X
শুক্রবার, ০৫ জুলাই ২০২৪
২১ আষাঢ় ১৪৩১

‘চুপ, গুলি করে দেবো’ বলা জাপা নেতার থেকে পিস্তলটি উদ্ধার

রংপুর প্রতিনিধি
০৩ জুলাই ২০২৪, ১১:৩৩আপডেট : ০৩ জুলাই ২০২৪, ১১:৩৩

রংপুর নগরীর সমাজ কল্যাণ বালিকা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজর অধ্যক্ষ মফিজার রহমান মিজুকে পিস্তল বের করে গুলি করার হুমকি দেওয়া রংপুর জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আলাউদ্দন মিয়ার নগরীর বাবু খা মহল্লার বাসায় তল্লাশি চালিয়ে সেই পিস্তলটি উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২ জুলাই) রাতে পুলিশ এ অভিযান চালায়। বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্টোপলিটন পুলিশের ডিসি (ক্রাইম) আবু মারুফ হোসেন।

পুলিশ জানিয়েছে, এ সংক্রান্ত খবর সোমবার রাতে বাংলা ট্রিবিউনে প্রকাশিত হওয়ায় সরকারের উচ্চ মহলসহ সর্বত্র তোলপাড় শুরু হয়। খবর প্রকাশিত হওয়ার পর থেকে জাপা নেতা আলাউদ্দিন মিয়া গা ঢাকা দেন। তাকে নগরীর বিভিন্ন এলাকায় সন্ধান করে না পাওয়ায় মেট্রোপলিটন কোতোয়ালি থানার সেকেন্ড অফিসার সোহেলের নেতৃত্বে পুলিশের একটি দল আলাউদ্দিনের বাবু খা মহল্লার বাসা ঘেরাও করে। দীর্ঘ এক ঘণ্টা পর বাসার গেট খুলে দিলে বাড়িতে পুলিশ প্রবেশ করে পিস্তল আর গুলির সন্ধান চালায়। পরে পিস্তল গুলি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এদিকে, সমাজ কল্যাণ কলেজের অধ্যক্ষ মফিজার রহমানকে গুলির হুমকিসহ প্রাণনাশের হুমকি দেওয়ার ঘটনায় মামলা করার জন্য বলা হয়েছে। অন্যদিকে জাপা নেতা আলাউদ্দিন মিয়াকে গ্রেফতারের জন্য দলটির নেতাকর্মীরাই দাবি জানিয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন নেতা তাকে গ্রেফতার ও দল থেকে বহিষ্কারের দাবি জানান।

এদিকে ডিসি (ক্রাইম) আবু  মারুফ  হোসেন জানান, আটক করা পিস্তলের কোনও বৈধ কাগজপত্র এখনও দেখাতে পারেনি তারা। কাগজ না পাওয়া গেলে সিজ (জব্দ) করে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

কলেজ কর্তৃপক্ষ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আলাউদ্দিন মিয়া জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের উপদেষ্টা ছিলেন। গত ২২ মার্চ তাকে রংপুর জাতীয় পার্টির আহ্বায়ক পদে নিয়োগ দেওয়া হয়। এর আগে জেলা আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। বাড়ি নগরীর বাবু খা এলাকায়। কারমাইকেল কলেজ ছাত্র সংসদের দুবারের সাবেক এই ভিপি পড়াশোনা শেষে কাস্টমস কর্মকর্তা হিসেবে চাকরিতে যোগ দেন। এরপর অবসরে যান। সম্প্রতি জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তার বিরুদ্ধে মামলা করেছিল দুদক।

গত মাসের মাঝামাঝি সময়ে রংপুর-৩ আসনের সংসদ সদস্য জাপা চেয়ারম্যান জি এম কাদের স্বাক্ষরিত একটি ডিও লেটার নেন আলাউদ্দিন। ওই ডিও লেটারসহ দলের সহযোগী ছাত্র সংগঠন জাতীয় ছাত্র সমাজের দুই নেতাকে সঙ্গে নিয়ে গত ২৪ জুন দুপুর ১২টার দিকে সমাজকল্যাণ বিদ্যাবীথি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মফিজার রহমান মিজুর কক্ষে যান। ৪০ মিনিট অধ্যক্ষের সঙ্গে কথা বলেন। সেখানে গিয়ে তিনি কলেজের সভাপতির পদ চান। অধ্যক্ষ এই পদ দেওয়ার ক্ষমতা নেই বলে জানালে তিনি উত্তেজিত হয়ে গুলি করার হুমকি দেন।

অধ্যক্ষের সঙ্গে ৪০ মিনিটের কথায় তিনি এক পর্যায়ে বলেন, ‘আমার পকেটের পিস্তলে সবসময় ছয়টা গুলি লোড করা থাকে। চুপ, ডোন্ট টক, একদম গুলি করে দেবো। কোনও কথা বলবি না। যা বলেছি, তাই কর। গুলি করে মারলে আমার লোমও বাঁকা করা যাবে না।’ এর ফাঁকে অধ্যক্ষ বলেন, ‘গুলি করে দেন, কোনও সমস্যা নেই। কিন্তু সভাপতি করার ক্ষমতা আমি রাখি না।’ পিস্তল বের করতে দেখে পাশে বসে থাকা জাতীয় ছাত্র সমাজের এক নেতা আলাউদ্দিনের হাত ধরে চেয়ারে বসিয়ে দেন। আরেক নেতা শান্ত করার চেষ্টা করেন।

/এফআর/
সম্পর্কিত
এমপি আনার হত্যা মামলার প্রতিবেদন ৮ আগস্ট
রাজধানীতে মাদকসহ গ্রেফতার ১৩
লক্ষ্মীপুরে ৩ দিন ধরে নিখোঁজ সপ্তম শ্রেণির দুই শিক্ষার্থী
সর্বশেষ খবর
নিষিদ্ধ হলেও কোয়ার্টার ফাইনালে খেলতে পারবেন বেলিংহ্যাম
নিষিদ্ধ হলেও কোয়ার্টার ফাইনালে খেলতে পারবেন বেলিংহ্যাম
আবার সিনেমায় পার্থ বড়ুয়া
আবার সিনেমায় পার্থ বড়ুয়া
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার
ঘুমের প্রয়োজন, রাত ৮টার পর অনুষ্ঠান চান না: গভর্নরদের বলেছিলেন বাইডেন
ঘুমের প্রয়োজন, রাত ৮টার পর অনুষ্ঠান চান না: গভর্নরদের বলেছিলেন বাইডেন
সর্বাধিক পঠিত
সপ্তাহে দেড় দিন এবং রাত ৮টার পর বন্ধ থাকবে সব দোকানপাট
সপ্তাহে দেড় দিন এবং রাত ৮টার পর বন্ধ থাকবে সব দোকানপাট
কী আলোচনা হলো সচিবদের বৈঠকে?
কী আলোচনা হলো সচিবদের বৈঠকে?
আর্জেন্টিনা-ইকুয়েডর ম্যাচ কখন, দেখবেন কোথায়?
আর্জেন্টিনা-ইকুয়েডর ম্যাচ কখন, দেখবেন কোথায়?
টিভিতে আজকের খেলা (৫ জুলাই, ২০২৪)
টিভিতে আজকের খেলা (৫ জুলাই, ২০২৪)
টাইব্রেকারে মেসির মিস, মার্টিনেজ বীরত্বে সেমিফাইনালে আর্জেন্টিনা
টাইব্রেকারে মেসির মিস, মার্টিনেজ বীরত্বে সেমিফাইনালে আর্জেন্টিনা