গত ২৪ ঘণ্টায় কোনও বৃষ্টিপাত না হওয়ায় এবং পাহাড়ি ঢল না আসায় রংপুরে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে।
পানি উন্নয়ন বোর্ড কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, সোমবার (৩০ সেপ্টেম্বর) তিস্তা ব্যারেজ পয়েন্টে তিস্তা নদীর পানি বিপদসীমার ৪৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। অপরদিকে কাউনিয়ায় বিপদসীমার ১০ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। চরঅধ্যুষিত গ্রামগুলো থেকে পানি নেমে গেছে।
রংপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় রংপুর অঞ্চলে কোনও বৃষ্টিপাত হয়নি। অন্যদিকে উজান থেকেও পানি আসেনি। ফলে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। এখন চর এলাকায় কোনও গ্রামে পানি নেই।
গঙ্গাচড়া উপজেলা নিবাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদ তামান্না জানিয়েছেন, বন্যা প্লাবিত এলাকা থেকে পানি নেমে যাওয়ায় পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে।