X
শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫
১২ বৈশাখ ১৪৩২

কুড়িগ্রামে হাজারো পরিবার পানিবন্দি, চলছে ত্রাণ বিতরণ

কুড়িগ্রাম প্রতিনিধি
০৩ জুলাই ২০২৪, ২২:২৪আপডেট : ০৩ জুলাই ২০২৪, ২২:২৪

ব্রহ্মপুত্র, দুধকুমার, ধরলা ও তিস্তা নদীর পানি বেড়ে কুড়িগ্রামের নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। বসতভিটা ও বাড়িঘরে পানি প্রবেশ করায় বিপাকে পড়েছেন এসব এলাকার হাজারো পরিবার। গ্রামীণ সড়ক তলিয়ে যাওয়ায় বাজার সদাই করাও দুঃসাধ্য হয়ে পড়েছে। এ অবস্থায় দুর্গত মানুষের জন্য খাদ্য সহায়তা বিতরণে গতি বাড়িয়েছে জেলা প্রশাসন। বুধবার (৩ জুলাই) প্লাবিত এলাকা বাড়ার সঙ্গে তাল মিলিয়ে জেলাজুড়ে সরকারি খাদ্য সহায়তা বাড়ানো হয়েছে। জেলা প্রশাসন সূত্রে এসব তথ্য জানা গেছে।

জেলা প্রশাসন সূত্র জানায়, বুধবার সদর, উলিপুর, চিলমারী, নাগেশ্বরী এবং ফুলবাড়ী উপজেলার প্লাবিত এলাকার দুস্থ মানুষের মাঝে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল ১০ কেজি চাল, এক কেজি ডাল, এক লিটার তেল ও এক কেজি লবণ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উলিপুরের থেতরাই ইউনিয়নে ১০০ পরিবার, চিলমারীর রমনা, নয়ারহাট ও চিলমারী ইউনিয়নে ৬০০ পরিবার, সদরের যাত্রাপুর ইউনিয়নের চরভগবতীপুর, খেয়ারআলগা, কালির আলগা, পোড়ার চরে ১৫০ পরিবার, নাগেশ্বরী উপজেলার গরু ভাসার চর, ফকিরগঞ্জ, নুনখাওয়া ও চরকাপনাতে ২০০ পরিবারের মাঝে সরকারি খাদ্য সহায়তা হস্তান্তর করেছে উপজেলা প্রশাসন। এ ছাড়া ফুলবাড়ী উপজেলার বড়ভিটাতে ধরলা অববাহিকার ১৫০ দুর্গত পরিবারের মাঝে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। তিস্তা অববাহিকার দুর্গত পরিবারসহ রাজারহাট উপজেলায় ৫ মেট্রিক টন চাল, ৫০০ প্যাকেট শুকনো খাবার দেওয়া হয়েছে।

সহায়তা নি‌য়ে বা‌ড়ি ফির‌ছেন সু‌বিধা‌ভোগীরা

জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ জানান, জেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ায় সরকারিভাবে খাদ্য সহায়তা বিতরণ জোরদার করা হয়েছে। জেলায় মোট ৪০৪টি আশ্রয়কেন্দ্র এবং দুর্গতদের উদ্ধারে প্রয়োজনীয় সংখ্যক নৌযান প্রস্তুত রাখা হয়েছে।

ইতোমধ্যে উপজেলাগুলোতে ১৭৬ মেট্রিক টন চাল ও ১০ লাখ ৩৫ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে জানিয়ে জেলা প্রশাসক বলেন, ‘প্রয়োজন ও চাহিদা অনুযায়ী তা বিতরণ চলছে। নতুন করে আরও ৫০০ মেট্রিক টন চাল ও ২০ লাখ টাকা বরাদ্দ পাওয়া গেছে। শিগগিরই উপজেলাগুলোতে তা বরাদ্দ দেওয়া হবে। সরকার সার্বিক সহযোগিতা নিয়ে দুর্গত মানুষের পাশে থাকবে।’

/এএম/
সম্পর্কিত
আশাশুনিতে বিকল্প বাঁধে স্বস্তি, পানিবন্দি কয়েক হাজার মানুষ
বন্যায় ভেসে গেছে সব, ঈদের আনন্দ নেই তাদের ঘরে
বতসোয়ানাতে আকস্মিক বন্যায় নিহত ৭, ঘর হারিয়েছেন হাজারো মানুষ
সর্বশেষ খবর
মস্কোতে গাড়িবোমা বিস্ফোরণে রুশ জেনারেল নিহত
মস্কোতে গাড়িবোমা বিস্ফোরণে রুশ জেনারেল নিহত
চিয়া সিড কীভাবে পেটের মেদ দূর করে জানেন?
চিয়া সিড কীভাবে পেটের মেদ দূর করে জানেন?
গুচ্ছের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
গুচ্ছের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
পুকুর থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার
পুকুর থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার
সর্বাধিক পঠিত
সাবেক রাষ্ট্রপতি হামিদের জামাতাকে অবসরে পাঠালো সরকার
সাবেক রাষ্ট্রপতি হামিদের জামাতাকে অবসরে পাঠালো সরকার
ডা. জাহাঙ্গীর কবির-তাসনিম জারার বিরুদ্ধে ব্যবস্থা নিতে নোটিশ
ডা. জাহাঙ্গীর কবির-তাসনিম জারার বিরুদ্ধে ব্যবস্থা নিতে নোটিশ
নতুন দলের নাম ইস্যুতে ইলিয়াস কাঞ্চনকে আইনি নোটিশ
নতুন দলের নাম ইস্যুতে ইলিয়াস কাঞ্চনকে আইনি নোটিশ
ইসলামের বিরুদ্ধে অবস্থান নিলে প্রধান উপদেষ্টাকেও ডাস্টবিনে ছুড়তে দেরি হবে না
ফেনীতে মামুনুল হকইসলামের বিরুদ্ধে অবস্থান নিলে প্রধান উপদেষ্টাকেও ডাস্টবিনে ছুড়তে দেরি হবে না
রেমিট্যান্সের টাকায় দেনা শোধ, প্রবাসীদের কৃতজ্ঞতা জানালেন প্রধান উপদেষ্টা 
রেমিট্যান্সের টাকায় দেনা শোধ, প্রবাসীদের কৃতজ্ঞতা জানালেন প্রধান উপদেষ্টা