রতিবাদ সাবেক সেক্রেটারির
সর্বাধিক পঠিত
জোর করে পদত্যাগ করানো প্রধান শিক্ষককে মারধর করে বিদ্যালয় থেকে বের করে দেওয়া হলো
জোর করে পদত্যাগ করানো প্রধান শিক্ষককে মারধর করে বিদ্যালয় থেকে বের করে দেওয়া হলো
প্রতি লিটার সয়াবিন তেলে লাভ ১২ টাকা?
প্রতি লিটার সয়াবিন তেলে লাভ ১২ টাকা?
ক্যামেরায় ধরা পড়লো শিবির নেতা হত্যা মামলার আসামিকে গুলি ও কোপানোর দৃশ্য
ক্যামেরায় ধরা পড়লো শিবির নেতা হত্যা মামলার আসামিকে গুলি ও কোপানোর দৃশ্য
পরিবারসহ বিজিবির সাবেক মহাপরিচালক সাফিনুলের ৫৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ
পরিবারসহ বিজিবির সাবেক মহাপরিচালক সাফিনুলের ৫৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ
বাবার ভুলের জন্য ক্ষমা চাইলেন আসিফ মাহমুদ
বাবার ভুলের জন্য ক্ষমা চাইলেন আসিফ মাহমুদ