রমজানকে কেন্দ্র করে দিনাজপুরের হিলি বন্দর দিয়ে বেড়েছে ছোলার আমদানি। এতে চাহিদার তুলনায় সরবরাহ বাড়ার ফলে বন্দরে কমেছে দাম। পাইকারিতে কেজিতে ৪/৫ টাকা করে কমেছে।
হিলি স্থলবন্দরে ছোলা কিনতে আসা ছোলায়মান আলী বলেন, ছোলার দাম আগের তুলনায় কেজিতে ৪ থেকে ৫ টাকা করে কমেছে। গত সপ্তাহে ৯৮ থেকে ৯৯ টাকা কিনেছি- সেটি আজ (শনিবার) ৯৪ টাকায় কিনলাম।
আমদানিকারক মোস্তাফিজুর রহমান বলেন, সপ্তাহের ব্যবধানে ছোলার দাম কেজিতে ৪ থেকে ৫ টাকা করে কমেছে। ব্যাংকগুলোতে ডলার সংকট কেটেছে কিছুটা- যার কারণে ব্যাংকগুলো আমদানিকারকদের চাহিদা মাফিক এলসি দিচ্ছে। সেই সঙ্গে ডলার মূল্য স্থিতিশীল রয়েছে। এতে সব আমদানিকারক ছোলা আমদানির জন্য পর্যাপ্ত পরিমাণে এলসি খুলেছেন। ইতিমধ্যেই সেসব আমদানিকারকের পণ্য বন্দরে প্রবেশ করছে। আগামী দিনে বন্দর দিয়ে আমদানি আরও কিছুটা বাড়বে। এতে রমজানে পণ্যটির দাম বাড়ার সম্ভাবনা নেই উল্টো আরও কমতে পারে।
হিলি স্থল শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা শফিউল ইসলাম বলেন, রমজানকে ঘিরে হিলি স্থলবন্দর দিয়ে ছোলার আমদানি অনেকটা বেড়েছে। আগে বন্দর দিয়ে ২/৩ ট্রাক করে আমদানি হলেও বর্তমানে তা বেড়ে ২০ থেকে ২৫ ট্রাক করে আমদানি হচ্ছে। ফেব্রুয়ারির ১ থেকে ২৫ তারিখ পর্যন্ত ১৫০ ট্রাকে সাড়ে পাঁচ হাজার টন ছোলা আমদানি হয়েছে। পণ্যটি আমদানিতে কোনও শুল্ক আরোপ না থাকায় শুল্কমুক্ত হিসেবে আমদানি হচ্ছে।