X
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
১৫ বৈশাখ ১৪৩২

ভুট্টাক্ষেতে মুখমণ্ডল পোড়া নারীর লাশ, মিলেছে পরিচয়

রংপুর প্রতিনিধি 
২২ ফেব্রুয়ারি ২০২৫, ২০:২১আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৫, ২০:২১

রংপুরের বদরগঞ্জে ভুট্টাক্ষেত থেকে উদ্ধার মুখমণ্ডল পোড়া নারীর লাশের পরিচয় মিলেছে। ওই নারীর নাম শান্তা (৩০ বছর)। তবে কারা, কেন, কোথায় তাকে হত্যা করেছে, সে বিষয়ে নিশ্চিত হতে পারেনি পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, শান্তার বাড়ি ঢাকার পল্লবীতে। আট বছর আগে বদরগঞ্জ উপজেলার লালদীঘি মাদারগঞ্জ এলাকার রুবেল মিয়ার সঙ্গে শান্তার বিয়ে হয়। চার বছর আগে রুবেল মারা যান। পরে একই উপজেলার মৌয়াগাছ ঝাড়খণ্ড গ্রামের মোহাম্মদ আলীকে বিয়ে করেন। কিন্তু শান্তাকে রেখে মোহাম্মদ আলী আরেক নারীকে বিয়ে করার পর নতুন স্ত্রী নিয়ে সৈয়দপুরে বসবাস করেন। শান্তা দ্বিতীয় স্বামীর ঘরের দেড় বছর বয়সের ছেলেসন্তানকে নিয়ে তারাগঞ্জ উপজেলায় বাসা ভাড়া নিয়ে থাকতেন। গত বৃহস্পতিবার সন্ধ্যায় ওই সন্তানকে ভাড়া বাসায় একজনের কাছে রেখে শান্তা বদরগঞ্জে আসেন। প্রথম স্বামী রুবেলের সঙ্গে সংসারে শান্তা একটি মেয়েসন্তানের জন্ম দিয়েছিলেন। বর্তমানে মেয়েটির বয়স ছয় বছর। ওই শিশুসন্তানটি রুবেলের মা-বাবার কাছে রয়েছে। 

বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আতিকুর রহমান বলেন, ‘তথ্যপ্রযুক্তির সহায়তায় ভুট্টাক্ষেত থেকে উদ্ধার ওই নারীর লাশের পরিচয় শনাক্ত করা হয়েছে। ঢাকা থেকে তার মা-বাবা আজ সকালে বদরগঞ্জ থানায় এসেছেন। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে শান্তার লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।’

ওসি বলেন, ‘এ ঘটনায় একজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। আশা করছি দ্রুত হত্যার কারণ উদঘাটনসহ অভিযুক্তদের গ্রেফতার করা সম্ভব হবে।’

এর আগে গত শুক্রবার দুপুরে বদরগঞ্জ উপজেলার দামোদরপুর ইউনিয়নের কালীরহাট বালাপাড়া গ্রামের পাশের একটি ভুট্টাক্ষেত থেকে ওই নারীর মাথাসহ মুখমণ্ডল পুড়িয়ে দেওয়া লাশ উদ্ধার করা হয়।

/এএম/
সম্পর্কিত
তুরিন আফরোজকে আরেক হত্যা মামলায় গ্রেফতার দেখানোর আদেশ
‘হত্যা না করে হাত-পা কেটে ফেললেও ছেলের মুখে বাবা ডাক শুনতে পারতাম’
পারভেজ হত্যা মামলার ৪ আসামিকে গ্রেফতারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম
সর্বশেষ খবর
ইতিহাস সৃষ্টির পথে শাহরুখ!
ইতিহাস সৃষ্টির পথে শাহরুখ!
ভারত-পাকিস্তান দ্বন্ধের বিষয়ে ঢাকাকে অবহিত করলো ইসলামাবাদ
ভারত-পাকিস্তান দ্বন্ধের বিষয়ে ঢাকাকে অবহিত করলো ইসলামাবাদ
যুবদল নেতা শামীম হত্যা: সাবেক এমপি জাফর কারাগারে
যুবদল নেতা শামীম হত্যা: সাবেক এমপি জাফর কারাগারে
ধর্ষণের অভিযোগে মাদ্রাসার তিন শিক্ষক গ্রেফতার
ধর্ষণের অভিযোগে মাদ্রাসার তিন শিক্ষক গ্রেফতার
সর্বাধিক পঠিত
রাখাইনে মানবিক সহায়তায় শর্তসাপেক্ষে করিডোর দিতে রাজি সরকার
রাখাইনে মানবিক সহায়তায় শর্তসাপেক্ষে করিডোর দিতে রাজি সরকার
শেখ হাসিনাকে ‘চুপ’ রাখতে পারবেন না বলে জানিয়েছেন মোদি: আল জাজিরাকে ড. ইউনূস
শেখ হাসিনাকে ‘চুপ’ রাখতে পারবেন না বলে জানিয়েছেন মোদি: আল জাজিরাকে ড. ইউনূস
রিজার্ভ আরও বাড়লো
রিজার্ভ আরও বাড়লো
‘আমার স্বামীর কোনও দোষ নাই, শুধু আ.লীগ করে বলে মাইরা ফেলাইছে’
‘আমার স্বামীর কোনও দোষ নাই, শুধু আ.লীগ করে বলে মাইরা ফেলাইছে’
ইউআইইউ বন্ধ ঘোষণা
ইউআইইউ বন্ধ ঘোষণা