উত্তরবঙ্গে তীব্র আকার ধারণ করছে শীত। দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে তাপমাত্রা ১০.৪ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে। এ তাপমাত্রায় জেলাটিতে কনকনে শীত অনুভূত হচ্ছে।
শনিবার (৩০ নভেম্বর) ভোর ৬টায় জেলার প্রথম শ্রেণির তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগার কার্যালয় ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে। শুক্রবার এই জেলার তাপমাত্রা নেমেছিল ১১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াসে।
স্থানীয়রা জানান, পৌষ মাস না আসতেই কনকনে ঠান্ডা পড়ছে। তবে সকাল ১০টার পর থেকে তাপমাত্রা বাড়তে থাকে। দিনের বেলায় বেশ গরম থাকলেও সন্ধ্যার পর থেকে আবার উত্তর দিক থেকে ঠান্ডা বাতাস বইতে থাকলে শীত লাগতে শুরু করে। শীতের কাপড় বের করতে হয়েছে। রাত বাড়তে থাকলে শীতও বাড়তে থাকে।
এদিকে, দুই দিন ধরে আকাশ পরিষ্কার থাকায় মোহনীয় সৌন্দর্য নিয়ে দৃশ্যমান হয়েছে পৃথিবীর তৃতীয় ও হিমালয়ের দ্বিতীয় পর্বতমালা কাঞ্চনজঙ্ঘা। এটি দেখতে সমাগম হয়েছে শতশত পর্যটকের। কাঞ্চনজঙ্ঘা দেখার সঙ্গে শীত উপভোগ করছেন তারা।
সিহাব, সুমন, সোহেল ও তানজিমসহ কয়েকজন পর্যটক বলেন, দারুণ সময় উপভোগ করছি। একদিকে বরফের পাহাড়, একই সঙ্গে শীত- দুটোই উপভোগ্য হয়ে উঠেছে। উত্তরের জেলাটি বরফের পাহাড় হিমালয়-কাঞ্চনজঙ্ঘার বিধৌত এলাকা হওয়ায় এখানে সবার আগে শীত নামে।
পঞ্চগড়ের প্রথম শ্রেণির তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের সহকারী কর্মকর্তা জিতেন্দ্র নাথ বলেন, শনিবার ভোর ৬টায় তাপমাত্রা ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। গতকাল শুক্রবার ভোর ৬টায় তাপমাত্রা রেকর্ড হয়েছিল ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। পৌষ আর মাঘ মাসে প্রচণ্ড ঠান্ডা পড়ে এখানে। তাপমাত্রা অনেক নিচে নেমে আসে। এখন দিন যত যাবে তাপমাত্রা আরও কমতে থাকবে।