X
বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫
১১ বৈশাখ ১৪৩২

বিএনপি নেতার স্ত্রীর জন্মনিবন্ধনে দেরি, ফাটিয়ে দেওয়া হলো গ্রামপুলিশ সদস্যের নাক

গাইবান্ধা প্রতিনিধি
২৯ নভেম্বর ২০২৪, ০৮:৫১আপডেট : ২৯ নভেম্বর ২০২৪, ০৮:৫১

গাইবান্ধার সাদুল্লাপুরে এক ইউনিয়ন পরিষদের (ইউপি) সচিব ও গ্রামপুলিশের সদস্যকে মারধরের অভিযোগ উঠেছে। স্থানীয় এক বিএনপি নেতার স্ত্রীর জন্মনিবন্ধনে দেরি হওয়ায় দলীয় নেতাকর্মীরা তাদের ওপর চড়াও হন বলে জানা গেছে।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে উপজেলার কামারপাড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) ভবনের এ ঘটনায় আহত হন গ্রামপুলিশ সদস্য আব্দুল গণি মিয়া। তাকে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তিনি কিশামত বাগছী গ্রামের নীল মিয়ার ছেলে। এ সময় কম্পিউটার অপারেটর বেলাল হোসেনকেও মারধর করা হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার কামারপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহ মো. শওকত আলী মানিক মিয়ার স্ত্রী মোছা. নিলুফা ইয়াছমিন তার জন্মনিবন্ধন করার জন্য ইউনিয়ন পরিষদে আসেন। ইউনিয়ন পরিষদের সচিব আব্দুল কাদের মিয়া ও হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটর বেলাল হোসেন তাকে দুপুরের পর আসতে বলেন। এতে তিনি ক্ষিপ্ত হয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।

গ্রামপুলিশ আব্দুল গণি মিয়া জানান, কিছুক্ষণ পর ওই নারী কামারপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সোনাসহ ২০-২৫ জনকে সঙ্গে করে নিয়ে এসে ইউনিয়ন পরিষদের সচিব ও কম্পিউটার অপারেটরকে গালিগালাজ করতে থাকেন। একপর্যায়ে তারা তাদের ওপর চড়াও হন। এ সময় ইউনিয়ন পরিষদে কর্তব্যরত গ্রামপুলিশরা বাধা দিলে শহিদুল ইসলাম সোনার সঙ্গে থাকা হুমায়ুন মিয়া মারধর করে নাক ফাটিয়ে দেন।

তবে অভিযোগ অস্বীকার করে বিএনপি নেতা শহিদুল ইসলাম সোনা বলেন, ‘জন্মনিবন্ধন নিতে গেলে পরিষদের সহকারী সচিব বিএনপি নেতার স্ত্রীর সঙ্গে খারাপ ব্যবহার করেন। এ নিয়ে তার সঙ্গে আমার তর্কবিতর্ক হয়। আমরা চলে আসার পর হুমায়ুন মিয়া পরিষদে গিয়ে গ্রামপুলিশকে কিলঘুষি মারেন। রাজনৈতিক গ্রুপিং থাকায় এ ঘটনা নিয়ে নানা ষড়যন্ত্র চলছে।’

কামারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ আর এম মাহফুজার রহমান জানান, এ সময় তিনি ইউনিয়ন পরিষদে ছিলেন না। খবর পেয়ে ঘটনাটি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) অবগত করেছেন।

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজউদ্দিন খন্দকার বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তদন্তসাপেক্ষে এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

/কেএইচটি/
সম্পর্কিত
দুর্বৃত্তের ছোড়া গুলিতে যুবলীগের কর্মী আহত
জোর করে পদত্যাগ করানো প্রধান শিক্ষককে মারধর করে বিদ্যালয় থেকে বের করে দেওয়া হলো
চট্টগ্রামে ব্যাটারিচালিত রিকশাচালকদের সঙ্গে সংঘর্ষ, দুই পুলিশ আহত
সর্বশেষ খবর
স্ত্রীকে হত্যার পর শ্বশুরকে ফোন করে লাশ নিয়ে যেতে বললেন স্বামী
স্ত্রীকে হত্যার পর শ্বশুরকে ফোন করে লাশ নিয়ে যেতে বললেন স্বামী
প্রতারণা ও চাঁদাবাজি মামলায় মডেল মেঘনার জামিন মেলেনি
প্রতারণা ও চাঁদাবাজি মামলায় মডেল মেঘনার জামিন মেলেনি
তিন দিনের সফরে ঢাকা আসছেন পাকিস্তানে পররাষ্ট্রমন্ত্রী: সামা টিভি
তিন দিনের সফরে ঢাকা আসছেন পাকিস্তানে পররাষ্ট্রমন্ত্রী: সামা টিভি
৯ দিন পর মুক্তি পেলেন চবির অপহৃত সেই পাঁচ শিক্ষার্থী
৯ দিন পর মুক্তি পেলেন চবির অপহৃত সেই পাঁচ শিক্ষার্থী
সর্বাধিক পঠিত
জোর করে পদত্যাগ করানো প্রধান শিক্ষককে মারধর করে বিদ্যালয় থেকে বের করে দেওয়া হলো
জোর করে পদত্যাগ করানো প্রধান শিক্ষককে মারধর করে বিদ্যালয় থেকে বের করে দেওয়া হলো
কালচে বগলের সমস্যা যেভাবে দূর করবেন
কালচে বগলের সমস্যা যেভাবে দূর করবেন
প্রতি লিটার সয়াবিন তেলে লাভ ১২ টাকা?
প্রতি লিটার সয়াবিন তেলে লাভ ১২ টাকা?
পরিবারসহ বিজিবির সাবেক মহাপরিচালক সাফিনুলের ৫৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ
পরিবারসহ বিজিবির সাবেক মহাপরিচালক সাফিনুলের ৫৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ
ক্যামেরায় ধরা পড়লো শিবির নেতা হত্যা মামলার আসামিকে গুলি ও কোপানোর দৃশ্য
ক্যামেরায় ধরা পড়লো শিবির নেতা হত্যা মামলার আসামিকে গুলি ও কোপানোর দৃশ্য